সোফি চৌধরী

ভারতীয় অভিনেত্রী, গায়ক, গীতিকার, ভিজে, টেলিভিশন উপস্থাপক

সোফি চৌধরী (জন্ম সোফিয়া চৌধরী, ফেব্রুয়ারি ৮, ১৯৮২)[১] একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী এবং গায়িকা। প্রাথমিকভাবে তিনি ভারতীয় চলচ্চিত্রে সক্রিয় হয়েছেন। এছাড়াও তিনি একজন সাবেক এমটিভি ইন্ডিয়া ভিজে, অনিয়মিত মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা।

সোফি চৌধরী
सोफी चौधरी
ডিজে ম্যাগাজিনের উদ্বোধনে সোফি চৌধুরি, ২০১২ জুলাই
জন্ম
সোফিয়া চৌধরী

(1982-02-08) ফেব্রুয়ারি ৮, ১৯৮২ (বয়স ৪২)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামসোফিয়া চৌধরী, সোফি চৌধারী
নাগরিকত্বব্রিটিশ, ভারতীয়
পেশাঅভিনেত্রী, গায়িকা, গীতিকার, ভিজে, টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন২০০০–বর্তমান

প্রাথমিক জীবন

সোফি পূর্ব লন্ডন (Walthamstow), ইংল্যান্ড, যুক্তরাজ্যে জন্ম নেন এবং সেথানেই বেড়ে ওঠেন।[২] তার বাবা সোফিয়া লরেনের দারুণ ভক্ত থাকায় তার জন্মের সময় নাম রাখেন "সোফিয়া", যদিও পরবর্তীকালে তিনি "সোফি" নামেই পরিচিত হন। তার একটি বড় ভাই রয়েছে।[১] বর্তমানে তিনি তার মা এবং নানীর সাথে বাস করেন।[১]

তিনি স্যার জর্জ মনোক্স কলেজে ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেন এবং ইউরোপীয় রাজনীতি ও ফরাসি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[১][২] সোফি লন্ডন একাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট থেকে স্বর্ণ পদকপ্রাপ্ত।[৩] এছাড়াও, ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি মর্যাদাসম্পন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান "সায়েন্সেস পো"-এ তিনি প্রায় দুই বছর অধ্যয়ন করেন, যেখানে অনেক ফরাসি রাজনীতিবিদ অধ্যয়ন করেছেন।[৪] বলিস্পাইসি-এর প্রতিবেদন অনুসারে জানা যায় সোফি অধ্যয়নরত অবস্থায় জী ইউকে-এর ভিজে নির্বাচিত হন।[৫]

সোফি একজন বহুভাষিক, তিনি ইংরেজি, হিন্দি, উর্দু, ফরাসি এবং ইতালির ভাষায় অনর্গল কথা বলতে সক্ষম এবং এই ভাষার পাশাপাশি স্প্যানিশ, পাঞ্জাবি এবং আরবি ভাষায় গাইতেও পারেন।[১][৬] তিনি বিভিন্ন নৃত্য শৈলী সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছেন, এর মধ্যে রয়েছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম, যা তিনি চার বছর ধরে লন্ডনে শিখেছেন, এবং কত্থক যেমন পশ্চিমা নৃত্য সালসা, যা তিনি দুই বছর ধরে মুম্বাইয়ে শিখেছেন।[৫] এছাড়াও তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতে সুপ্রশিক্ষিত, যা তিনি ইউকে-তে হেলেনা শেনালের কাছে তিন বছর ধরে শিখেছেন।[৭] পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যা তিনি পণ্ডিত অস্কারান শর্মার কাছ থেকে শিখেছেন।[৩]

চলচ্চিত্র তালিকা

মনিশ মালহোত্রা এবং শাইনা এনসির সিপিএএ শোতে সোফি চৌধুরী
বছরচলচ্চিত্রচরিত্রভাষাটীকা
২০০৫শাদী নং ১ডিম্পল কোঠারিহিন্দি
পেয়ার কি সাইড ইফেক্টস্তনয়াহিন্দি
আই সি ইউদিলনাজ বাগাহিন্দি
২০০৭হেই বেবিস্বভূমিকায়হিন্দিবিশেষ উপস্থিতি
এগারনিশা রাভালহিন্দি
স্পিডমনিকা মন্টেইরোহিন্দি
২০০৮মানি হায় তো হানি হায়স্বভূমিকায়হিন্দিবিশেষ উপস্থিতি
কিডন্যাপস্বভূমিকায়হিন্দিবিশেষ উপস্থিতি
২০০৯আ দেখে জরাবিন্দিয়া আভাস্তিহিন্দি
ড্যাডি কুলআয়েশাহিন্দি
চিন্টুজিমেনকাহিন্দি
আলীবগনিশাহিন্দি
২০১১ভেডিস্বভূমিকায়তামিলবিশেষ উপস্থিতি
২০১৩শুটআউট অ্যাট ওয়াডালাস্বভূমিকায়হিন্দিবিশেষ উপস্থিতি
এয়ান্স আপন আয় টাইম ইন মুম্বই দোবারা!মিসেস. দিক্ষিতহিন্দি
২০১৪১: নেনোক্কাডাইনস্বভূমিকায়তেলুগুবিশেষ উপস্থিতি

টেলিভিশন উপস্থিতি

  • ২০১৪ - ঝালাক দিখলা জা ৭ (প্রতিযোগী হিসাবে)
  • ২০১৪ - বিগ বস ৮ (অতিথি হিসেবে)

ডিস্কোগ্রাফি

  • "ইয়ে দিল সুন রাহা হ্যা" (২০০০)
  • লে লে মেরা দিল (২০০১)
  • সোফি অ্যান্ড ড. লাভ (২০০৩)
  • বেবি লাভ (২০০৪)
  • সাউন্ড অব সোফি (২০০৯)
  • "হাঙ্গামা হো গায়া" (২০১২) ডিজিটাল একক
  • "হাঙ্গামা হো গায়া" (২০১৩) কম্পাইলেশন অ্যালবাম
  • "ডু ইউ নো বেবি" (২০১৫)

পুরস্কার এবং স্বীকৃতি

বছরশিরোনাম ! টীকা
২০০১শ্রেষ্ঠ মহিলা নবাগতর জন্য ইউকে এশিয়ান পপ পুরস্কার[৭][৮][৯]
২০০৪লিক্রা এমটিভি স্টাইল অ্যাওয়ার্ড ফর মোস্ট স্টাইলিস্ট ফিমেল ইন মিউজিক[১০]
২০০৫শ্রেষ্ঠ মহিলা পপ শিল্পীর জন্য বলিউড সঙ্গীত পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন