২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক

৩৩ তম অলিম্পিক গেমস, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা (ফরাসি: Jeux olympiques d'été de 2024 জ্যো যোলাঁপিক্‌ দেতে দ্য দ্যো মিল ভাঁ কাত্‌খ্‌; ইংরেজি: 2024 Summer Olympics), যা প্রাতিষ্ঠানিকভাবে ৩৩তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাধারণভাবে প্যারিস ২০২৪ হিসেবে পরিচিত, একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতার আসর যা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে ২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই থেকে ১১ই আগস্ট পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।[১]

৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক
আয়োজকপ্যারিস, ফ্রান্স
নীতিবাক্যআসুন অংশীদার হই
(ফরাসি: Venez partager ভ্যনে পারতাজে)
উদ্বোধন26 July
সমাপন11 August
স্টেডিয়ামStade de France
গ্রীষ্মকালীন
টোকিও ২০২০ লস অ্যাঞ্জেলেস ২০২৮
শীতকালীন
বেইজিং ২০২২ মিলান-কর্তিনা ২০২৬

প্যারিস শহর এর আগে ১৯০০ এবং ১৯২৪ সালে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। লন্ডনের পরে এটি দ্বিতীয় শহর হিসেবে মোট তিনবারের মত অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটিতে ১৯২৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক একশত বছর পরে আয়োজন করা হবে। গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গণনায় ধরে এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে।

২০১৫ সালে ৫টি শহর ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য প্রার্থী হয়। এদের মধ্যে হামবুর্গ, রোমবুদাপেশত নাম প্রত্যাহার করে নিলে শেষ পর্যন্ত প্যারিস ও লস অ্যাঞ্জেলেস টিকে থাকে। ২০১৭ সালের শেষার্ধে আন্তর্জাতিক অলিম্পিক সমিতি যুগ্ম সিদ্ধান্তে ২০২৪ সালের জন্য প্যারিসকে এবং ২০২৮ সালের জন্য লস অ্যাঞ্জেলেসকে আয়োজক শহর হিসেবে নির্বাচন করে। [২][৩][৪]

ক্রীড়া অনুষ্ঠানস্থলসমূহ

বৃহত্তর প্যারিস অঞ্চল

স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়াম, দৌড়ের ট্র্যাকসহ
ইউ অ্যারেনা
অনুষ্ঠানস্থলঅনুষ্ঠানধারণক্ষমতাঅবস্থা
স্তাদ দ্য ফ্রঁসউদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান৭৫,০০০বিদ্যমান
দৌড় ও মল্লক্রীড়া
সাঁ-দ্যনিজলক্রীড়া (সাঁতার, ঝাঁপ এবং সমসঙ্কালিক সাঁতার)১৭,০০০অতিরিক্ত
পানির পোলো৫,০০০বিদ্যমান
ল্য বুর্জেব্যাডমিন্টন৭,০০০সাময়িক
ভলিবল১৮,০০০সাময়িক
গুলিচালনা৩,০০০সাময়িক
স্তাদ ওলাঁপিক ইভ-দ্যু-মানোয়ারহকি১৫,০০০বিদ্যমান
ইউ অ্যারেনাশারীরিক কসরত বা জিমনাস্টিকস (শৈল্পিক, ছান্দিক এবং ট্র্যাম্পোলিন)১৭,০০০বিদ্যমান
ল্য জেনিথভারোত্তলন৬,০০০বিদ্যমান

প্যারিস নগরকেন্দ্র অঞ্চল

শঁ দ্য মার্স
গ্রঁ পালে
লেজাঁভালিদ
স্তাদ রোলঁ গারোস
অনুষ্ঠানস্থলঅনুষ্ঠানধারণক্ষমতাঅবস্থা
শঁ দ্য মার্সসৈকত ভলিবল১২,০০০সাময়িক
সেন নদীম্যারাথন দৌড় (সমাপ্তি বাদে)১৩,০০০
(৩,০০০ উপবিষ্ট)
সাময়িক
দ্রুত হাঁটা (সমাপ্তি বাদে)
ম্যারাথন সাঁতার
ট্রায়াথলন (সমাপ্তি বাদে)
শঁজেলিজেসড়ক সাইকেল চালনা১০,০০০সাময়িক
স্কেটবোর্ড
ম্যারাথন (সমাপ্তি)
দ্রুত হাঁটা (সমাপ্তি)
ট্রায়াথলন (সমাপ্তি)
গ্রঁ পালেঅসিক্রীড়া৮,০০০বিদ্যমান
তায়েকওন্দো
লেজাঁভালিদতীরন্দাজি৬,০০০সাময়িক
পারি এক্সপো পর্ত দ্য ভের্সাইটেবিল টেনিস৬,০০০সাময়িক
হ্যান্ডবল১২,০০০
পালে দে স্পর (প্যারিস)ক্রীড়া আরোহণ৫,০০০বিদ্যমান
স্তাদ জঁ-বুআঁরাগবি২০,০০০বিদ্যমান
স্তাদ রোলঁ গারোসটেনিস২৪,০০০বিদ্যমান
মুষ্টিযুদ্ধ১০,০০০সাময়িক
পার্ক দে প্রাঁসফুটবল৬১,০০০বিদ্যমান
স্তাদ পিয়ের দ্য কুবেরতাঁনারীদের বাস্কেটবল (প্রাথমিক পর্ব)৪,০০০বিদ্যমান
কারাতে
আকরহোটেলস অ্যারেনাপুরুষদের বাস্কেটবল (প্রাথমিক পর্ব)৭,০০০বিদ্যমান
কুস্তি
জুদো১৫,০০০
পুরুষদের বাস্কেটবল
পুরুষ ও নারীদের বাস্কেটবল (প্লে-অফ)
স্তাদ সেবাস্তিয়াঁ শার্লতিবেজবল/সফটবল (প্রস্তাবিত)২০,০০০বিদ্যমান

ভের্সাই অঞ্চল

ল্য গলফ নাসিওনাল
ভেলোদ্রোম দ্য সাঁ-কঁতাঁ-অঁ-ইভলিন
ভের্সাই প্রাসাদ
অনুষ্ঠানস্থলঅনুষ্ঠানধারণক্ষমতাঅবস্থা
ল্য গলফ নাসিওনালগলফ৩৫,০০০বিদ্যমান
ভেলোদ্রোম দ্য সাঁ-কঁতাঁ-অঁ-ইভলিনট্র্যাক সাইকেল চালনা১০,০০০ (২ x ৫,০০০)বিদ্যমান
বিএমএক্স (প্রতিযোগিতা এবং নিয়মহীন)
আধুনিক পেন্টাথলন (অসিক্রীড়া)
ভের্সাই প্রাসাদঘোড়সওয়ারি (লম্ফ, সূক্ষ্ম চলাচল নিয়ন্ত্রণ)৮০,০০০ (২২,০০০ + ৫৮,০০০)সাময়িক
আধুনিক পেন্টাথলন (অসিক্রীড়া ব্যতীত)
এলঁকুরপার্বত্য সাইকেল চালনা২৫,০০০বিদ্যমান

স্বতন্ত্র অনুষ্ঠানস্থল

মার্সেই
অনুষ্ঠানস্থলঅনুষ্ঠানধারণক্ষমতা-ভ্যার-স্যুর-মার্নদাঁড় টানা২২,০০০বিদ্যমান
কায়াক
ক্যানো স্লালোম
মার্সেইনৌচালনা৫,০০০বিদ্যমান
বিয়ারিত্‌সঢেউ-আরোহণ (সার্ফিং)৫,০০০সাময়িক

অ-প্রতিযোগিতামূলক অনুষ্ঠানস্থল

অনুষ্ঠানস্থলঅনুষ্ঠানধারণক্ষমতা-লিল-সাঁ-দ্যনিঅলিম্পিক আবাস১৭,০০০অতিরিক্ত
ল্য বুর্জেগণমাধ্যম আবাস
সাময়িক
আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র
মূল সংবাদপত্র কেন্দ্র

আপাতকালীন ফুটবল অনুষ্ঠানস্থল

পার্ক ওলাঁপিক লিয়োনে
  • পার্ক দে প্রাঁস, ৬১,৩৩৮, প্যারিস (৪টি প্রাথমিক পর্ব, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, ফাইনাল)
  • স্তাদ ভেলোদ্রোম, ৬৭,৩৯৪, মার্সেই, (৩টি প্রাথমিক, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, পুরুষ সেমি ফাইনাল)
  • পার্ক ওলাঁপিক লিয়োনে, ৫৯,১৮৬, লিয়োঁ, (৩টি প্রাথমিক পর্ব, পুরুষ কোয়ার্টার ফাইনাল, নারী সেমি ফাইনাল, পুরুষ ৩য় স্থান নির্ধারনী)
  • স্তাদ পিয়ের-মোরোয়া, ৫০,১৫৭, লিল, (৩টি প্রাথমিক পর্ব, নারী কোয়ার্টার ফাইনাল, পুরুষ সেমি ফাইনাল, নারী ৩য় স্থান নির্ধারনী)
  • নুভো স্তাদ দ্য বর্দো, ৪২,১১৫, বর্দো, (৩টি প্রাথমিক পর্ব, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, নারী সেমি ফাইনাল)
  • স্তাদ জফ্রোয়া-গিশার, ৪২,০০০, সাঁতেতিয়েন, (৮টি প্রাথমিক পর্ব)
  • ইয়েলোপার্ক, ৪০,০০০, নঁত, (৮টি প্রাথমিক পর্ব)
  • আলিয়ানজ রিভিয়েরা, ৩৫,৬২৪, নিস, (৮টি প্রাথমিক পর্ব)
  • স্তাদিয়ম ম্যুনিসিপাল, ৩৩,১৫০, তুলুজ, (৮টি প্রাথমিক পর্ব)

ক্রীড়াসমূহ

২০১৭ সাল থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান নিয়ম অনুসারে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ২৮টি বাধ্যতামূলক "কোর" খেলা থাকতে হবে এবং সেগুলোর পাশাপাশি সর্বাধিক ছয়টি ঐচ্ছিক খেলার জন্য যোগ করা যাবে।

২০১৭ এর সেপ্টেম্বরে ১৩১ তম আইওসি অধিবেশন চলাকালীন, আইওসি প্যারিস ২০২৪-এর জন্য 28টি খেলার অনুমোদন দেয়, পাশাপাশি প্যারিস ২০২৪ অলিম্পিকের আয়োজক কমিটিকে পাঁচটি অতিরিক্ত খেলা বিবেচনার জন্য জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।[৫]

২১ ফেব্রুয়ারি ২০১৯ এ প্যারিস ২০২৪ অলিম্পিকের আয়োজক কমিটি পূর্ববর্তী 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে আত্মপ্রকাশ হওয়া স্কেটবোর্ডিং , স্পোর্ট ক্লাইম্বিং , সার্ফিং এবং ব্রেকড্যান্সিং (ব্রেকিং)-কে ঐচ্ছিক ক্রীড়া হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।[৬]সুইজারল্যান্ডের লুজানে ২৪ জুন ২০১৯-এ ১৩৪তম আইওসি অধিবেশনের সময় প্রস্তাবটি অনুমোদিত হয়।[৬]

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ক্রীড়া কার্যক্রম

তথ্যসূত্র

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
টোকিও
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
প্যারিস

২০২৪
উত্তরসূরী
লস অ্যাঞ্জেলেস
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ