লেওনার্দো বোনুচ্চি

ইতালীয় ফুটবলার
(লেওনার্দো বনুচ্চি থেকে পুনর্নির্দেশিত)

লেওনার্দো বোনুচ্চি (ইতালীয়: Leonardo Bonucci, ইতালীয় উচ্চারণ: [leoˈnardo boˈnuttʃi]; জন্ম: ১ মে ১৯৮৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুস এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

লেওনার্দো বোনুচ্চি
২০১৫ সালে ইতালির হয়ে বোনুচ্চি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামলেওনার্দো বোনুচ্চি[১]
জন্ম (1987-05-01) ১ মে ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থানভিতের্বো, ইতালি
উচ্চতা১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২][৩]
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়ুভেন্তুস
জার্সি নম্বর১৯
যুব পর্যায়
২০০৪–২০০৫ভিতের্বেসে
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৫–২০০৬ভিতের্বেসে(০)
২০০৫–২০০৬ইন্টার মিলান (ধার)(০)
২০০৬–২০০৯ইন্টার মিলান(০)
২০০৭–২০০৯→ ত্রেভিজো (ধার)৪০(৪)
২০০৯→ পিজা (ধার)১৮(১)
২০০৯জেনোয়া(০)
২০০৯–২০১০বারি৩৮(১)
২০১০–২০১৭ইয়ুভেন্তুস২২৭(১৩)
২০১৭–২০১৮এসি মিলান৩৫(২)
২০১৮–ইয়ুভেন্তুস৮৯(৮)
জাতীয় দল
২০১০–ইতালি১০১(৭)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী২০২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০৬, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৬, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, বোনুচ্চি ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০১ ম্যাচে ৭টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ২টি ফিফা বিশ্বকাপ (২০১০ এবং ২০১৪) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১২, এবং ২০১৬) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১২ সালে চেজারে প্রানদেল্লির অধীনে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের রানার-আপ হয়েছেন।

ব্যক্তিগতভাবে, বোনুচ্চি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫–১৬ মৌসুমে সেরিয়ে আ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, বোনুচ্চি এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি ইন্টার মিলানের হয়ে এবং ১৭টি ইয়ুভেন্তুসের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

লেওনার্দো বোনুচ্চি ১৯৮৭ সালের ১লা মে তারিখে ইতালির ভিতের্বোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী