উসমানীয় রাজবংশ

উসমানীয় সাম্রাজ্যের রাজাদের তালিকা

উসমানীয় রাজবংশ (তুর্কি: Osmanlı Hanedanı) তৈরি হয়েছিল মহান উসমানীয় রাজপ্রাসাদ (উসমানীয় তুর্কি: خاندان آل عثمان) এর সদস্যদের দ্বারা তৈরী হয়েছিল, যারা উসমানীয় (তুর্কি: Osmanlılar) হিসেবেও সমানভাবে পরিচিত। উসমানীয় ঐতিহ্য অনুসারে পরিবারটি কায়ী গোত্রের বংশোদ্ভুত;[nb ১] যেটি অগুজ তুর্কদের একটি শাখা।,[২] প্রথম উসমানের অধীনে উত্তরপূর্ব আনাতোলিয়ায় বেইলিক সুগুত জেলায়। উসমানীয় রাজবংশের নাম উসমান প্রথম থেকে এসেছে। যারা আনু. ১২৯৯-১৯২২ খ্রিস্টাব্দ পর্য্নত উসমানীয় সাম্রাজ্য শাসন করেছিল।সাম্রাজ্যের ইতিহাসের অধিকাংশ সময়, সুলতানই ছিলেন মূল শাসক, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। যদিও কিছু ক্ষমতা উজিরে আজমদের মত কর্মকর্তাদের হাতে স্থানান্তরিত হয়েছিল। যেমন- প্রথমবার ১৮৭৬-৭৮ খ্রিস্টাব্দে ও দ্বিতীয় সাংবিধানিক যুগ ১৯০৯-২০ খ্রিস্টাব্দে সাম্রাজ্যের শেষদিকে। এই দুই সময়ে একটি রাজতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ক্ষমতা স্থানান্তর কার্যকর করা হয়েছিল, যাতে উজিরে আজমরা সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এবং সাধারণ সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উসমানীয় সাম্রাজ্যের নিশানী (১৮৮২–১৯২২)
রাষ্ট্র উসমানীয় সাম্রাজ্য
উপাধিসুলতানুল মুজাহিদীন, সার্বভৌম উসমানীয় রাজপ্রাসাদ, খানদের খান, আনাতোলিয়া ও রুমেলিয়া এবং অ্যাদ্রিয়েনোপল ও ফিলিপোপোলিস শহরের মহান সুলতান,
প্রতিষ্ঠাকালআনু.১২৯৯
প্রতিষ্ঠাতাপ্রথম উসমান
শেষ শাসক
ক্ষমতাচ্যুতি
শাখাওসমানগলু পরিবার
১৯২০ সালে রুকিয়া সাবিহা সুলতানের বিয়ের দিন, বাম থেকে ডানে: ফাতমা উলভিয়ে সুলতান, খাদিজা খাইরিয়াহ আয়শা দুররে শাহওয়ার সুলতান, আমিনা নাজিকেদা কাদিনেফেন্দী, রুকাইয়া সাবিহা সুলতান, মেহমেদ আরতুগ্রুল এফেন্দী, শাহসুওয়ার হানিম এফেন্দী।

তুরস্কের স্বাধীনত যুদ্ধের সময়ে ১৯২২ খ্রিস্টাব্দে পহেলা নভেম্বর এই রাজকীয় পরিবারটি ক্ষমতাচ্যুত হয় এবং সালতানাতের সমাপ্তি ঘটে। পরবর্তী বছর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষিত হয়। রাজবংশটির বেঁচে থাকা সদস্যদেরকে পার্সোনায়ে নন গ্রাটায়ের অধীনে দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়। যদিও কিছু সদস্যকে পুনরায় তুরস্কে ফিরে ব্যক্তিগতভাবে বসবাস করার অনুমতি দেয়া হয়েছিল। বর্তমানে এই পরিবারটি ওসমানগলু পরিবার হিসেবে পরিচিত।

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ইংরেজীতে

তুর্কী ভাষায়

ফরাসী ভাষায়

— শাহী প্রাসাদ —
উসমানীয় রাজপ্রাসাদ
New Dynasty
উসমানীয় সাম্রাজ্যের শাসনগৃহ
আনু. ১২৯৯-১৯শে নভেম্বর ১৯২২
শূন্য
সালতানাত ও খেলাফত বিলুপ্ত
পূর্বসূরী
আব্বাসীয় রাজবংশ
খিলাফত রাজবংশ
১৫১৭–৩রা মার্চ ১৯২৪
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ