পঞ্চম মুহাম্মদ

উসমানীয় সাম্রাজ্যের ৩৫তম সুলতান
(পঞ্চম মুহাম্মদ (উসমানীয় সুলতান) থেকে পুনর্নির্দেশিত)

পঞ্চম মুহাম্মদ (উসমানীয় তুর্কি ভাষা : محمد خامس Meḥmed-i ẖâmis, তুর্কি Mehmed V Reşad বা Reşat Mehmet) (২/৩ নভেম্বর ১৮৪৪ – ৩/৪ জুলাই ১৯১৮) ছিলেন ৩৫তম উসমানীয় সুলতান তিনি সুলতান প্রথম আবদুল মজিদের পুত্র ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার পরবর্তীকালে তার সৎ ভাই ষষ্ঠ মুহাম্মদ তার উত্তরাধিকারী হন।

পঞ্চম মুহাম্মদ
ইসলামের খলিফা
আমিরুল মুমিনিন
উসমানীয় সুলতান
খাদেমুল হারামাইন শরিফাইন
উসমানীয় সুলতানখলিফা
রাজত্ব২৭ এপ্রিল ১৯০৯ - ৩ জুলাই ১৯১৮
রাজ্যাভিষেক১০ মে ১৯০৯
পূর্বসূরিদ্বিতীয় আবদুল হামিদ
উত্তরসূরিষষ্ঠ মুহাম্মদ
উজিরে আজমআহমেদ তৌফিক পাশা
হোসেন হিলমি পাশা
ইবরাহিম হাক্কি পাশা
কুচুক মুহাম্মদ সাইদ পাশা
আহমেদ মুহতার পাশা
কিবরিসলি মুহাম্মদ কামিল পাশা
মাহমুদ শেভকেত পাশা
সাইদ হালিম পাশা
তালাত পাশা
জন্ম(১৮৪৪-১১-০২)২ নভেম্বর ১৮৪৪
তোপকাপি প্রাসাদ, কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল[১]
মৃত্যু৩ জুলাই ১৯১৮(1918-07-03) (বয়স ৭৩)
ইলদিজ প্রাসাদ, কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল)
স্ত্রীকামুরেস কাদিনেফেন্দি
দুররিয়ান্দ কাদিনেফেন্দি
মিহরেনগিজ কাদিনেফেন্দি
নাজপেরভের কাদিনেফেন্দি
দিলফিরিব কাদিনেফেন্দি
বংশধরশাহজাদা মুহাম্মদ জিয়াউদ্দিন
শাহজাদা মুহাম্মদ নিজামুদ্দিন
শাহজাদা ওমর হিলমি
রেফিয়া সুলতান
রাজবংশউসমানীয়
পিতাপ্রথম আবদুল মজিদ
মাতাগুলজেমাল সুলতান
ধর্মইসলাম
তুগরাপঞ্চম মুহাম্মদ স্বাক্ষর

জন্ম

ইনি ইস্তানবুলের তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন।[২] সিংহাসনের অন্যান্য উত্তরাধীকারীদের মত তিনিও ৩০ বছর হারেমে কাটান। এর মধ্যে নয় বছর তিনি প্রাচীন ফার্সি কবিতা অধ্যয়ন করেন ও কবি হিসেবে নন্দিত হন। নবম জন্মদিনে তোপকাপি প্রাসাদে তাকে ইসলামী প্রথা অনুযায়ী খৎনা করানো হয়।

শাসনকাল

গেলিপলি স্টারের উপর পঞ্চম মুহাম্মদের তুগরা (১৯০৯)
দ্বিতীয় কাইজার উইলহেম, পঞ্চম মুহাম্মদ, ফ্রাঞ্জ জোসেফ: প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তির তিন সম্রাট।

১৯০৯ সালের ২৭ এপ্রিল তার শাসনকাল শুরু হয়। তিনি প্রতীকীভাবে ক্ষমতায় ছিলেন। তার প্রকৃত কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। ১৯০৮ সালের তরুণ তুর্কি বিপ্লবের সময় থেকে উসমানীয় রাষ্ট্রীয় বিষয়গুলো তিন পাশা বলে পরিচিত তিনজন ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে তার একমাত্র গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ হিসেবে ধরা হয়। অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদানের সরকারি সিদ্ধান্তের পর ১৯১৪ সালের ১১ নভেম্বর তিনি এই ঘোষণা দেন। তিনি আনোয়ার পাশার জার্মানপন্থি নীতির প্রতি বিরুপ ছিলেন বলে উল্লেখ করা হয়।[৩]

এই ঘোষণা ছিল ইতিহাসের কোনো খলিফা কর্তৃক সর্বশেষ জিহাদের ডাক। এরপর ১৯২৪ সালে খিলাফত বিলুপ্ত হয়। উসমানীয় অঞ্চলে অসংখ্য মুসলিম বসবাস করলেও এই ঘোষণা যুদ্ধে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। ১৯১৬ সালে আরব বিদ্রোহের মাধ্যমে আরবরা ব্রিটিশদের পক্ষে যোগ দেয়।

১৫ অক্টোবর ১৯১৩ তে পঞ্চম মুহাম্মদ তার মিত্র দ্বিতীয় কাইজার উইলহেমকে কনস্টান্টিনোপলে আপ্যায়িত করেন। ১৯১৬ সালের ২৭ জানুয়ারি তিনি প্রুশিয়া রাজতন্ত্রের ও একই বছরের ১ ফেব্রুয়ারি জার্মান সাম্রাজ্যের জেনারেল ফিল্ড মার্শাল হন।

মৃত্যু

যুদ্ধ শেষ হওয়ার চার মাস আগে পঞ্চম মুহাম্মদ ১৯১৮ সালের ৩ জুলাই ইলদিজ প্রাসাদে মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স ছিল ৭৩ বছর। তিনি তার জীবনের অধিকাংশ সময় ডোলমাবাহচি প্রাসাদ ও ইলদিজ প্রাসাদে অতিবাহিত করেন। ইস্তানবুলের ইয়াপ অংশে তাকে দাফন করা হয়।

সম্মাননা

পঞ্চম মুহাম্মদ নিম্নোক্ত উসমানীয় পদবীর অধিকারী ছিলেন :

  • অর্ডার অব ক্রিসেন্ট
  • অর্ডার অব নিশান ইফতিখার
  • অর্ডার অব মেজিদি
  • অর্ডার অব উসমানীয়া
  • নাইট অব মিলিটারি অর্ডার অব ম্যাক্স জোসেফ

তথ্যসূত্র

পঞ্চম মুহাম্মদ
জন্ম: November 2, 1844 মৃত্যু: July 3, 1918
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
দ্বিতীয় আবদুল হামিদ
উসমানীয় সাম্রাজ্যের সুলতান
Apr 27, 1909 – Jul 3, 1918
উত্তরসূরী
ষষ্ঠ মুহাম্মদ
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
দ্বিতীয় আবদুল হামিদ
ইসলামের খলিফা
Apr 27, 1909 – Jul 3, 1918
উত্তরসূরী
ষষ্ঠ মুহাম্মদ
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন