২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি

হাংচৌতে ২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি ২২ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত গংশু জেলার গংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ এশিয়ান গেমসে
ফিল্ড হকি
মাঠগংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড
অবস্থানহাংচৌ, চীন
তারিখ২৪ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৩
দেশ১৪
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 
← ২০১৮
২০২৬ →

বিজয়ী দল গুলো ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

যোগ্যতা

পুরুষদের বাছাইপর্ব

যোগ্যতাতারিখআয়োজকস্লটযোগ্য দল
আয়োজক দেশ১৬ সেপ্টেম্বর ২০১৬  চীন
২০১৮ এশিয়ান গেমস২০ আগস্ট–১ সেপ্টেম্বর ২০১৮ জাকার্তা  জাপান
 মালয়েশিয়া
 ভারত
 পাকিস্তান
 দক্ষিণ কোরিয়া
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[১]৬–১৫ মে ২০২২ ব্যাংকক  ওমান
 বাংলাদেশ
 ইন্দোনেশিয়া
 থাইল্যান্ড
 শ্রীলঙ্কা[২]
 উজবেকিস্তান
 সিঙ্গাপুর
মোট১২

মহিলাদের বাছাইপর্ব

যোগ্যতাতারিখআয়োজকস্লটযোগ্য দল
আয়োজক দেশ১৬ সেপ্টেম্বর ২০১৬  চীন
২০১৮ এশিয়ান গেমস১৯–৩১ আগস্ট ২০১৮ জাকার্তা  জাপান
 ভারত
 দক্ষিণ কোরিয়া
 মালয়েশিয়া
 থাইল্যান্ড
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[৩]৬–১৪ জুন ২০২২  হংকং
 কাজাখস্তান
 সিঙ্গাপুর
 ইন্দোনেশিয়া
মোট১০

পুরুষদের টুর্নামেন্ট

গ্রুপ পর্ব

পুরুষদের জাতীয় ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ এবং বি ৬টি করে দল নিয়ে গঠিত রয়েছে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 ভারত৫৮+৫৩১৫সেমি-ফাইনালে
 জাপান৩৬+২৭১২
 পাকিস্তান৩৮১৭+২১৫ম স্থান নির্ধারণী ম্যাচ
 বাংলাদেশ১৫২৯−১৪৭ম স্থান নির্ধারণী ম্যাচ
 উজবেকিস্তান৪৯−৪২৯ম স্থান নির্ধারণী ম্যাচ
 সিঙ্গাপুর৫০−৪৫১১তম স্থান নির্ধারণী ম্যাচ

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 চীন (H)২৪+১৫১৩সেমি-ফাইনালে
 দক্ষিণ কোরিয়া৪২+৩৪১২
 মালয়েশিয়া৩৬১১+২৫১০৫ম স্থান নির্ধারণী ম্যাচ
 ওমান১৪৩৫−২১৭ম স্থান নির্ধারণী ম্যাচ
 ইন্দোনেশিয়া২৮−২১৯ম স্থান নির্ধারণী ম্যাচ
 থাইল্যান্ড৩৫−৩২১১তম স্থান নির্ধারণী ম্যাচ

পদক পর্ব

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৪ অক্টোবর
 
 
 ভারত
 
৬ অক্টোবর
 
 দক্ষিণ কোরিয়া
 
 ভারত
 
৪ অক্টোবর
 
 জাপান
 
 চীন
 
 
 জাপান
 
তৃতীয় স্থান
 
 
৬ অক্টোবর
 
 
 দক্ষিণ কোরিয়া
 
 
 চীন

মহিলাদের টুর্নামেন্ট

গ্রুপ পর্ব

১০টি মহিলা জাতীয় দল ২টি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ এবং বি প্রত্যেকে ৫টি করে দল নিয়ে গঠিত। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 ভারত৩৩+৩২১০সেমি-ফাইনালে
 দক্ষিণ কোরিয়া১৭+১৬১০
 মালয়েশিয়া১৬১২+৪৫ম স্থান নির্ধারণী ম্যাচ
 সিঙ্গাপুর২৫−২৩৭ম স্থান নির্ধারণী ম্যাচ
 হংকং২৯−২৯৯ম স্থান নির্ধারণী ম্যাচ

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 জাপান৩১+৩১১২সেমি-ফাইনালে
 চীন (H)৪৩+৪১
 থাইল্যান্ড২৬−১৯৫ম স্থান নির্ধারণী ম্যাচ
 কাজাখস্তান২৪−২২৭ম স্থান নির্ধারণী ম্যাচ
 ইন্দোনেশিয়া৩২−৩১৯ম স্থান নির্ধারণী ম্যাচ

পদক পর্ব

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৫ অক্টোবর
 
 
 ভারত
 
৭ অক্টোবর
 
 চীন
 
 চীন
 
৫ অক্টোবর
 
 দক্ষিণ কোরিয়া
 
 জাপান ২ (২)
 
 
 দক্ষিণ কোরিয়া২ (৩)
 
তৃতীয় স্থান
 
 
৭ অক্টোবর
 
 
 ভারত
 
 
 জাপান

পদকজয়ী

পদক টেবিল

  *   স্বাগতিক জাতি (চীন)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 ভারত
 চীন*
 দক্ষিণ কোরিয়া
 জাপান
মোট (৪টি জাতি)


পদকপ্রাপ্ত

ইভেন্টস্বর্ণরৌপ্যব্রোঞ্জ
পুরুষ
বিস্তারিত
 ভারত
অভিষেক
অমিত রোহিদাস
গুরজন্ত সিং
হার্দিক সিং
হরমনপ্রীত সিং
জারমনপ্রীত সিং
কৃষাণ পাঠক
ললিত উপাধ্যায়
মনদীপ সিং
মনপ্রীত সিং
নীলকান্ত শর্মা
পিআর শ্রীজেশ
সঞ্জয়
শামসের সিং
সুখজিৎ সিং
সুমিত
বরুণ কুমার
বিবেক প্রসাদ
 জাপান
রাইকি ফুজিশিমা
কেনটারো ফুকুদা
রিয়োসেই কাতো
কোসেই কাওয়াবে
ইয়ামাতো কাওয়াহারা
তাকুমি কিতাগাওয়া
গেনকি মিতানি
ইউমা নাগাই
কেন নাগায়োশি
তাকুমা নিওয়া
মাসাকি ওহাশি
রিওমা ওকা
তাইকি তাকাদে
কাইতো তানাকা
সেরেন তানাকা
শোটা ইয়ামাদা
মানাবু ইয়ামাশিতা
তাকাশি ইয়োশিকাওয়া
 দক্ষিণ কোরিয়া
হোয়াং তায়ে-ইল
জাং জং-হিউন
জিয়ং জুন-উ
জি উ-চেওন
জং মান-জায়ে
কাং ইয়ং-বিন
কিম হিয়ং-জিন
কিম জে-হিয়ন
কিম জং-হু
কিম সুং-হিউন
লি হাই-সিউং
লি জং-জুন
লি জু-ইয়ং
লি নাম-ইয়ং
লি সিউং-হুন
পার্ক চিও-লিওন
সন দা-ইন
ইয়াং জি-হুন
মহিলা
বিস্তারিত
 চীন
ইয়ে জিয়াও
গু বিংফেং
ইয়াং লিউ
লি জিয়াকি
ঝাং ইং
চেন ই
মা নিং
লিয়াং মেইয়ু
হুয়াং হাইয়ান
লি হং
ওউ জিক্সিয়া
ড্যান ওয়েন
জৌ মেইরং
ঝাং জিয়াওক্সু
হে জিয়াংশিন
চেন ইয়াং
ঝং জিয়াকি
লি সিনহুয়ান
 দক্ষিণ কোরিয়া
সিও জং-ইউন
আন হায়ো-জু
কাং জি-না
চিওন ইউন-বি
চো হাই-জিন
কিম মিন-জিয়ং
চো ইউন-জি
লি ইউ-রি
চোই সু-জি
কিম জিয়ং-ইহন
সিও সু-ইয়ং
পার্ক সিউং-এ
বেক ই-সিউল
কিম ইউন-জি
আন সু-জিন
পাক হো-জিয়ং
লি জিন-মিন
কিম ইউন-জি
 ভারত
ডিপ গ্রেস এক্কা
মনিকা মালিক
সনিকা টান্ডি
নিক্কি প্রধান
বিচু দেবী খরিবাম
সবিতা পুনিয়া
সঙ্গীতা কুমারী
নিশা ওয়ারসি
বন্দনা কাটারিয়া
উদিতা দুহান
লালরেমসিয়ামি
নবনীত কৌর
সুশীলা চানু
সালিমা টেটে
নেহা গোয়েল
ঈশিকা চৌধুরী
দীপিকা কুমারী
বৈষ্ণবী ফালকে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন