কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের কিশোরগঞ্জে অবস্থিত একটি সরকারি বহুমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।এখানে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন আর এ সি, ডিপ্লোমা ইন ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু আছে। এখানে নন- টেক বিভাগ নামেও একটি বিভাগ আছে।এখানে একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস ও অধ্যক্ষ বাংলো আছে।কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ উপাধ্যক্ষ হিসাবে আছেন জনাব মোহা:রুহুল আমিন, চিফ ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন জনাব এ.কে.এম. খাদেমুল বাশার, চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড), ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ। জনাব এ. এইচ. এম. আইয়ুব আলী, চিফ ইনস্ট্রাক্টর (টেক/ইলেকট্রনিকস), ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ, জনাব মো: শাহনূর আমিন, চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক),জনাব মো: শহিদুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর (টেক/আর এ সি),জনাব মো: আতিকুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার)। এই প্রতিষ্ঠানে ৩২ জন ক্রাফট ইন্সট্রাক্টর আছেন।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারি
স্থাপিত২০০৮ (2008)
অধ্যক্ষপ্রকৌশলী আবদুল হান্নান খান
অবস্থান
করিমগঞ্জ
, ,
২৪°২৭′০৩″ উত্তর ৯০°৫১′৩৫″ পূর্ব / ২৪.৪৫০৭৪৯° উত্তর ৯০.৮৫৯৬৮৮° পূর্ব / 24.450749; 90.859688
শিক্ষাঙ্গনকরিমগঞ্জ, কিশোরগঞ্জ।
সংক্ষিপ্ত নামKIPI
অধিভুক্তি2008
ওয়েবসাইটwww.kishoreganj.polytech.gov.bd
মানচিত্র

ইতিহাস

২০০৮ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। [১]

ক্যাম্পাস ও অবকাঠামো

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ জেলা শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে কিশোরগঞ্জ-করিমগঞ্জ মহাসড়কের পাশে জঙ্গলবাড়ি নামক স্থানে অবস্থিত। ৫ একর জমির উপরে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এখানে পাঁচ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, ওয়ার্কশপ, গ্রন্থাগার, মসজিদ, ৫০০ আসন বিশিষ্ট মিলানায়তন ও আইটি সেন্টার রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ৪ তলা বিশিষ্ট দুটি ছাত্রাবাস রয়েছে।

শিক্ষা কার্যক্রম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্র-ছাত্রীদের আবশ্যিকভাবে পাঠ্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্রছাত্রীদের সকালে ও দুপুরে দুই শিফটে পাঠদান করা হয়।

বিভাগ সমূহ [২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন