১৯৮৬–৮৭ বুন্দেসলিগা

১৯৮৬–৮৭ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ২৪তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৮৬ সালের ৮ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৮৭ সালের ১৭ই জুন তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] উরডিঙ্গেনের নরওয়েজীয় আক্রমণভাগের খেলোয়াড় আটলি এদভালদসন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]

বুন্দেসলিগা
মৌসুম১৯৮৬–৮৭
তারিখ৮ আগস্ট ১৯৮৬ – ১৭ জুন ১৯৮৭
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
৯ম বুন্দেসলিগা শিরোপা
১০ম জার্মান শিরোপা
অবনমনফর্টুনা ডুসেলডর্ফ
ব্লাউ-ভাইস
ইউরোপীয় কাপবায়ার্ন মিউনিখ
কাপ উইনার্স কাপহামবুর্গার
উয়েফা কাপবরুসিয়া মনশেনগ্লাডবাখ
বরুসিয়া ডর্টমুন্ড
ভেয়ার্ডার ব্রেমেন
বায়ার লেভারকুজেন
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৯৯০ (ম্যাচ প্রতি ৩.২৪টি)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি উভে রান (২৪টি গোল)
সবচেয়ে বড় হোম জয়ডর্টমুন্ড ৭–০ ব্লাউ-ভাইস (২৬ সেপ্টেম্বর ১৯৮৬)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ভেয়ার্ডার ব্রেমেন ১–৭ বরুসিয়া মনশেনগ্লাডবাখ (২১ মার্চ ১৯৮৭)
সর্বোচ্চ স্কোরিংনুর্নবার্গ ৭–২ ব্লাউ-ভাইস (১৫ নভেম্বর ১৯৮৬)
বরুসিয়া মনশেনগ্লাডবাখ ৭–২ মানহাইম (২৫ এপ্রিল ১৯৮৭)

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৮৫–৮৬ মৌসুমে ৪৯ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ৮ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৫৩ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ৯ম বারের মতো বুন্দেসলিগা এবং ১০ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বরুসিয়া মনশেনগ্লাডবাখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় উভে রান ২৪ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।

দল

১৯৮৫–৮৬ মৌসুম শেষে জারব্রুকেন এবং হানোফার মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হমবুর্গ এবং ব্লাউ-ভাইস বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব ফর্টুনা কলনের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ব্লাউ-ভাইস
হামবুর্গার
হমবুর্গ

কাইজারস্লাউটার্ন
মানহাইম
নুর্নবার্গ

উরডিঙ্গেন
১৯৮৬–৮৭ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবঅবস্থানমাঠ[৪]ধারণক্ষমতা[৪]
ব্লাউ-ভাইসপশ্চিম বার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৬,০০০
বোখুমবোখুমরুর স্টেডিয়াম৪০,০০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৫৪,০০০
ফর্টুনা ডুসেলডর্ফডুসেলডর্ফরাইন স্টেডিয়াম৫৯,৬০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৬২,০০০
হমবুর্গহমবুর্গভাল্ড স্টেডিয়াম২৪,০০০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৪২,০০০
কলনকোলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৬১,০০০
বায়ার লেভারকুজেনলেভারকুজেনউলরিখ হাবারলান্ড স্টেডিয়াম২০,০০০
ভাল্ডহফ মানহাইমলুডভিগশাফেনসুডভেস্ট স্টেডিয়াম৭৫,০০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
বায়ার্ন মিউনিখমিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৮০,০০০
নুর্নবার্গনুরেমবার্গস্টাটিশেস স্টেডিয়াম৬৪,২৩৮
শালকেগেলজেনকির্খেনপার্ক স্টেডিয়াম৭০,০০০
স্টুটগার্টস্টুটগার্টনেকার স্টেডিয়াম৭২,০০০
বায়ার ০৫ উরডিঙ্গেনক্রেফেল্ডগ্রটেনবুর্গ স্টেডিয়াম৩৫,৭০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪২০১৩৬৭৩১+৩৬৫৩ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
হামবুর্গার৩৪১৯৬৯৩৭+৩২৪৭কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১৮৭৪৪৪+৩০৪৩উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৫১০৭০৫০+২০৪০
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১৭১১৬৫৫৪+১১৪০
বায়ার লেভারকুজেন৩৪১৬১১৫৬৩৮+১৮৩৯
কাইজারস্লাউটার্ন৩৪১৫১২৬৪৫১+১৩৩৭
বায়ার ০৫ উরডিঙ্গেন৩৪১২১১১১৫১৪৯+২৩৫
নুর্নবার্গ৩৪১২১১১১৬২৬২৩৫
১০কলন৩৪১৩১২৫০৫৩−৩৩৫
১১বোখুম৩৪১৪১১৫২৪৪+৮৩২
১২স্টুটগার্ট৩৪১৩১৫৫৫৪৯+৬৩২
১৩শালকে৩৪১২১৪৫০৫৮−৮৩২
১৪ভাল্ডহফ মানহাইম৩৪১০১৬৫২৭১−১৯২৮
১৫আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৭৪২৫৩−১১২৫
১৬হমবুর্গ৩৪১৯৩৩৭৯−৪৬২১অবনমন প্লে-অফে উত্তীর্ণ
১৭ফর্টুনা ডুসেলডর্ফ (R)৩৪২১৪২৯১−৪৯২০২. বুন্দেসলিগায় অবনমিত
১৮ব্লাউ-ভাইস (R)৩৪১২১৯৩৬৭৬−৪০১৮

ফলাফল

স্বাগতিক \ সফরকারীBWBBOCSVWBVBF95SGEHSVHOMFCKKOEB04WMABMGFCBFCNS04VFBB05
ব্লাউ-ভাইস০–০১–৪১–১১–২২–২১–৩২–২১–৪১–১০–১৪–১৩–২১–১১–৪০–০০–২১–১
বোখুম৫–১১–১০–০২–২২–০১–১০–০৩–১৩–১২–১৬–১১–১১–২০–১১–১০–১২–১
ভেয়ার্ডার ব্রেমেন২–০০–০৫–০৫–২৪–১২–১৬–০১–০২–১১–০৪–২১–৭১–১৫–৩০–০১–০৫–১
বরুসিয়া ডর্টমুন্ড৭–০৩–২২–১৪–১১–০৪–৩৩–০২–০১–১০–০৬–০০–২২–২২–২১–০১–২১–১
ফর্টুনা ডুসেলডর্ফ৩–১০–৪২–১০–৪৩–৩৩–২১–০১–৩০–৪২–৩২–০১–১০–৩১–১৩–৪১–০১–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট১–৩১–১২–২০–৪৫–০১–৩৪–০২–২১–২১–০২–১৪–০০–০১–০০–১৩–১১–০
হামবুর্গার২–১১–১৩–০৪–২৪–১২–০৩–১২–০১–০২–১১–০৩–১১–২১–১৪–০২–০২–১
হমবুর্গ২–১৩–১০–১২–২৩–১১–১১–১১–১১–৩১–২২–১০–২২–২২–০১–১২–১০–২
কাইজারস্লাউটার্ন২–০৪–১১–৩২–৩৩–১২–১০–৪৫–০৫–১১–১৩–২১–১১–১২–১৫–১৩–০১–০
কলন১–১১–০৩–০২–০১–০০–০১–১৩–০২–২১–৪২–১২–৪১–১৩–১৩–২০–০১–২
বায়ার লেভারকুজেন২–২২–১৪–১৩–২৫–০২–০০–১৪–২১–০০–১০–০০–২০–০২–০৪–২৪–১১–৪
ভাল্ডহফ মানহাইম১–১০–০১–০২–১১–১২–১২–২৫–১৪–৩২–০২–১১–১৩–৩৩–০২–০৩–২২–৩
বরুসিয়া মনশেনগ্লাডবাখ২–১২–১১–২২–২৪–১১–১০–৩৫–০০–১৩–১২–১৭–২০–১৪–০৩–১৪–০২–০
বায়ার্ন মিউনিখ২–০৩–২৩–২২–২৩–০২–১৩–১৩–০৩–০৩–০০–৩৩–০৩–১৪–০১–০১–০২–২
নুর্নবার্গ৭–২৩–৩৫–১১–২৪–৩১–০৩–৩২–২২–১১–১১–১১–১২–০১–২২–১২–১১–১
শালকে৩–০০–০১–০২–১৪–২৩–১১–১৪–০৩–২২–৪১–২৩–১১–২২–২২–৪২–১২–১
স্টুটগার্ট১–১২–৪৪–০৩–০৩–০৪–১১–১৪–০১–১৫–১১–০২–১২–৪১–৩১–১৪–০২–০
বায়ার ০৫ উরডিঙ্গেন২–১৩–১১–১২–৪৪–১১–০১–০২–১১–২৩–১১–১৩–২১–১০–০৩–৪০–০২–২

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
উভে রানবরুসিয়া মনশেনগ্লাডবাখ২৪
ফ্রিৎস ভাল্টারভাল্ডহফ মানহাইম২৩
রুডি ফোলারভেয়ার্ডার ব্রেমেন২২
নরবার্ট ডিকেলবরুসিয়া ডর্টমুন্ড২০
ফ্রাঙ্ক হার্টমানকাইজারস্লাউটার্ন১৭
ফ্রাঙ্ক মিলবরুসিয়া ডর্টমুন্ড
ইয়ুর্গেন ক্লিন্সমানস্টুটগার্ট১৬
হারাল্ড কোরকাইজারস্লাউটার্ন
হারবার্ট ভাসবায়ার লেভারকুজেন১৫
১০ ক্রিস্টিয়ান শ্রাইয়ারবায়ার লেভারকুজেন১৪

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন