ভিএফএল বোখুম

ভেরাইন ফুর লাইবেসুবুঙ্গেন বোখুম ১৮৪৮ ফুসবালগেমাইনশাফট (জার্মান: VfL Bochum, জার্মান উচ্চারণ: [faʊ̯ʔɛfˌʔɛl ˈboːxʊm]; সাধারণত ভিএফএল বোখুম নামে পরিচিত) হচ্ছে বোখুম ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লিগ বুন্দেসলিগায় প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৪৮ সালের ২৬শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ২৬,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট রুরস্টাডিওনে ডি উনাবস্টাইগবারেন নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জার্মান সাবেক ফুটবল খেলোয়াড় টমাস লেচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হান্স-পিটার ভিলিস।[৩] বর্তমানে ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় অতোঁনি লসিলা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]

ভিএফএল বোখুম
পূর্ণ নামভেরাইন ফুর লাইবেসুবুঙ্গেন বোখুম ১৮৪৮ ফুসবালগেমাইনশাফট
ডাকনামডি উনাবস্টাইগবারেন (অবতীর্ণ)
ডার ব্লাউ (নীল)
প্রতিষ্ঠিত২৬ জুলাই ১৮৪৮; ১৭৫ বছর আগে (1848-07-26)
মাঠরুরস্টাডিওন
ধারণক্ষমতা২৬,০০০[১]
সভাপতিজার্মানি হান্স-পিটার ভিলিস
ম্যানেজারজার্মানি টমাস লেচ
লিগবুন্দেসলিগা
২০২১–২২১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ভিএফএল বোখুম এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে চারটি ২. বুন্দেসলিগা এবং দুইটি রেগিওনাললিগা পশ্চিম শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ভিএফএল বোখুমের সেরা সাফল্য হচ্ছে ১৯৯৭–৯৮ উয়েফা কাপের তৃতীয় পর্বে পৌঁছানো; যেখানে তারা এএফসি আয়াক্সের কাছে ৬–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। মাইকেল লামেক, লটার ভোয়েল্ক, ভাল্টার অসভাল্ড, উভে ভেগমান এবং হান্স-ইয়োয়াখিম আবেলের মতো খেলোয়াড়গণ ভিএফএল বোখুমের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

ক্লাব প্রতিষ্ঠার প্রায় ১২৩ বছর পর, ১৯৭১–৭২ মৌসুমে ভিএফএল বোখুম প্রথমবারের মতো জার্মানির পেশাদার ফুটবলের শীর্ষ স্তর বুন্দেসলিগায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ১৯৭১ সালের সালের ১৪ই আগস্ট তারিখে, বুন্দেসলিগায় ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে হেরমান এপেনহফের অধীনে ভিএফএল বোখুম আইন্ট্রাখট ব্রাউনশভাইগের বিরুদ্ধে ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ১৯৭১–৭২ বুন্দেসলিগায় ভিএফএল বোখুম ১৪টি জয় এবং ৬টি ড্রয়ে সর্বমোট ৩৪ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় ৯ম স্থান অর্জন করেছিল,[৬][৭] যেখানে হান্স ভালিৎসা ২২টি গোল করে লিগে ভিএফএল বোখুমের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ