২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল ছিল একটি দিবারাত্রির টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেটি ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারণের লক্ষ্যে ২০২২ সালের ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন-এ অবস্থিত মেলবোর্ন ক্রিকেট মাঠে খেলা হয়েছিল।[২] ম্যাচটি খেলা হয়েছিল ইংল্যান্ডপাকিস্তানের মধ্যে।[৩] উভয় দলের জন্যই এ ম্যাচটি ছিল টুর্নামেন্টে দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ।[৪] ম্যাচটিতে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে।[৫] এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও ইংল্যান্ড জয়ী হওয়ায় এ জয়ের মাধ্যমে ইংল্যান্ড পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে একই সাথে ৫০ ওভারের বিশ্বকাপ২০ ওভারের বিশ্বকাপের শিরোপাধারী হওয়ার কৃতিত্ব অর্জন করে।[৬]

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল
ম্যাচের আয়োজনস্থল মেলবোর্ন ক্রিকেট মাঠের চিত্র
প্রতিযোগিতা২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
পাকিস্তানইংল্যান্ড
১৩৭/৮১৩৮/৫
২০ ওভার১৯ ওভার
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
তারিখ১৩ নভেম্বর ২০২২
মাঠমেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
ম্যাচসেরাস্যাম কারান (ইংল্যান্ড)
আম্পায়ারকুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা; মাঠের আম্পায়ার)
মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা; মাঠের আম্পায়ার)
ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড; টেলিভিশন আম্পায়ার)
পল রাইফেল (অস্ট্রেলিয়া; রিজার্ভ আম্পায়ার)
উপস্থিত দর্শক৮০৪৬২[১]

ফাইনালের পথ

 পাকিস্তান[৭]পর্ব  ইংল্যান্ড[৭]
প্রতিপক্ষফলসুপার ১২প্রতিপক্ষফল
 ভারতভারত ৪ উইকেটে জয়ীম্যাচ ১  আফগানিস্তানইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
 জিম্বাবুয়েজিম্বাবুয়ে ১ রানে জয়ীম্যাচ ২  আয়ারল্যান্ডআয়ারল্যান্ড ৫ রানে জয়ী (ডিএলএস)
 নেদারল্যান্ডসপাকিস্তান ৬ উইকেটে জয়ীম্যাচ ৩  অস্ট্রেলিয়াম্যাচ পরিত্যক্ত
 দক্ষিণ আফ্রিকাপাকিস্তান ৩৩ রানে জয়ী (ডিএলএস)ম্যাচ ৪  নিউজিল্যান্ডইংল্যান্ড ২০ রানে জয়ী
 বাংলাদেশপাকিস্তান ৫ উইকেটে জয়ীম্যাচ ৫  শ্রীলঙ্কাইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সুপার ১২ গ্রুপ ২-এ ২য় স্থান
অবদলম্যাচহাফ.হ.পয়েন্টনে.রা.রে.যোগ্যতা
 পাকিস্তান+১.০২৮সেমিফাইনাল ১-এ উত্তীর্ণ
গ্রুপে সর্বশেষ অবস্থানসুপার ১২ গ্রুপ ১-এ ২য় স্থান
অবদলম্যাচহাফ.হ.পয়েন্টনে.রা.রে.যোগ্যতা
 ইংল্যান্ড+০.৪৭৩সেমিফাইনাল ২-এ উত্তীর্ণ
সেমিফাইনাল ১নকআউটসেমিফাইনাল ২
প্রতিপক্ষফলপ্রতিপক্ষফল
 নিউজিল্যান্ডপাকিস্তান ৭ উইকেটে জয়ী  ভারতইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যাচের বিবরণ

১৩ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৩৭/৮ (২০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
১৩৮/৫ (১৯ ওভার)
শান মাসুদ ৩৮ (২৮)
স্যাম কারান ৩/১২ (৪ ওভার)
বেন স্টোকস ৫২* (৪৯)
হারিস রউফ ২/২৩ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

স্কোরকার্ড

ফাইনালের স্কোরকার্ড
১ম ইনিংস
 পাকিস্তান ব্যাটিং[৮]
খেলোয়াড়অবস্থারানবলস্ট্রাইক রেট
মোহাম্মদ রিজওয়ানবো স্যাম কারান১৫১৪১০৭.১৪
বাবর আজমক ও বো আদিল রশিদ৩২২৮১১৪.২৮
মোহাম্মদ হারিসবেন স্টোকস বো আদিল রশিদ১২৬৬.৬৬
শান মাসুদলিয়াম লিভিংস্টোন বো স্যাম কারান৩৮২৮১৩৫.৭১
ইফতিখার আহমেদজস বাটলার বো বেন স্টোকস০.০০
শাদাব খানক্রিস ওকস বো ক্রিস জর্ডান২০১৪১৪২.৮৫
মোহাম্মদ নওয়াজলিয়াম লিভিংস্টোন বো স্যাম কারান৭১.৪২
মোহাম্মদ ওয়াসিমলিয়াম লিভিংস্টোন বো ক্রিস জর্ডান৫০.০০
শাহিন শাহ আফ্রিদিঅপরাজিত১৬৬.৬৬
হারিস রউফঅপরাজিত১০০.০০
নাসিম শাহব্যাট করেননি
অতিরিক্ত(বাই ১, লেগ বাই ১, নো বল ১, ওয়াইড ৬)
মোট(৮ উইকেট; ২০ ওভার)১৩৭

উইকেট পতন: ১/২৯ (মোহাম্মদ রিজওয়ান, ৪.২ ওভার), ২/৪৫ (মোহাম্মদ হারিস, ৭.১ ওভার), ৩/৮৪ (বাবর আজম, ১১.১ ওভার), ৪/৮৫ (ইফতিখার আহমেদ, ১২.২ ওভার), ৫/১২১ (শান মাসুদ, ১৬.৩ ওভার), ৬/১২৩ (শাদাব খান, ১৭.২ ওভার), ৭/১২৯ (মোহাম্মদ নওয়াজ, ১৮.৩ ওভার), ৮/১৩১ (মোহাম্মদ ওয়াসিম, ১৯.৩ ওভার)

 ইংল্যান্ড বোলিং[৮]
বোলারওভারমেডেনরানউইকেটইকোনমি
বেন স্টোকস৩২৮.০০
ক্রিস ওকস২৬৮.৬৬
স্যাম কারান১২৩.০০
আদিল রশিদ২২৫.৫০
ক্রিস জর্ডান২৭৬.৭৫
লিয়াম লিভিংস্টোন১৬১৬.০০
২য় ইনিংস
 ইংল্যান্ড ব্যাটিং[৮]
খেলোয়াড়অবস্থারানবলস্ট্রাইক রেট
জস বাটলারমোহাম্মদ রিজওয়ান বো হারিস রউফ২৬১৭১৫৩.৯৪
অ্যালেক্স হেলসবো শাহিন শাহ আফ্রিদি৫০.০০
ফিল সল্টইফতিখার আহমেদ বো হারিস রউফ১০১১১.১১
বেন স্টোকসঅপরাজিত৫২৪৯১০৬.১২
হ্যারি ব্রুকশাহিন শাহ আফ্রিদি বো শাদাব খান২০২৩৮৬.৯৫
মঈন আলিবো মোহাম্মদ ওয়াসিম১৯১৩১৪৬.১৫
লিয়াম লিভিংস্টোনঅপরাজিত১০০.০০
স্যাম কারানব্যাট করেননি
ক্রিস ওকসব্যাট করেননি
ক্রিস জর্ডানব্যাট করেননি
আদিল রশিদব্যাট করেননি
অতিরিক্ত(লেগ বাই ১, ওয়াইড ৮)
মোট(৫ উইকেট; ১৯ ওভার)১৩৮১৪

উইকেট পতন: ১/৭ (অ্যালেক্স হেলস, ০.৬ ওভার), ২/৩২ (ফিল সল্ট, ৩.৩ ওভার), ৩/৪৫ (জস বাটলার, ৫.৩ ওভার), ৪/৮৪ (হ্যারি ব্রুক, ১২.৩ ওভার), ৫/১৩২ (মঈন আলি, ১৮.২ ওভার)

 পাকিস্তান বোলিং[৮]
বোলারওভারমেডেনরানউইকেটইকোনমি
শাহিন শাহ আফ্রিদি২.১১৩৬.০০
নাসিম শাহ৩০৭.৫০
হারিস রউফ২৩৫.৭৫
শাদাব খান২০৫.০০
মোহাম্মদ ওয়াসিম৩৮৯.৫০
ইফতিখার আহমেদ০.৫১৩১৫.৬০

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন