১৯৯০–৯১ বুন্দেসলিগা

১৯৯০–৯১ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ২৮তম মৌসুম ছিল। ১৯৯০ সালের ৩রা অক্টোবর তারিখে জার্মান পুনঃএকত্রীকরণের ফলে এটি শুধুমাত্র পশ্চিম জার্মানির ক্লাবগুলোর অংশগ্রহণে আয়োজিত সর্বশেষ মৌসুম ছিল, জার্মান পুনঃএকত্রীকরণের ফলে পরবর্তী মৌসুম হতে প্রাক্তন পূর্ব জার্মানির ক্লাবগুলো বুন্দেসলিগায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।[১] এই মৌসুমটি ১৯৯০ সালের ৮ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯১ সালের ১৫ই জুন তারিখে সম্পন্ন হয়েছিল।[২][৩] স্টুটগার্টের জার্মান মধ্যমাঠের খেলোয়াড় ফ্রিৎস ভাল্টার এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৪]

বুন্দেসলিগা
মৌসুম১৯৯০–৯১
তারিখ৮ আগস্ট ১৯৯০ – ১৫ জুন ১৯৯১
চ্যাম্পিয়নকাইজারস্লাউটার্ন
১ম বুন্দেসলিগা শিরোপা
৩য় জার্মান শিরোপা
অবনমনজাংকট পাওলি
বায়ার ০৫ উরডিঙ্গেন
হের্টা
ইউরোপীয় কাপকাইজারস্লাউটার্ন
কাপ উইনার্স কাপভেয়ার্ডার ব্রেমেন
উয়েফা কাপবায়ার্ন মিউনিখ
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
হামবুর্গার
স্টুটগার্ট
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৬৩ (ম্যাচ প্রতি ২.৮২টি)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি রোলান্ড ভলফার্ট (২১টি গোল)
সবচেয়ে বড় হোম জয়বায়ার্ন মিউনিখ ৭–০ ভাটেনশাইড (২৪ নভেম্বর ১৯৯০)
স্টুটগার্ট ৭–০ ডর্টমুন্ড (২৩ ফেব্রুয়ারি ১৯৯১)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ফ্রাঙ্কফুর্ট ০–৬ হামবুর্গার (১৩ এপ্রিল ১৯৯১)
সর্বোচ্চ স্কোরিংউরডিঙ্গেন ৩–৭ কাইজারস্লাউটার্ন (২২ সেপ্টেম্বর ১৯৯০)
বায়ার্ন মিউনিখ ৭–৩ হের্টা (২৫ মে ১৯৯১)

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৮৯–৯০ মৌসুমে ৪৯ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১১তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৪৮ পয়েন্ট অর্জন করে কাইজারস্লাউটার্ন ১ম বারের মতো বুন্দেসলিগা এবং ৩য় বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় রোলান্ড ভলফার্ট ২১ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।

দল

১৯৮৯–৯০ মৌসুম শেষে ভাল্ডহফ মানহাইম এবং হমবুর্গ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হের্টা এবং ভাটেনশাইড বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে বোখুম ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব জারব্রুকেনের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে বোখুম বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

হামবুর্গার

কাইজারস্লাউটার্ন
কার্লস্রুহার
নুর্নবার্গ

উরডিঙ্গেন

ভাটেনশাইড

১৯৯০–৯১ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবঅবস্থানমাঠ[৫]ধারণক্ষমতা[৫]
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৬,০০০
বোখুমবোখুমরুর স্টেডিয়াম৪০,০০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৫৪,০০০
ফর্টুনা ডুসেলডর্ফডুসেলডর্ফরাইন স্টেডিয়াম৫৯,৬০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৬২,০০০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৪২,০০০
কার্লস্রুহারকার্লস্রুহেভিল্ডপার্কস্টাডিওন৫০,০০০
কলনকোলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৬১,০০০
বায়ার লেভারকুজেনলেভারকুজেনউলরিখ হাবারলান্ড স্টেডিয়াম২০,০০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
বায়ার্ন মিউনিখমিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৭০,০০০
নুর্নবার্গনুরেমবার্গস্টাটিশেস স্টেডিয়াম৬৪,২৩৮
জাংকট পাওলিহামবুর্গমিলার্ন্টর স্টেডিয়াম১৮,০০০
স্টুটগার্টস্টুটগার্টনেকার স্টেডিয়াম৭২,০০০
বায়ার ০৫ উরডিঙ্গেনক্রেফেল্ডগ্রটেনবুর্গ স্টেডিয়াম৩৪,৫০০
ভাটেনশাইডবোখুমলোরহাইডে স্টেডিয়াম১৫,০০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
কাইজারস্লাউটার্ন (C)৩৪১৯১০৭২৪৫+২৭৪৮ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
বায়ার্ন মিউনিখ৩৪১৮৭৪৪১+৩৩৪৫উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১৪১৪৪৬২৯+১৭৪২কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৫১০৬৩৪০+২৩৪০উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
হামবুর্গার৩৪১৬১০৬০৩৮+২২৪০
স্টুটগার্ট৩৪১৪১০১০৫৭৪৪+১৩৩৮
কলন৩৪১৩১১১০৫০৪৩+৭৩৭
বায়ার লেভারকুজেন৩৪১১১৩১০৪৭৪৬+১৩৫
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১৭৪৯৫৪−৫৩৫
১০বরুসিয়া ডর্টমুন্ড৩৪১০১৪১০৪৬৫৭−১১৩৪
১১ভাটেনশাইড৩৪১৫১০৪২৫১−৯৩৩
১২ফর্টুনা ডুসেলডর্ফ৩৪১১১০১৩৪০৪৯−৯৩২
১৩কার্লস্রুহার৩৪১৫১১৪৬৫২−৬৩১
১৪বোখুম৩৪১১১৪৫০৫২−২২৯
১৫নুর্নবার্গ৩৪১০১৫৪০৫৪−১৪২৯
১৬জাংকট পাওলি (R)৩৪১৫১৩৩৩৫৩−২০২৭অবনমন প্লে-অফে উত্তীর্ণ
১৭বায়ার ০৫ উরডিঙ্গেন (R)৩৪১৩১৬৩৪৫৪−২০২৩২. বুন্দেসলিগায় অবনমিত
১৮হের্টা (R)৩৪২৩৩৭৮৪−৪৭১৪

ফলাফল

স্বাগতিক \ সফরকারীBSCBOCSVWBVBF95SGEHSVFCKKSCKOEB04BMGFCBFCNSTPVFBB05SGW
হের্টা২–৪০–০২–২০–১১–০১–৪০–২১–১০–০১–২১–১০–০২–৪১–২০–২০–০২–৩
বোখুম৪–২১–২২–২০–০০–০০–১০–২০–১১–০৩–১৩–০১–২০–০৩–০১–১০–২০–০
ভেয়ার্ডার ব্রেমেন৬–০২–১১–১৩–১১–১৩–১১–২২–০২–১১–১৩–০১–০০–০১–০০–১৪–৩১–১
বরুসিয়া ডর্টমুন্ড৩–১১–০১–১১–১০–৩১–১০–২২–২১–২১–১১–১২–৩০–২৫–২০–৩১–০২–২
ফর্টুনা ডুসেলডর্ফ৪–২৩–৪১–২০–০১–০২–১০–০৫–২০–২০–২৪–১১–২৩–০০–০০–৪০–২২–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৫–১১–১০–০৩–১৫–১০–৬৪–৩৩–০১–০৩–১৫–১১–৪০–১১–১৪–০৪–০৪–০
হামবুর্গার২–০১–০৩–২৪–০১–০০–১১–৩২–২১–১৩–১৩–০২–৩৪–০৫–০২–০২–০০–০
কাইজারস্লাউটার্ন৪–৩৪–১১–০২–২০–০১–১১–০৩–২২–২২–১২–৩২–১৩–১১–০২–০২–০১–১
কার্লস্রুহার৩–০৩–২১–১১–২১–১২–২২–২৪–২১–১২–০৩–২২–৩২–০১–১০–০২–০১–৩
কলন২–১০–০১–০০–১১–১২–১১–০২–৬০–০১–১১–৩৪–০৩–১২–০১–৬৩–১১–১
বায়ার লেভারকুজেন৩–১৪–২০–০১–২১–১২–২২–২২–২১–০২–০২–৫১–২২–২৩–১০–০১–০২–১
বরুসিয়া মনশেনগ্লাডবাখ২–০১–২১–১২–১২–০১–১১–১২–২২–১২–২১–১১–১২–০১–১২–০১–১১–১
বায়ার্ন মিউনিখ৭–৩২–২১–১২–৩০–১২–০৬–১৪–০৩–০২–২১–১৪–১১–০০–১২–১২–২৭–০
নুর্নবার্গ১–৪৩–২২–৩১–১৩–০০–২৩–১১–৪০–০০–৪১–০২–২০–১৫–২০–১১–১৪–২
জাংকট পাওলি২–২৩–৩০–০০–২২–৩১–১০–২১–০২–০২–০১–০১–১০–০০–০২–২১–১১–১
স্টুটগার্ট৪–০২–২০–১৭–০১–১২–১২–০২–২২–২৩–২০–২১–১০–৩২–১২–১৩–১১–৪
বায়ার ০৫ উরডিঙ্গেন১–২৪–১০–০১–৩১–২২–৩০–০৩–৭১–১০–৩১–১১–১১–১০–০২–০২–০০–২
ভাটেনশাইড৩–১০–৪২–০১–১২–০১–০০–১০–০১–১০–৩১–২১–১৩–২০–১২–২২–২০–০

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
রোলান্ড ভলফার্টবায়ার্ন মিউনিখ২১
ইয়ান ফুরতোকহামবুর্গার২০
আন্ড্রেয়াস মোলারআইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট১৬
টমাস আলোফসফর্টুনা ডুসেলডর্ফ১৫
উইন্টন রুফারভেয়ার্ডার ব্রেমেন
মাউরিস বানাখকলন১৪
সুলাইমান সানেভাটেনশাইড১৩
হান্স-ইয়র্গ ক্রিয়েন্সবরুসিয়া মনশেনগ্লাডবাখ১২
ফ্রিৎস ভাল্টারস্টুটগার্ট
১০ নান্দোহামবুর্গার১১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন