কাসিয়ো রামোস

ব্রাজিলীয় ফুটবলার
(Cássio Ramos থেকে পুনর্নির্দেশিত)

কাসিয়ো রামোস (জন্ম: ৬ জুন ১৯৮৭), সাধারণভাবে কাসিয়ো নামে অধিক পরিচিত, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ব্রাজিলীয় সিরি এ ক্লাব করিন্থিয়ান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

কাসিয়ো
২০২২ সালে কাসিয়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকাসিয়ো রামোস
জন্ম (1987-06-06) ৬ জুন ১৯৮৭ (বয়স ৩৬)
জন্ম স্থানভেরানোপোলিস, ব্রাজিল
উচ্চতা১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
করিন্থিয়ান্স
জার্সি নম্বর১২
যুব পর্যায়
২০০৪–২০০৫গ্রেমিও
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৬–২০০৭গ্রেমিও(০)
২০০৭–২০১১পিএসভি(০)
২০০৯→ স্পার্তা রোটারডাম (ধার)১৪(০)
২০১২–করিন্থিয়ান্স১৮৭(০)
জাতীয় দল
২০০৭ব্রাজিল অনূর্ধ্ব-২০১১(০)
২০০৭–ব্রাজিল(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

কাসিয়ো ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর একাডেমী পর্যায়ে হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন, এবং একাডেমীর হয়ে খেলার সময় তিনি ক্লাবের মূল একাদশে উন্নীত হয়েছিলেন। অতঃপর ২০০৭ সালে, তিনি ইউরোপীয় ক্লাব পিএসভি আইন্দোভেনে যোগদান করেন, যেখানে তিনি ২০০৭–০৮ মৌসুমে এরেডিভিসি ট্রফি এবং ২০০৮ সালে ইয়োহান ক্রুইফ শিল্ড ট্রফি জয়লাভ করেন। ২০১২ সালে, ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ান্সে যোগদানের পূর্বে তিনি এক মৌসুমের জন্য স্পার্তা রোটারডামে ধারে খেলেছেন।

করিন্থিয়ান্সে যোগদানের সময় থেকে, তিনি ক্লাবটির হয়ে সকল প্রতিযোগিতায় ৩০০-এর অধিক ম্যাচ খেলেছেন এবং ২টি ক্যাম্পিয়নাতো ব্রাসিলেইরা সিরি এ ট্রফি, ৩টি ক্যাম্পিয়নাতো পলিস্তা, ১টি কনমেবল লিবের্তাদোরেস ট্রফি, ১টি রিকোপা সুদামেরিকানা ট্রফি জয়লাভ করেন। তিনি তার দলকে ২০১২ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ফুটবল ক্লাবকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ করতে সাহায্য করেন। তিনি উক্ত প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে "গোল্ডেন বল" জয়লাভ করেন এবং তিনি ফাইনালে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন

সম্মাননা

ক্লাব

পিএসভি
  • এরেডিভিসি: ২০০৭–০৮
  • ইয়োহান ক্রুইফ শিল্ড: ২০০৮
করিন্থিয়ান্স
  • ক্যাম্পিয়নাতো ব্রাসিলেইরা সিরি এ: ২০১৫, ২০১৭
  • ক্যাম্পিয়নাতো পলিস্তা: ২০১৩, ২০১৭, ২০১৮
  • কোপা লিবের্তাদোরেস: ২০১২
  • রিকোপা সুদামেরিকানা: ২০১৩
  • ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০১২

ব্যক্তিগত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন