থমাস মুলার

জার্মান ফুটবলারার
(Thomas Müller থেকে পুনর্নির্দেশিত)

থমাস মুলার (জার্মান: Thomas Müller; জার্মান উচ্চারণ: [ˈtʰoː.mas ˈmʏ.lɐ]) (জন্ম: সেপ্টেম্বর ১৩, ১৯৮৯) হলেন জার্মানির জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। তিনি একজন স্ট্রাইকার। ফিফার জরিপে ২০১০ এর আসরে সবচেয়ে উদীয়মান তরুণ খেলোয়াড় হলো জার্মানির মিডফিল্ডার থমাস মুলার। একাটি জরিপের মাধ্যমে এ তরুণ খেলোয়াড়কে নির্বাচন করে ফিফা। ২০০৮ সালে ইউরো সেরা মুলার এ আসরে চারটি গোল করে ফেবারিটের তালিকায় চলে আসেন। ২০ বছর বয়সের এ তরুণের এটাই প্রথম বিশ্বকাপ আসর। মেস্কিকো ও ঘানায় লীগ পর্যায়ে সেরা খেলার জন্য ২০১০ এর ফিফা বিশ্বকাপে স্থান করে নেন।

থমাস মুলার
Thomas Müller
মুলার ২০১২ সালে জার্মানির হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামথমাস মুলার[১]
জন্ম (1989-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থানওয়েলহাম ইন ওবেরনায়ার্ন, পশ্চিম জার্মানি
উচ্চতা১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[২]
মাঠে অবস্থানফরোয়ার্ড, মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর২৫
যুব পর্যায়
১৯৯৩–২০০০টিএসভি পাল
২০০০–২০০৮বায়ার্ন মিউনিখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৮–২০০৯বায়ার্ন মিউনিখ ২৩৫(১৬)
২০০৮–বায়ার্ন মিউনিখ১৬৫(৫৮)
জাতীয় দল
২০০৪–২০০৫জার্মানি অনূর্ধ্ব ১৬(০)
২০০৭জার্মানি অনূর্ধ্ব ১৯(০)
২০০৮জার্মানি অনূর্ধ্ব ২০(১)
২০০৯জার্মানি অনূর্ধ্ব ২১(১)
২০১০–জার্মানি৫৫(২২)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 জার্মানি-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী২০১৪ ব্রাজিল
তৃতীয় স্থান২০১০ দক্ষিণ আফ্রিকা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:১৭, ১০ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫৫, ৮ জুলাই ২০১৪ (ইউটিসি)[৩] তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ বিশ্বকাপের মোট ৬টি খেলায় ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেয়েছেন মুলার। আর ৩ জন ফুটবলার সমসংখ্যক গোল করলেও মুলার অন্যের গোলে ৩ বার সহায়তা করায় এই পুরস্কারটি পান।

কর্মজীবনের পরিসংখ্যান

ক্লাব

২০১৪ সালের ১৭ মে এর হিসাব অনুযায়ী
ক্লাব পারফরম্যান্সলীগকাপমহাদেশীয়অন্যান্যসর্বমোটRef.
ক্লাবলীগমৌসুমউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
জার্মানিলীগডিএফবি-পোকালইউরোপ1অন্যান্য2সর্বমোট
বায়ার্ন মিউনিখ ২রিজিওনালিগা সাদ২০০৭–০৮[৪]
৩. লীগা২০০৮–০৯৩২১৫৩২১৫[৫]
সর্বমোট৩৫১৬৩৫১৬
বায়ার্ন মিউনিখবুন্দেসলিগা২০০৮–০৯[৫]
২০০৯–১০৩৪১৩১২৫২১৯[৬]
২০১০–১১৩৪১২৪৮১৯[৭][৮]
২০১১–১২৩৪১৪৫৩১১[৯]
২০১২–১৩২৮১৩১৩৪৭২৩[১০]
২০১৩–১৪৩১১৩১৩৫১২৬[১১][১২][১৩][১৪]
সর্বমোট১৬৫৫৮২৬১৮৬১২১২৫৬৯৯
সামগ্রিকভাবে সর্মোমোট২০০৭৪২৬১৮৬১২১২৯১১১৫

আন্তর্জাতিক

১৩ নভেম্বর ২০১৫[১৫]

জাতীয় দলবছরএপসগোল
জার্মানি২০১০১২
২০১১১৩
২০১২১৩
২০১৩
২০১৪১৫১০
২০১৫মোট৬৮৩১

সম্মান

ক্লাব

বায়ার্ন মিউনিখ[১৬]

দেশ

জার্মানি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন