বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

পলিটেকনিক ইনস্টিটিউট হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল)। বোর্ডের অধীনে চার বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়।[১]

ইতিহাস

১৮৭৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকায় আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং (বর্তমানে বুয়েট) স্থাপিত হয়। তৎকালীন আসাম ও অবিভক্ত বাংলায় এটিই ছিল একমাত্র কারিগরি শিক্ষা কেন্দ্র। চার বছর মেয়াদি উচ্চ অধীনস্থ কোর্স দিয়ে এর যাত্রা শুরু হয়। উক্ত কোর্স শেষে উত্তীর্ণ শিক্ষার্থীগণ তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেতেন।[২] পরবর্তীতে উক্ত কোর্সকে তিন বছরে রূপান্তরের মাধ্যমে লাইসেন্সিয়েট ইঞ্জিনিয়ারিং নামে পরিবর্তন করা হয়।

১৯৪৭ সালে দেশ বিভাগের সময় এই প্রতিষ্ঠানের নাম ছিল আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল এবং এখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার ব্যবস্থা ছিল। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেইসাথে ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার পাশাপাশি ডিগ্রি স্তরের প্রকৌশল শিক্ষাও প্রবর্তিত হয়। তখন ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার নাম ছিল অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং

১৯৪৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান কারিগরি শিক্ষা কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, ১৯৫৫ সালে করাচীঢাকায় দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. বিভাগেরর অধীনে আমেরিকান ফোর্ড ফাউন্ডেশনের অর্থানুকুল্যে ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়, যা বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে তিন বছর মেয়াদি চারটি টেকনোলজিতে (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং নামে প্রত্যয়ন হয়।

তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচালিত ডিগ্রি ও ডিপ্লোমা স্তরের কোর্সে প্রকৌশল বিষয়ে বস্তুগত ব্যবধান খুব কম ছিল, কিন্তু চাকরিতে বেতন, পদমর্যাদা ও সুযোগ সুবিধা বেশি ছিল। ফলে, ডিপ্লোমা প্রকৌশলীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে এবং তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে শুরু করে। ফলস্বরূপ, ১৯৫৮ সাল থেকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বন্ধ হয়ে যায়।

ষাটের দশকের শেষ ভাগ থেকে দেশের তৎকালীন প্রতিটি শহরে একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। এসময় তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট ১৭টি পলিটেকনিক স্থাপিত হয়। ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের অধীনে ৩টি নতুন পলিটেকনিক স্থাপিত হয়।

পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা

বর্তমানে বাংলাদেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে।[৩][৪] এর মধ্যে পুরনো ইনস্টিটিউটের সংখ্যা ২০টি, যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউট ৫টি, মনোটেকনিক ইনস্টিটিউট ৪টি, প্রকল্পভুক্ত ইনস্টিটিউট ১৮টি ও মহিলা পলিটেকনিক ৩টি। এছাড়াও বাংলাদেশে ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

সরকারি পলিটেকনিকের তালিকা

ক্রমিকইনস্টিটিউট কোডইনস্টিটিউটের নামঅবস্থানজেলাবিভাগপ্রতিষ্ঠাকালঅনুষদসমূহআসন সংখ্যা
৬৫০৫৬বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটরামমালাকুমিল্লাকুমিল্লা১৯১৪সার্ভেয়িং২০০
৫০০০৩বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্সতেজগাঁও শিল্প এলাকাঢাকাঢাকা১৯৫১সিরামিক, গ্লাস।২০০
৫০১১৭ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটতেজগাঁও শিল্প এলাকাঢাকাঢাকা১৯৫৫সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আর্কিটেকচার, মেকানিক্যাল, কেমিক্যাল, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, পাওয়ার, এনভায়রনমেন্ট।১৩৫০
৭০০৪৮চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটনাসিরাবাদচট্টগ্রামচট্টগ্রাম১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, এনভায়রনমেন্ট।৬৫০
৬৫০৫৪কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটকোটবাড়িকুমিল্লাচট্টগ্রাম১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার।৫০০
৪২০৪৫বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটআলেকান্দাবরিশালবরিশাল১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল।৮০০
৬১০১৬সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটবরইকান্দিসিলেটসিলেট১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল।৬৫০
২৬০৬২পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটগাংকোলাপাবনারাজশাহী১৯৬২সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৮৫০
২০০৯৯বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটশেরপুর রোড়বগুড়ারাজশাহী১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৬০০
১০১৬০৫৮রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটজুম্মাপাড়ারংপুররংপুর১৯৬২সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল।৬৫০
১১৭২০০৭বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটরাঙ্গামাটিরাঙ্গামাটিচট্টগ্রাম১৯৬৩সিভিল (উড), মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার, কনস্ট্রাকশন।৩০০
১২২৩১০৫রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটসপুরারাজশাহীরাজশাহী১৯৬৩সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, মেকাট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল।৫৫০
১৩৪৬০২৬ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটবায়তুল আমানফরিদপুরঢাকা১৯৬৩সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৬০০
১৪৩৫০৪৮খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটখালিশপুরখুলনাখুলনা১৯৬৩সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৬০০
১৫৫৭০৬৭ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটচড়পাড়াময়মনসিংহময়মনসিংহ১৯৬৩সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল।৮০০
১৬১৩০৮৫দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটবালুবাড়ীদিনাজপুররংপুর১৯৬৪সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার।৫৫০
১৭৬৯০১৫ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটহাসপাতাল রোড়ফেনীচট্টগ্রাম১৯৬৪সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, আর্কিটেকচার।৫০০
১৮৩৩০৫৩যশোর পলিটেকনিক ইনস্টিটিউটশেখহাটি গ্রামযশোরখুলনা১৯৬৪সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশন।৬০০
১৯২৭০৪০কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া সদরকুষ্টিয়াখুলনা১৯৬৪সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার।৬০০
২০৫০০৮৭গ্রাফিক আর্টস ইনস্টিটিউটমোহাম্মদপুরঢাকাঢাকা১৯৬৭কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং।
২১৫০০৮৮ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটআগারগাঁওঢাকাঢাকা১৯৮৫আর্কিটেকচার, ইলেকট্রোমেডিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স।৪০০
২২৩৯০৫১পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী সদরপটুয়াখালীবরিশাল১৯৮৯সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩৫০
২৩৫৪০৪৯টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটদেওলাটাঙ্গাইলঢাকা১৯৯১সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন।৫৫০
২৪২১০৬৪নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটনওগাঁ সদরনঁওগারাজশাহী২০০০সিভিল, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, এনভায়রনমেন্ট।২৫০
২৫৪৫০১৫গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটচন্দ্রদিঘলিয়াগোপালগঞ্জঢাকা২০০১ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
২৬৪৩০১৪শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটবুড়িরহাটশরীয়তপুরঢাকা২০০১কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন।৫০০
২৭৩৪০৪৮সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটলাবসাসাতক্ষীরাখুলনা২০০২সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
২৮৬৯০১৯ফেনী কম্পিউটার ইনস্টিটিউটনতুন রানীরহাটফেনীচট্টগ্রাম২০০৩টেলিকমিউনিকেশন, কম্পিউটার।১৫০
২৯২৩১১৭রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটনাওদাপাড়া বাইপাস রোড়রাজশাহীরাজশাহী২০০৩কম্পিউটার, আর্কিটেকচার, ফুড, ইলেকট্রিক্যাল।২৫০
৩০১২০৫৩ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটঠাকুরগাঁও সদরঠাকুরগাঁওরংপুর২০০৪রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, মেকাট্রনিক্স।৩৫০
৩১৩০০২৩ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটঝিনাইদহ সদরঝিনাইদহখুলনা২০০৪কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল।২৫০
৩২২৫০৬৪সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটফকিরতলাসিরাজগঞ্জরাজশাহী২০০৪কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
৩৩৫৬০১৮শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটভাতশালাশেরপুরময়মনসিংহ২০০৪কম্পিউটার, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল।২৫০
৩৪৭৪০০৯কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটদক্ষিণ মুহুরী পাড়াকক্সবাজারচট্টগ্রাম২০০৪কম্পিউটার, সিভিল, ফুড, ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
৩৫৭০০৬১চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটউত্তর হালিশহরচট্টগ্রামচট্টগ্রাম২০০৫কম্পিউটার, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স।২০০
৩৬১৭০৫৭কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটকুড়িগ্রাম সদরকুড়িগ্রামরংপুর২০০৫সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন, আর্কিটেকচার।৪৫০
৩৭৪০০২৯ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটবোরহানউদ্দিন উপজেলাভোলাবরিশাল২০০৫কম্পিউটার, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।২৫০
৩৮৩৫০৬৪খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটখালিশপুরখুলনাখুলনা২০০৫সিভিল, কম্পিউটার, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স।৩৫০
৩৯৬৬০৩৫চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকালিয়াপাড়া-কচুয়া রোড়চাঁদপুরচট্টগ্রাম২০০৫সিভিল, কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
৪০৬৪০২৪ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটইসলামপুরব্রাহ্মণবাড়িয়াচট্টগ্রাম২০০৫কম্পিউটার, আর্কিটেকচার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ইলেকট্রোমেডিক্যাল।২৫০
৪১৬৩০১০হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটগোপায়াহবিগঞ্জসিলেট২০০৫সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার।২৫০
৪২৩৮০৩৩বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটঢলুয়াবরগুনাবরিশাল২০০৬সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩৫০
৪৩৫২০৪১নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটনরসিংদী সদরনরসিংদীঢাকা২০০৬সিভিল, কম্পিউটার, ফুড, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৩০০
৪৪৬৭০১৬লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটবাইশমারালক্ষীপুরচট্টগ্রাম২০০৬সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার।৩০০
৪৫৪৯০২১মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটমিরকাদিমমুন্সীগঞ্জঢাকা২০০৬সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৪০০
৪৬২২০৫২চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটবারঘরিয়া বাজারচাঁপাইনবাবগঞ্জরাজশাহী২০০৬ফুড, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকাট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৬০০
৪৭৩১০৩৬মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটইটখোলা বাজারমাগুরাখুলনা২০০৮ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, মেকাট্রনিক্স।৬০০
৪৮৫৯০৬০কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকরিমগঞ্জকিশোরগঞ্জঢাকা২০০৮ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৪০০
৪৯৬২০২৪মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটমাথারকাপনমৌলভীবাজারসিলেট২০১০কম্পিউটার, ফুড, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।৪০০
৫০৬৪০৬৮ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিনাসিরনগরব্রাহ্মণবাড়িয়াচট্টগ্রাম২০১৮লাইভস্টক৫০

বেসরকারি পলিটেকনিকের তালিকা

ক্রমিকইনস্টিটিউট কোডইনস্টিটিউটের নামঅবস্থানজেলাপ্রতিষ্ঠাকালঅনুষদসমূহ
৬৩০১৭ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটচুনারুঘাটহবিগঞ্জ২০০০
৫০২৩৯ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউটদারুস সালামঢাকা২০০৬সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন।
৬৮০২৭নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটমাইজদী কোর্টনোয়াখালী১৯৯৯সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং।
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষীপুর১৯৭৯সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আর্কিটেকচার, অটোমোবাইল, গ্রাফিক্স ডিজাইন, টেক্সটাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, মেরিন।
২৪১৩৭, ২৪১৫৩ইনোভেটিভ পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউটসদরনাটোর২০১০সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেক্সটাইল।
এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউটনাটোর
আহসানউল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিংঢাকা
আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজদিনাজপুর
আলিফ সায়েন্স এন্ড টেকনিক্যাল স্কুলকিশোরগঞ্জ
১০আলফা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
১১এএমডিএ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিখুলনা
১২আনোয়ার পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
১৩অথেন্টিক ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিনাটোর
১৪বিএস পলিটেকনিক ইনস্টিটিউটচট্টগ্রাম
১৫বদিউল আলম সায়েন্স এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটব্রাহ্মনবাড়ীয়া
১৬বাঘমারা পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
১৭বেইলি ব্রিজ প্রাইভেট এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটরংপুর
১৮বলরামপুর আইডিয়াল কলেজঠাকুরগঞ্জ
১৯বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটফরিদপুর
২০বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট কলেজযশোর
২১বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটঢাকা
২২বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজঢাকা
২৩বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সঢাকা
২৪বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
২৫বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিঢাকা
২৬বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
২৭বাংলাদেশ টেকনিক্যাল কলেজযশোর
২৮বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজঢাকা
২৯বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটবরিশাল
৩০বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিবরিশাল
৩১বরিশাল টেকনোক্র্যাটস পলিটেকনিক ইনস্টিটিউটবরিশাল
৩২বসুন্ধরা পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৩৩বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৩৪বিসিএমসি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিযশোর
৩৫বেগম ফজিলতুন্নেসা পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী
৩৬ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটভোলা
৩৭বগুড়া ওয়াই এম সি এ পলিটেকনিক ইনস্টিটিউটবগুড়া
৩৮বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
৩৯ব্রহ্মপুত্র পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৪০বিট্রিশ আমেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগাজীপুর
৪১সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা
৪২সেন্টার ফর কম্পিউটার স্টাডিজঢাকা
৪৩সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফারঢাকা
৪৪চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটচাঁদপুর
৪৫চাটমোহর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজপাবনা
৪৬চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউটচুয়াডাঙ্গা
৪৭সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউটরাজশাহী
৪৮সিটি পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
৪৯সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৫০কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা
৫১কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটফেনী
৫২কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ ইনস্টিটিউটবগুড়া
৫৩কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজবগুড়া
৫৪কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউটকক্সবাজার
৫৫সাইবারটেক পলিটেকনিক ইনস্টিটিউটজয়পুরহাট
৫৬ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটঢাকা
৫৭দেশ পলিটেকনিক কলেজঢাকা
৫৮ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৫৯ঢাকা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিঢাকা
৬০ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজিঢাকা
৬১ঢাকা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা মেডিক্যাল কলেজনারায়ণগঞ্জ
৬২ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৬৩ধর্মপুর পলিটেকনিক ইনস্টিটিউটগাইবান্ধা
৬৪ধনবাড়ি সায়েন্স এন্ড টেকনোলজি কলেজটাঙ্গাইল
৬৫ডিমলা কম্পিউটার সায়েন্স এন্ড পলিটেকনিক কলেজনীলফামারী
৬৬দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিদিনাজপুর
৬৭দৃষ্টি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংঝিনাইদহ
৬৮দর্পন পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
৬৯ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটনওগাঁ
৭০ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউটইটখোলা বাজারমাগুরা২০১৩
৭১ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজিঢাকা
৭২কাশবন পলিটেকনিক ইনস্টিটিউটস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭৩অক্সফোর্ড পলিটেকনিক ইনস্টিটিউটস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭৪মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭৫ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিখুলনা
৭৬মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটচুয়াডাঙ্গা
৭৭ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিহাসপাতাল মোড়ফেনী২০০০সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, টেক্সটাইল, গার্মেন্টস ও টেলিকমিউনেশন ।
৭৮জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউটপুলিশ লাইনকুমিল্লা সদর
৭৯কুষ্টিয়া ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিপুরাতন কাটাইখানার মোড়, কালিসংকরপুরকুষ্টিয়া
৮০সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট (SPTI)সিলেট সদরসিলেট২০১৬
৮১এভিএএস পলিটেকনিক ইনস্টিটিউটসাতক্ষীরা
৮২নরসিংদী পলিটেকনিকএকাডেনরসিংদী
৮৩ইসলামি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলোজি (IBIT)C1অক্সিজেন C2 চকবাজারচট্টগ্রাম
৮৪ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)মুরাদপুরচট্টগ্রাম
৮৫অ্যারো পলিটেকনিক ইনস্টিটিউট অব ঢাকাঢাকা
৮৬রাঙামাটি সিএইচটি পলিটেকনিক ইনস্টিটিউট (RCPI)দক্ষিণ কালিন্দপুররাঙ্গামাটি পার্বত্য জেলা
৮৭৭০০৪৩ইমপেক কলেজ অব টেকনোলজিদামপাড়া, জিইসিচট্টগ্রামইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, সিভিল, মেকানিক্যাল
৮৮৫০৫১৮শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটউত্তরা, ঢাকাঢাকা২০১২সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সার্ভেয়িং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন।
৮৯২৬১৪৭চাটমোহর পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটচাটমোহর, পাবনাপাবনা২০১০সিভিল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন
৯০দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিবালুয়াডাঙ্গা শহীদ মিনার, পাহাড়পুরদিনাজপুরইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, টেক্সটাইল, গার্মেন্টস, সিভিল, মেকানিক্যাল
৯১ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটফার্মগেট, তেজগাঁও, ঢাকাঢাকা
৯২৪২১১০ইউরেকা পলিটেকনিক ইন্সটিটিউটরাজমাথা(ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন), ছয়মাইল, বরিশাল।বরিশাল২০১২কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেরিন
৯৩দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটস্যার ইকবাল রোডকুষ্টিয়া২০১১ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, টেক্সটাইল, গার্মেন্টস, সিভিল, মেকানিক্যাল
৯৪২৭০৭০কুষ্টিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিকাটায়খানা মোড়কুষ্টিয়া

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন