বিষয়বস্তুতে চলুন

লুপিটা নিয়ংও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুপিটা নিয়ংও
ইংরেজি: Lupita Nyong'o
২০১৭ সালের মে মাসে নিয়ংও
জন্ম
লুপিটা আমোন্ডি ইয়ংও

(1983-03-01) ১ মার্চ ১৯৮৩ (বয়স ৪১)
নাগরিকত্বকেনিয়া
মেক্সিকো
মাতৃশিক্ষায়তনহ্যাম্পশায়ার কলেজ (বিএ
ইয়েল বিশ্ববিদ্যালয় (এমএফএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫-বর্তমান
পিতা-মাতাপিটার আনিয়াং নিয়ংও (পিতা)
ডরথি ওগাদা বুয়ু নিয়ংও (মাতা)

লুপিটা আমোন্ডি নিয়ংও (ইংরেজি: Lupita Amondi Nyong'o; আধ্বব: [luˈpiːtɑː ˈɲɔːŋɔ]; জন্ম: ১ মার্চ ১৯৮৩)[১] হলেন একজন কেনীয়-মেক্সিকান অভিনেত্রী। তিনি একটি একাডেমি পুরস্কার জয় এবং দুটি প্রাইমটাইম এমি পুরস্কার ও একটি টনি পুরস্কারের মনোনয়নসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

কেনীয় রাজনীতিবিদ পিটার আনিয়াং নিয়ংওর কন্যা লুপিটা মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন এবং তিন বছর বয়স থেকে কেনিয়ায় বেড়ে ওঠেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাম্পশায়ার কলেজ থেকে চলচ্চিত্র ও নাট্যকলায় স্নাতক ডিগ্রি অর্জন করার পর হলিউডে নির্মাণ সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইস্ট রিভার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় এবং কেনিয়ায় ফিরে গিয়ে টেলিভিশন ধারাবাহিক শুগা (২০০৯-২০১২)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করনে। এরপর তিনি ইয়েল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর স্টিভ ম্যাকুইনের ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ (২০১৩) চলচ্চিত্রে প্যাটসি চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি অস্কার বিজয়ী প্রথম কেনীয় ও মেক্সিকান অভিনেত্রী।[২][৩]

নিয়ংওর ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এক্লিপসড (২০১৫) নাটকে এতিম কিশোরী চরিত্রে এবং এই কাজের জন্য তিনি মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] তিনি স্টার ওয়ার্স (২০১৫-২০১৯) ত্রয়ীতে মাজ কানাটা চরিত্রে অভিনয় করেন, দ্য জাঙ্গল বুক (২০১৬) চলচ্চিত্রে রাক্সা চরিত্রে কণ্ঠ দেন এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র ব্ল্যাক প্যান্থার (২০১৮) ও এর অনুবর্তী পর্ব ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২)-এ নাকিয়া চরিত্রে এবং জর্ডান পিলের ভীতিপ্রদ চলচ্চিত্র আস (২০১৯)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

লুপিটা আমোন্ডি নিয়ংও ১৯৮৩ সালের ১লা মার্চ মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন।[৫][৬][৭][৮] তার পিতা পিটার আনিয়াং নিয়ংও কলেজের অধ্যাপক এবং মাতা ডরথি ওগাদা বুয়ু।[৯][১০] তারা দুজনেই কেনীয়। ১৯৮০ সালে রাজনৈতিক সহিংসতার পর তার পরিবার কেনিয়া ছেড়ে মেক্সিকোতে পাড়ি জমান। পিটারের ভাই চার্লস নিয়ংও ১৯৮০ সালে ফেরি থেকে ফেলে দেওয়ার পর থেকে নিখোঁজ।[১১]

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রটীকা
২০০৮ইস্ট রিভারএফস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৩টুয়েলভ ইয়ার্স আ স্লেইভপ্যাটসি
২০১৪নন-স্টপগুয়েন লয়েড
২০১৫স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্সমাজ কানাটা(কণ্ঠ)
২০১৬দ্য জাঙ্গল বুকরাকশা(কণ্ঠ)
কুইন অব কাটউইনাকু হ্যারিয়েট
২০১৭স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাইমাজ কানাটা(কণ্ঠ)
২০১৮ব্ল্যাক প্যান্থারনাকিয়া
২০১৯লিটল মনস্টার্সমিস অড্রি ক্যারোলাইন
আসঅ্যাডিলেড উইলসন / রেড
স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকারমাজ কানাটা(কণ্ঠ)
২০২২দ্য থ্রি ফিফটি ফাইভখাদিজাহ আদিয়েম
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভারনাকিয়া
২০২৪আ কোয়ায়েট প্লেস: ডে ওয়াননির্মাণাধীন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন