কালার্স টিভি

(কালারস থেকে পুনর্নির্দেশিত)

কালার্স হচ্ছে ভারতভিত্তিক একটি হিন্দি ভাষার বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল।[১] এই চ্যানেলটি ভায়াকমসিবিএস এবং টিভি১৮-এর মিলিত জোটে গঠিত ভায়াকম ১৮-এর অধীনস্থ একটি চ্যানেল।[২] এই চ্যানেলটির উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে পরিবারিরক গল্পনির্ভর, হাস্যরসাত্মক, অতিপ্রাকৃত নাটক এবং রিয়্যালিটি অনুষ্ঠান রয়েছে।

কালার্স
কালার্স: ভায়াকম ১৮
কালার্সের লোগো
উদ্বোধন২১ জুলাই ২০০৮ (2008-07-21)
নেটওয়ার্কক্যাবল, টেলিভিশন নেটওয়ার্ক
মালিকানাভায়াকম ১৮
চিত্রের বিন্যাস৪৮০আই (এসডি টিভি)
১০৮০আই (এইচডি টিভি)
স্লোগানহিন্দি: जज्बात के रंग
বাংলা: আবেগের রং
ইংরেজি: The colors of emotion
দেশ ভারত
ভাষাহিন্দি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
প্রধান কার্যালয়মুম্বই, মহারাষ্ট্র, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
অন্যান্য চ্যানেল
ওয়েবসাইটwww.colorstv.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভি
(ভারত)
চ্যানেল ১১৬ (এসডি)
চ্যানেল ১১৭ (এইচডি)
টাটা স্কাই
(ভারত)
চ্যানেল ১৪৯ (এসডি)
চ্যানেল ১৪৭ (এইচডি)
ডিশ টিভি
(ভারত)
চ্যানেল ১২১ (এসডি)
চ্যানেল ১২০ (এইচডি)
রিলায়েন্স ডিজিটাল টিভি
(ভারত)
চ্যানেল ২২০ (এসডি)
চ্যানেল ২৩২ (এইচডি)
সান ডাইরেক্ট
(ভারত)
চ্যানেল ৩০৪ (এসডি)
চ্যানেল ৮৭০ (এইচডি)
আকাশ ডিটিএইচ
(বাংলাদেশ)
চ্যানেল ১৭৭ (এসডি)
চ্যানেল ১৭৮ (এইচডি)
অ্যাস্ট্রো
(মালয়েশিয়া)
চ্যানেল ১০৮ (এইচডি)

ইতিহাস

কালার্স একটি বিনোদনমূলক চ্যানেল হিসেবে ভায়াকমসিবিএস এবং টিভি১৮-এর মিলিত জোটে গঠিত ভায়াকম ১৮ কর্তৃক ২০০৮ সালের ২১শে জুলাই তারিখে সর্বপ্রথম চালু করা হয়েছিল। শুরু দিকে, এই চ্যানেল বন্ধন সাত জানমোঁ কা, জানে কেয়া বাত হুই, জয় শ্রী কৃষ্ণ, জীবন সাথি – হামসফর জিন্দেগী কে, মোহে রঙ দে, রাহে তেরা আশীর্বাদ, বালিকা বধু, ছোটে মিয়াঁ এবং উত্তরণের মতো ধারাবাহিক সম্প্রচার করেছে; যার মধ্যে বালিকা বধু ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের ইতিহাসে অন্যতম দীর্ঘ নাটকে পরিণত হয়েছে।

কালার্স এইচডি

কালার্স এসডি চ্যানেল প্রচারের পাশাপাশি ২০১১ সালের ২৪শে অক্টোবর তারিখে ভায়াকম ১৮-এর অধীনে কালার্স এইচডি নামে আরেকটি চ্যানেলের উদ্বোধন করে। এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ এইচডি; বাণিজ্যিকভাবে এই চ্যানেলটি বর্তমানে ১০৮০আই ফরম্যাটে পাওয়া যায়। অন্যদিকে, এর শব্দ বিন্যাস হচ্ছে ডলবি ডিজিটাল প্লাসের ৭.১। শুরুর দিকে, এই চ্যানেলটি ভারতের কয়েকটি ডিটিএইচ অপারেটরে যোগ করা হয়েছিল; যেমন: ডিশ টিভি,[৩] এয়ারটেল ডিজিটাল টিভি,[৪] ভিডিওকন ডি২এইচ[৫] টাটা স্কাই[৬] পরবর্তীতে, এই চ্যানেলটি আরও বেশ কয়েকটি ডিটিএইচ অপারেটরে যোগ করা হয়েছিল। এছাড়াও এই চ্যানেলটি হ্যাথঅ্যাওয়ে ডিজিটাল ক্যাবলের মাধ্যমে দেখতে পারা যায়।[৭]

বর্তমানে সম্প্রচারিত অনুষ্ঠানমালা

সন্ধ্যা ৬:০০-৬:৩০সসুরাল সিমার কা‌ ২
সময়অনুষ্ঠানবার
সোম-শনি
সন্ধ্যা ০৬:৩০-০৭:০০

সাবী কি সাবারি

সোম-শনি
সন্ধ্যা ০৭:০০–০৭:৩০উড়াড়িয়ানসোম-শুক্র
সন্ধ্যা ০৭:৩০–০৮:০০পরিণীতিসোম–শুক্র
রাত ০৮:০০–০৮:৩০স্বরাণ ঘারসোম–শুক্র
রাত ০৮:৩০–০৯:০০শেরদিল শেরগিলসোম–শুক্র
রাত ০৯:০০-০৯:৩০

হরফুল মোহিনী

সোম-শুক্র
রাত ০৯:৩০–১০:০০পিশাচীনিসোম–শুক্র
রাত ১০:০০–১০:৩০স্পাই বাহুসোম–শুক্র
রাত ১০:৩০–১১:০০নীমা ডেনজোমপাসোম-শুক্র
সন্ধ্যা ৭:০০-৮:০০নাগিন 6শনি-রবিরাত ০৮:০০–০৯:৩০ঝালাক দিখ লা ঝাশনি–রবি
রাত ০৯:৩০–১১:০০খাতরে কো খিলাড়ি ১১শনি–রবি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন