১৯৭৯–৮০ বুন্দেসলিগা

১৯৭৯–৮০ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ১৭তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৭৯ সালের ১১ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৮০ সালের ৩১শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] ভেয়ার্ডার ব্রেমেনের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় ক্লাউস ভুন্ডার এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]

বুন্দেসলিগা
মৌসুম১৯৭৯–৮০
তারিখ১১ আগস্ট ১৯৭৯ – ৩১ মে ১৯৮০
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
৫ম বুন্দেসলিগা শিরোপা
৬ষ্ঠ জার্মান শিরোপা
অবনমনহের্টা
ভেয়ার্ডার ব্রেমেন
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ
ইউরোপীয় কাপবায়ার্ন মিউনিখ
কাপ উইনার্স কাপফর্টুনা ডুসেলডর্ফ
উয়েফা কাপহামবুর্গার
কাইজারস্লাউটার্ন
স্টুটগার্ট
কলন
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা১০২৩ (ম্যাচ প্রতি ৩.৩৪টি)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি কার্ল-হাইন্ৎস রুমেনিগে (২৬টি গোল)
সবচেয়ে বড় হোম জয়কলন ৮–০ ব্রাউনশভাইগ (৮ সেপ্টেম্বর ১৯৭৯)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়হের্টা ০–৬ হামবুর্গার (৫ এপ্রিল ১৯৮০)
সর্বোচ্চ স্কোরিংভেয়ার্ডার ব্রেমেন ৪–৬ ১৮৬০ (২৬ জানুয়ারি ১৯৮০)

হামবুর্গার বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৭৮–৭৯ মৌসুমে ৪৯ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৫০ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ৫ম বারের মতো বুন্দেসলিগা এবং ৬ষ্ঠ বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় কার্ল-হাইন্ৎস রুমেনিগে ২৬ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগার বিভিন্ন বিভাগে অবনমিত হয়েছিল।

দল

১৯৭৮–৭৯ মৌসুম শেষে আরমিনিয়া বিলেফেল্ড, নুর্নবার্গ এবং ডার্মস্টাট মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে বায়ার লেভারকুজেন, ১৮৬০ মিউনিখ এবং বায়ার ০৫ উরডিঙ্গেন বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ব্রাউনশভাইগ
ডুসবুর্গ
হামবুর্গার
কাইজারস্লাউটার্ন
১৮৬০

উরডিঙ্গেন
১৯৭৯–৮০ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবঅবস্থানমাঠ[৪]ধারণক্ষমতা[৪]
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম১,০০,০০০
বোখুমবোখুমরুর স্টেডিয়াম৪০,০০০
আইন্ট্রাখট ব্রাউনশভাইগব্রাউনশভাইগআইন্ট্রাখট স্টেডিয়াম৩৮,০০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৫৪,০০০
ডুসবুর্গডুসবুর্গভেডাউস্টাডিওন৩৮,৫০০
ফর্টুনা ডুসেলডর্ফডুসেলডর্ফরাইন স্টেডিয়াম৫৯,৬০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৮০,০০০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নবেৎসেনবার্গ স্টেডিয়াম৪২,০০০
কলনকোলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৬১,০০০
বায়ার লেভারকুজেনলেভারকুজেনউলরিখ হাবারলান্ড স্টেডিয়াম২০,০০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
১৮৬০ মিউনিখমিউনিখগ্রুনভাল্ডার স্টেডিয়াম৩১,৫০৯
বায়ার্ন মিউনিখমিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৮০,০০০
শালকেগেলজেনকির্খেনপার্ক স্টেডিয়াম৭০,০০০
স্টুটগার্টস্টুটগার্টনেকার স্টেডিয়াম৭২,০০০
বায়ার ০৫ উরডিঙ্গেনক্রেফেল্ডগ্রটেনবুর্গ স্টেডিয়াম২৮,০০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪২২৮৪৩৩+৫১৫০ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
হামবুর্গার৩৪২০৮৬৩৫+৫১৪৮উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
স্টুটগার্ট৩৪১৮১১৭৫৫৩+২২৪১
কাইজারস্লাউটার্ন৩৪১৭১০৭৫৫৩+২২৪১
কলন৩৪১৪১১৭২৫৫+১৭৩৭
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৪১২৬৪৫৬+৮৩৬
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১২১২১০৬১৬০+১৩৬
শালকে৩৪১২১৩৪০৫১−১১৩৩
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৫১৭৬৫৬১+৪৩২উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
১০বোখুম৩৪১৩১৫৪১৪৪−৩৩২
১১ফর্টুনা ডুসেলডর্ফ৩৪১৩১৫৬২৭২−১০৩২কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
১২বায়ার লেভারকুজেন৩৪১২১৪৪৫৬১−১৬৩২
১৩১৮৬০ মিউনিখ৩৪১০১০১৪৪২৫৩−১১৩০
১৪ডুসবুর্গ৩৪১১১৬৪৩৫৭−১৪২৯
১৫বায়ার ০৫ উরডিঙ্গেন৩৪১২১৭৪৩৬১−১৮২৯
১৬হের্টা (R)৩৪১১১৬৪১৬১−২০২৯২. বুন্দেসলিগায় অবনমিত
১৭ভেয়ার্ডার ব্রেমেন (R)৩৪১১২০৫২৯৩−৪১২৫
১৮আইন্ট্রাখট ব্রাউনশভাইগ (R)৩৪২০৩২৬৪−৩২২০


ফলাফল

স্বাগতিক \ সফরকারীBSCBOCEBSSVWBVBDUIF95SGEHSVFCKKOEB04BMGM60FCBS04VFBB05
হের্টা১–০০–০০–০৩–২০–১৩–০১–০০–৬০–২১–০৩–০৩–১১–১১–১০–২৪–২৩–০
বোখুম২–১২–১৫–২২–২৩–০০–০১–০০–৩০–০২–০৪–২০–০২–০০–১০–০০–১১–০
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ৩–১৩–০১–২১–০২–০২–৩২–৩১–১০–১২–১৩–১০–৩০–০১–১১–১০–২১–১
ভেয়ার্ডার ব্রেমেন১–০২–০৪–০২–১২–১৪–১৪–৩১–১২–৪০–৫১–১৪–২৪–৬১–৪৪–০২–৩১–০
বরুসিয়া ডর্টমুন্ড৪–১২–২২–০৫–০৩–১৫–৩০–১২–২৬–২৩–১২–১১–১০–০১–০২–১২–৪৩–১
ডুসবুর্গ২–২০–১০–০৪–১১–০০–২১–০৩–০১–১০–২৫–০৩–০১–০১–২১–২১–১২–২
ফর্টুনা ডুসেলডর্ফ৪–০১–৪৩–২৪–১২–১১–০১–৩১–১৬–১৩–৬১–১১–৪৪–০০–৩৪–১৬–২৩–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট০–৪০–১৭–২৩–২০–১৬–০১–২৩–২৩–৫৩–০৩–০৫–২১–১৩–২৩–২২–০২–০
হামবুর্গার৫–১৩–১২–০৫–০৪–০১–২১–০৫–০১–০৩–০৩–০৩–০৬–১৩–১৪–০৩–২২–২
কাইজারস্লাউটার্ন৪–০৪–১২–০৩–১২–২৪–২৪–০০–১৪–২২–০৪–০৪–২৩–১১–১২–২২–১৪–০
কলন২–২২–১৮–০৪–১৪–১২–৩১–১২–২২–৩২–০৪–০৪–৪২–১২–৪৩–১২–২১–০
বায়ার লেভারকুজেন২–১৩–১৩–১৪–০২–১২–২০–০২–১২–১৩–১১–১০–০১–০১–০২–০১–৩১–১
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৪–১৩–২১–১২–১২–২৬–০২–১৪–১২–২০–৩২–২৪–২১–১২–১১–১১–১৩–২
১৮৬০ মিউনিখ০–১১–০২–০৪–১০–২২–১২–০২–১০–২৩–২১–১২–২০–০১–২৩–০১–১৪–০
বায়ার্ন মিউনিখ১–১৩–০২–১৭–০৪–২৩–১৬–০২–০১–১২–০১–২৩–১৩–১৬–১৩–১৪–০৩–০
শালকে১–০১–০১–০৩–০২–২১–২২–২১–০১–০২–১১–১০–২১–০৩–০১–১০–৪১–২
স্টুটগার্ট৫–০১–৩২–০৫–১১–২২–০৫–১৪–২২–২৩–১৩–০৩–২৪–০১–১১–৩০–০২–০
বায়ার ০৫ উরডিঙ্গেন৩–১১–০২–১২–০৩–০১–১৩–১৩–২০–৩৩–২১–৩২–০০–১১–০১–৩১–৪৪–২

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
কার্ল-হাইন্ৎস রুমেনিগেবায়ার্ন মিউনিখ২৬
হর্স্ট রুবেশহামবুর্গার২১
ডিটার মুলারকলন
মানফ্রেড বুর্গসমুলারবরুসিয়া ডর্টমুন্ড২০
হারাল্ড নিকেলবরুসিয়া মনশেনগ্লাডবাখ
রাইনার গেয়েকাইজারস্লাউটার্ন১৭
ক্লাউস আলোফসফর্টুনা ডুসেলডর্ফ১৬
ডিটার হোনেসবায়ার্ন মিউনিখ
হান্সি মুলারস্টুটগার্ট১৪
১০ ফ্রিডহেম ফুনকেলবায়ার ০৫ উরডিঙ্গেন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন