পুসারলা ভেঙ্কট সিন্ধু

ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়

পুসারলা ভেঙ্কট সিন্ধু (তেলুগু: పుసర్ల వెంకట సింధు; (1995-07-05) ৫ জুলাই ১৯৯৫ (বয়স ২৮)) একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।[৩] তিনি জাপানের নোজোমি ওকুহরাকে ২১-৭, ২১-৭ সোজা সেটে পরাজিত করে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় হন।

পি ভি সিন্ধু
ব্যক্তিগত তথ্য
জন্ম নামপুসারলা ভেঙ্কট সিন্ধু
দেশ ভারত
জন্ম (1995-07-05) ৫ জুলাই ১৯৯৫ (বয়স ২৮)
হায়দরাবাদ, ভারত
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)
যে হাতে খেলেনডান হাতি
প্রশিক্ষকপুল্লেলা গোপীচাঁদ
মহিলা একক
মর্যাদাক্রমে সর্বোচ্চ স্থান৯ (১৩ মার্চ ২০১৪[১])
মর্যাদাক্রমে বর্তমান স্থান১০ (৭ এপ্রিল ২০১৬[২])
পদকের তথ্য
মহিলা ব্যাডমিন্টন
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2016 রিও ডি জেনিরো মহিলাদের একক


ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০২০ টোকিও মহিলাদের একক


World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2019 Basel মহিলাদের একক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2018 Nanjing মহিলাদের একক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2017 Glasgow মহিলাদের একক
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Guangzhou মহিলাদের একক
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2013 Copenhagen মহিলাদের একক
Uber Cup
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 New Delhi Women's team
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2016 Kunshan Women's team
Asian Games
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2018 Jakarta-Palembang Women's singles
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Incheon Women's team
Commonwealth Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 2018 Gold Coast Mixed team
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2018 Gold Coast মহিলাদের একক
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Glasgow মহিলাদের একক
Asian Championships
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Gimcheon মহিলাদের একক
South Asian Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 2016 Guwahati Women's team
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2016 Guwahati মহিলাদের একক
Commonwealth Youth Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 2011 Douglas Girls' singles
Asian Junior Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2012 Gimcheon Girls' singles
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2011 Lucknow Girls' singles
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2011 Lucknow Mixed team
বিডব্লউএফ প্রোফাইল

পিভি সিন্ধু ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে জাপানের নোজমি ওকুহারাকে ২১-১৯, ২১-১০ এ পরাজিত করে নারীদের ব্যাডমিন্টন একক ইভেন্টে চূড়ান্ত পৌঁছানোর এবং নিজেকে অন্তত রৌপ্য পদকের জন্য নিশ্চিত করেন। [৪]

২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন। সিন্ধুই ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় যিনি দুটো অলিম্পিক পতন জয় করেছেন।

তিনি ২১ সেপ্টেম্বর ২০১২ তে ওয়ার্ল্ড ফেডারেশন রাঙ্কিং এ শীর্ষ ২০ ব্যাডমিন্টনে স্থান করে নেন।[৫]। ১০ আগস্ট ২০১৩ সালে, সিন্ধু প্রথম ভারতীয় মহিলা একক খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন। ৩০ মার্চ ২০১৫ সালে, তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান, পদ্মশ্রী পান। [৬] ১৮ আগস্ট ২০১৬ সালে, তিনি রিও অলিম্পিকে সেমিফাইনালে জাপানেের নোজমি ওকুহারাকে পরাজিত করেন। তিনি প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিকে নারীদের ব্যাডমিন্টন একক ইভেন্টে ফাইনালে পৌঁছন। ১৯ আগস্ট ২০১৬ সালে তিনি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফাইনালে প্রথম সেট বিশ্বের প্রথন স্থানাধিকারী ক্যারোলিনা মেরিনের বিরুদ্ধে ২১-১৯ এ জেতেন। তিনি দ্বিতীয় সেট ১২-২১ এ পরাজিত হন। তৃতীয় সেটে ১৫-২১ এ পরাজিত হয়ে রৌপ পদক লাভ করেন। তিনি প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে রৌপ পদক জেতেন। তিনি ভারতের সব থেকে কম বয়সী মহিলা খেলোয়াড় যিনি অলিম্পিকে রৌপ পদক জেতেন।

শৈশব ও প্রাথমিক প্রশিক্ষণ

পুসারলা ভেঙ্কট সিন্ধু পি ভি রামানা এবং পি বিজয়ার কন্যা; - উভয়েই পূর্বের ভলিবল খেলোয়াড়। রামানা এছাড়াও ভারত সরকার- কৃত২০০০ অর্জুন পুরস্কার তার খেলাধুলার জন্য জিতেছেন।[৭] যদিও তার বাবা পেশাদার ভলিবল খেলেছেন, সিন্ধু ২০০১ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুল্লেলা গোপীচাঁদের সাফল্যে অনুপ্রানিত হয়ে, ভলিবলের বদলে ব্যাডমিন্টন বেছে নেন.[৮] তিনি আট বছর বয়স থেকে ব্যাডমিন্টন খেলতে শুরু করেন।[৭]

সিন্ধু প্রথমেে সেকেন্দ্রাবাদে ইন্ডিয়ান রেলওয়ে সংকেত প্রকৌশল ও টেলিযোগাযোগ ইনস্টিটিউট এর ব্যাডমিন্টন কোর্টে মেহবুব আলীর কাছে খেলার প্রারম্ভিক শিক্ষা নেন। পরেই তিনি পুল্লেলা গোপীচাঁদের ব্যাডমিন্টন একাডেমী যোগদান করেন।[৮] যদিও সিন্ধুর কর্মজীবন সম্বন্ধে লেখার সময়, 'দ্য হিন্দু' -র এক সংবাদদাতা লিখেছেন:

"সত্য যে তাঁর বাসভবন থেকে ৫৬ কিমি দূরত্বে, তিনি দৈনিক কোচিং ক্যাম্পের সঠিক সময় পৌছতেন, সম্ভবত একজন ভাল ব্যাডমিন্টন খেলোয়াড় হবার জন্য তাঁর প্রয়োজনীয় কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির প্রতি তাঁর প্রবল ইচ্ছার প্রতিফলন।"[৮]

গোপীচাঁদ এই প্রতিনিধির মতামতকে সমর্থন করে তিনি বলেন, "যে সিন্ধুর খেলার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার মনোভাব এবং কখনও হারব না মনোবল"[৯]

সাফল্য

একক খেতাব (৬)

ক্রমিক.সংখ্যা.বছরটুর্নামেন্টচূড়ান্ত খেলায় প্রতিপক্ষস্কোর
২০১১ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ফ্রান্সিসকা রত্নাসারী২১-১৬, ২১-১১[১০]
২০১৩মালয়েশিয়া মাস্টার্স গু জুয়ান২১–১৭, ১৭–২১, ২১–১৯
২০১৩ম্যাকাও ওপেন মিশেল লি২১–১৫, ২১–১২
২০১৪ম্যাকাও ওপেন কিম হিও মিন২১–১২, ২১–১৭
২০১৫ম্যাকাও ওপেন মিন্টাসু মিটানি২১–৯, ২১-২৩, ২১-১৪
২০১৬মালয়েশিয়া মাস্টার্স কার্সটি গিলমোর২১-১৫, ২১-৯
     গ্র্যান্ড প্রিক্স গোল্ড
     আন্তর্জাতিক চ্যালেঞ্জ

একক রানার্স-আপ (৫)

ক্রমিক.সংখ্যা.বছরটুর্নামেন্টচূড়ান্ত খেলায় প্রতিপক্ষস্কোর
২০১১ডাচ ওপেন ইয়াও জে১৬-২১, ১৭-২১
২০১২সৈয়দ মোদী আন্তর্জাতিক লিন্ডাওয়েনি ফানেট্রিি১৫-২১, ২১-১৮, ১৮-২১
২০১৪সৈয়দ মোদী আন্তর্জাতিক সাইনা নেহওয়াল১৪-২১, ১৭-২১
২০১৫ডেনমার্ক ওপেন লি জুইরুই১৯-২১, ১২-২১
২০১৬দক্ষিণ এশিয়ান গেমস গড্ডে রুত্বিকা শিবানী১১-২১,২০-২২
     সুপার সিরিজ প্রিমিয়ার
     গ্র্যান্ড প্রিক্স গোল্ড
     গ্র্যান্ড প্রিক্স

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • P. V. Sindhu অলিম্পিক গোল্ড কোয়েস্ট (ইংরেজি)
  • P. V. Sindhu গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমী (ইংরেজি)
  • P. V. Sindhu tournamentsoftware.com (ইংরেজি)
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন