কামাল রশিদ খান

ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, এবং প্রযোজক

কামাল রশিদ খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং লেখক। ২০০৯ সালে তিনি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বস-এ অংশগ্রহণ করেন।[৩]

কামাল রশিদ খান
জন্ম১ জানুয়ারি ১৯৭৫
দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত[১]
অন্যান্য নামকামাল রশিদ[১] কেআরকে[২]
পেশাপ্রযোজক, অভিনেতা, লেখক
কর্মজীবন২০০৫-বর্তমান
ওয়েবসাইটkamaalrkhan.com

কর্মজীবন

চলচ্চিত্র

২০০৮ সালে বিতর্কিত চলচ্চিত্র দেশদ্রোহীর মাধ্যমে প্রযোজক এবং অভিনেতা হিসাবে বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন।[৪][৫][৬] তিনি এক ভিলেন (২০১৪) চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন।

টেলিভিশন

কামাল রশিদ খান খান সিজন 3 এর ভারতীয় রিয়েলিটি টিভি প্রোগ্রাম বিগ বস এ অংশগ্রহণ করার মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ারের অভিষেক ঘটে।[৭] উল্লেখ্য, বিগ বস হল বিগ ব্রাদার এর ভারতীয় সংস্করণ।[৮]

তিনি তিন সপ্তাহ ধরে প্রতিযোগিতায় টিকে ছিলেন। অন্য প্রতিযোগীদের সাথে সহিংস আচরণের জন্য তাকে প্রতিযোগিতাটি থেকে বের করে দেওয়া হয়।[৯]

সমালোচনা

বিদ্বেষ ছড়ানোর দায়ে মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক মহারাষ্ট্রে কামাল রশিদ খানের চলচ্চিত্র দেশদ্রোহী নিষিদ্ধ করা হয়।[১০][১১][১২]

ইউটিউবে পোস্ট করা পরবর্তী পোস্টের রানঝানা (২০১৩) এর পর্যালোচনায় দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হন।[১৩] এজন্য তার বিরুদ্ধে দিল্লির সীমা পুরি পুলিশ স্টেশনে মামলা রুজু করা হয়।[১৪] এই ঘটনার জন্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ কামাল রশিদ খানকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানায়।[১৫]

ভারতীয় সাধারণ নির্বাচন ২০১৪ এর সময় তিনি টুইট করেছেন যে, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে তিনি ভারত ছেড়ে যাবেন। ২০১৪ সালের ১৮ মেতে তিনি সেই টুইটটির স্ক্রিনশট নিয়ে তার নামের জায়গায় শাহরুখ খানের নাম এডিট করে যোগ করে সেটি ছবিটি টুইট করেন।[১৬] কিছু মিডিয়া যাচাই বাছাই না করে খবরটিকে সত্য হিসেবে নিয়ে প্রচার করে এবং শাহরুখ খান বিতর্কের সম্মুখীন হন।[১৭] এই কাজটির জন্য কামাল রশিদ খান ব্যাপকভাবে নিন্দিত হন।

২০১৪ সালের মে মাসের ১৪ তারিখে রজনীকান্তের চলচ্চিত্র কোচাদায়িয়ান মুক্তির দিনে টুইটারে চলচ্চিত্রটিকে বাজে চলচ্চিত্র বলে অভিহিত করেন।এজন্য, রজনীকান্তের ভক্তদের নিকট হতে এই টুইটটির উত্তপ্ত উত্তরের মুখোমুখি হতে হয়েছিল তাকে।[১৮]

কামাল রশিদ খান বলিউড তারকাদের নিয়ে নিয়মিতভাবে বিতর্কিত টুইট করে থাকেন এবং এজন্য তিনি সমালোচিত হয়ে থাকেন।[১৯][২০][২১][২২][২৩][২৪]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রভূমিকাভাষা
২০০৬মুন্না পান্ডে বেরোজগারপ্রধান খলনায়কভোজপুরী
২০০৮দেশদ্রোহীরাজকুমার যাদবহিন্দি
২০১৪এক ভিলেনব্রিজেশ (অতিথি চরিত্রে)হিন্দি

চলচ্চিত্র প্রযোজনা

বছরচলচ্চিত্রপরিচালকভাষা
২০০৫সিতামপার্থ ঘোষহিন্দি
২০০৭মুন্না পান্ডে বেরোজগার [২৫]মনীষ জৈনভোজপুরী
২০০৮দেশদ্রোহীজগদীশ এ. শর্মাহিন্দি

আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান

বছরশোভূমিকাচ্যানেলনোট
২০০৯বিগ বস ৩প্রতিযোগীকালারস১৯তম দিনে বের করে দেওয়া হয়েছিল

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন