ভারতের রাজ্য সংগীতের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি ফেডারেশন। এর মধ্যে কয়েকটি রাজ্য এবং অঞ্চল রাজ্য বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য দাপ্তরিকভাবে রাজ্য সংগীত গ্রহণ করেছে। অন্যান্য রাজ্যের গানগুলো প্রস্তাবিত হয়েছে কিংবা জনপ্রিয়, প্রচলিত এবং এগুলোর আনুষ্ঠানিক ব্যবহার রয়েছে।

তালিকা

সরকারি রাজ্য সংগীত

রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগানের নামঅনূদিত নামভাষাগীতিকার (গণ)সুরকার (গণ)গৃহীত
অন্ধ্রপ্রদেশমা তেলুগু থালিকি [১]আমাদের তেলুগু মাতার প্রতিতেলুগুশঙ্করম্বদী সুন্দরচরীসূর্যকুমারী১৯৫৬
আসামঅ’ মোর আপোনার দেশহে আমার প্রিয় দেশ!অসমীয়ালক্ষ্মীনাথ বেজবরুয়াকমলা প্রসাদ আগরওয়ালা১৯২৭
উত্তরাখণ্ডউত্তরাখণ্ড দেবভূমি মাতৃভূমি[২][৩][৪]উত্তরাখণ্ড, দেবতার ভূমি, মাতৃভূমি!হিন্দি, গড়ওয়ালি এবং কুমোনিহেমন্ত বিশটনরেন্দ্র সিং নেগি২০১৬
ওড়িশাবন্দে উৎকল জননী [৫]তোমার বন্দনা করি, হে মা উতকল!ওড়িয়ালক্ষ্মীকান্ত মহাপাত্রলক্ষ্মীকান্ত মহাপাত্র১৯৩৬
কর্ণাটকজয় ভারত জননীয় তনুজতে [৬]ভারত মাতার কন্যা, মাতা কর্ণাটকের বিজয়!কন্নড়কুপ্পালি ভেঙ্কটাপ্পা পুত্তাপ্পামহীশূর অনন্তস্বামী২০০৪
গুজরাতজয় জয় গরবী গুজরাত [৭]গর্বিত গুজরাতের বিজয়!গুজরাতিনর্মদাশঙ্কর দাভেঅজানা২০১১
ছত্তিশগড়অরপা পৈরী কে ধারঅরপা এবং পৈরীর জলপ্রবাহছত্তিশগড়িনরেন্দ্র দেব বর্মানরেন্দ্র দেব বর্মা২০১৯
তামিলনাড়ুতামিল তায় ওয়ালত্তু [৮]তামিলমাতৃৃ বন্দনাতামিলমনোন্মণীয়ম সুন্দরম পিল্লাইএমএস বিশ্বনাথন১৯৭০
তেলেঙ্গানাজয় জয় হে তেলঙ্গানা [৯]মা তেলেঙ্গানার বিজয়!তেলুগুঅ্যান্ডি শ্রীঅ্যান্ডি শ্রী২০১৪
পশ্চিমবঙ্গবাংলার মাটি বাংলার জলবাংলার মাটি বাংলার জলবাংলারবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর২০২৩
পুদুচেরিতামিল তায় ওয়ালত্তু [১০]তামিলমাতৃৃ বন্দনাতামিলভর্তিদাসনএল কৃষ্ণন২০০৭
বিহারমেরে ভারত কে কণ্ঠহারআমার ভারতের গলার হারহিন্দিসত্য নারায়ণহরিপ্রসাদ চৌরাসিয়াশিবকুমার শর্মা২০১২
মধ্যপ্রদেশমেরা মধ্য প্রদেশ [১১]আমার মধ্য প্রদেশহিন্দিমহেশ শ্রীবাস্তবমহেশ শ্রীবাস্তব২০১০

অনানুষ্ঠানিক, ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় রাজ্য সংগীত

রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগানের নামঅনূদিত নামভাষাগীতিকার (গণ)সুরকার (গণ)
অরুণাচল প্রদেশহামারা অরুণাচল [১২][১৩]আমাদের অরুণাচলহিন্দিভূপেন হাজারিকাভূপেন হাজারিকা
মহারাষ্ট্রজয় জয় মহারাষ্ট্র মাজাআমার মহারাষ্ট্রের বিজয়!মারাঠিরাজা বাদেশ্রীনিবাস খালে
মণিপুরসানা লাইবাক মণিপুর [১৪][১৫]মণিপুর, স্বর্ণভূমিমণিপুরীবি জয়ন্তকুমার শর্মাআরিবাম সিয়াম শর্মা
সিকিমজাহান বাগচা তিস্তা রঙ্গীত [১৬][১৭]যেখানে তিস্তা এবং রঙ্গীত প্রবাহিত হয়নেপালিসানু লামাদুশায়ন্ত লামা
উত্তর প্রদেশজয় জয় উত্তর প্রদেশ [১৮]উত্তরপ্রদেশের বিজয়!হিন্দিরমেশ কবি ও রসিয়া কুমারপঙ্কজ প্রীতম

প্রস্তাবিত রাজ্য সংগীত

গোয়া [১৯], কেরল [২০][২১] সরকারকর্তৃক বর্তমানে সরকারি রাজ্য গান বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন