মাজাহির উলুম সাহারানপুর

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে অবস্থিত একটি মাদ্রাসা
(মাজাহির উলুম, সাহারানপুর থেকে পুনর্নির্দেশিত)

মাজাহির উলুম সাহারানপুর (উর্দু: مظاہر علوم سہارنپور‎‎) ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত একটি মাদ্রাসা। এটি ভারতের বৃহত্তম দেওবন্দি মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম।[১] ছাত্রসংখ্যা ও ধর্মতাত্ত্বিক শিক্ষার আগ্রহের ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের পরেই এর অবস্থান।[২] দারুল উলুম দেওবন্দের অনুসরণে ১৮৬৬ সালের মে মাসে দেওবন্দ প্রতিষ্ঠার ৬ মাস পর সাদাত আলী সাহারানপুরীর হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।[৩] মাজহার নানুতুবির নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে।[২] মাদ্রাসাটির প্রাথমিক উন্নয়নে আহমদ আলী সাহারানপুরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে পর্যায়ক্রমে রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ সাহারানপুরী, আশরাফ আলী থানভী এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেছেন।[২] এই মাদ্রাসার সাথে সংযুক্ত পণ্ডিতরা হাদিস অধ্যয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে উদ্ভূত একটি বিশ্বব্যাপী ধর্মীয় আন্দোলন, তাবলিগ জামাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।[১]

জামিয়া মাজাহির উলূম সাহারানপুর
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত৯ নভেম্বর ১৮৬৬ (১৫৭ বছর আগে) (1866-11-09)
প্রতিষ্ঠাতাগণআহমদ আলী সাহারানপুরি, মাজহার নানুতুবি এবং মাওলানা সাদাদ আলী
আচার্যমাওলানা সালমান মাজাহিরি
অবস্থান
সাহারানপুর, উত্তরপ্রদেশ, ভারত
সংক্ষিপ্ত নাম মাজাহির
ওয়েবসাইটjamiamazahiruloom.com
মানচিত্র

ইতিহাস

দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠার ছয় মাস পরে মাওলানা আহমদ আলী সাহারানপুরী, মাওলানা মাজহার আলী নানোতাভী এবং মাওলানা সাদাদ আলী ফকিহ ৯ নভেম্বর ১৮৬৬ সালে মাজাহির উলূম প্রতিষ্ঠা করেছিলেন। [৪]

এটি প্রথমে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। মাওলানা খলিল আহমদ সাহারানপুরীর সময় এটি খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌছেছিল।[৪]

১৯৮৮ সালে মাদ্রাসায় আমেন-এ-আম (সাধারণ সম্পাদক) পদটি প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ তালহা কান্ধলভী এর প্রথম সাধারণ সম্পাদক হন। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত এই পদে ছিলেন। [৫]

মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী [৬] এবং মুহাম্মদ ইউনূস জৌনপুরী মাজাহিরের হাদীসের অধ্যাপক ছিলেন।

১৯৯৫ সালে এখান থেকে আল মাজাহির প্রকাশিত হয়।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র

শিক্ষক

আরো দেখুন

  • উত্তরপ্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা

তথ্যসূত্র

উদ্ধৃতি

গ্রন্থপঞ্জি

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী