নেওমি হ্যারিস

নেওমি মেলানি হ্যারিস,[১] ওবিই (নাওমি হ্যারিস নামে পরিচিত, জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৯৭৬)[১] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি একজন শিশু শিল্পী হিসেবে ১৯৮৭ সালে টেলিভিশন ধারাবাহিক সিমন অ্যান্ড দ্য উইচ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি পাইরেটস্‌ অফ দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্র ধারাবাহিকের দ্বিতীয় ও তৃতীয় পর্বে ভুডু উইচ টিয়া দালমা চরিত্রে অভিনয় করেন, এবং পরে টুয়েন্টি এইট ডেজ লেটারম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকে স্কাইফলস্পেক্টার চলচ্চিত্রে ইভ মানিপেনির ভূমিকায় অভিনয় করেন। ২০১৬ সালে তিনি সমালোচকদের প্রশংসিত মুনলাইট চলচ্চিত্র অভিনয় করেন এবং এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কারএকাডেমি পুরস্কার এর মনোনয়ন লাভ করেন। ২০১৭ সালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের ওবিই পদে নিয়োগ লাভ করেন।[২]

নেওমি হ্যারিস

Naomie Melanie Harris
২০১৪ সালে হ্যারিস
জন্ম
নেওমি মেলানি হ্যারিস

(1976-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
শিক্ষাস্নাতক (সমাজ ও রাষ্ট্র বিজ্ঞান)
মাতৃশিক্ষায়তনপেমব্রোক কলেজ, ক্যামব্রিজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৭-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
মুনলাইট
পিতা-মাতালিজেস কায়লা (মাতা)

প্রাথমিক জীবন

হ্যারিস ১৯৭৬ সালের ৬ সেপ্টেম্বর লন্ডনের ইজলিংটনে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে এই শহরেই। তার মা লিজেল কায়লা ছোটবেলায় জ্যামাইকা থেকে তার মা-বাবার সাথে লন্ডনে আসেন, এবং তার বাবা ত্রিনিদাদ ও টোবাগো থেকে লন্ডনে আসেন।[৩] ফলে তার পূর্বপুরুষ জ্যামাইকা ও ত্রিনিদাদ ও টোবাগোর উভয় দেশেরই। হ্যারিসে জন্মের পূর্বে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং তিনি তার মায়ের কাছে বড় হন। তার বাবার সাথে তার কোন যোগাযোগ নেই। তার মা পরে আবার বিয়ে করেন এবং তার দুইজন সৎ ভাই রয়েছে।[৪] তার মা ইস্টএন্ডার্স এ চিত্রনাট্যকার হিসেবে কাজ করতেন।[৫] হ্যারিস লন্ডনের সেন্ট মেরিলবোন স্কুল এ পড়াশুনা করেন। পরে তিনি উডহাউজ কলেজ এ পড়াশুনা করেন। তিনি ১৯৯৮ সালে পেমব্রোক কলেজ, ক্যামব্রিজ থেকে সমাজ ও রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। পাশাপাশি তিনি ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল এ অভিনয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।[৬]

কর্মজীবন

হ্যারিস নয় বছর বয়স থেকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনয়ের অভিষেক হয় ১৯৮৭ সালে সিমন অ্যান্ড দ্য উইচ টেলিভিশন ধারাবাহিক দিয়ে। পরে ১৯৯২-১৯৯৫ সালে তিনি বিজ্ঞান কল্পকাহিনী টেলিভিশন ধারাবাহিক দ্য টুমরো পিপল-এ অভিনয় করেন।[৭] ২০০০ সালে তিনি সাউথওয়ার্ক প্লেহাউজ এ দ্য উইচ অফ এডমন্টন এ সুজান চরিত্রে অভিনয় করেন।[৮]

হ্যারিস অভিনীত প্রথম চলচ্চিত্র ক্রাস্ট ২০০১ সালে মুক্তি পায়। ২০০২ সালের নভেম্বরে তিনি ড্যানি বয়েল পরিচালিত পোস্ট-অ্যাপোকালিপ্টিক চলচ্চিত্র টুয়েন্টি ডেজ লেটার-এ অভিনয় করেন। একই বছরে জেডি স্মিথ পরিচালিত হোয়াইট টিথ-এ অভিনয় করেন।[১] এরপর তিনি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্টপাইরেট্‌স অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড এবং মাইকেল মান পরিচালিত মিয়ামি ভাইস চলচ্চিত্রে অভিনয় করেন। হ্যারিস মাইকেল উইন্টারবটম পরিচালিত অ্যা কক অ্যান্ড বুল স্টোরি চলচ্চিত্রে কমিক চরিত্রে অভিনয় করেন।[৯] ২০০৯ সালের ডিসেম্বরে তিনি বিবিসির ঐতিহাসিক নাটক স্মল আইল্যান্ড-এ অভিনয় করেন।[১০][১১]

২০১২ সালে তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ২৩তম চলচ্চিত্র স্কাইফল-এ মিস মানিপেনি চরিত্রে অভিনয় করেন।[৫] তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মানিপেনি এবং তার চরিত্রের জন্য মানিপেনির প্রথম নাম "ইভ" যুক্ত করা হয়।[১২] পরের বছর নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম অবলম্বনে নির্মিত ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্রে উইনি ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেন।[১৩] ২০১৫ সালে তিনি পুনরায় ইভ মানিপেনি চরিত্রে জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ২৪তম চলচ্চিত্র স্পেক্টার-এ অভিনয় করেন।[১৪] ২০১৬ সালে তিনি আউয়ার কাইন্ড অফ ট্রেইটর, মুনলাইটকোলাটেরাল বিউটি চলচ্চিত্র অভিনয় করেন। মুনলাইট চলচ্চিত্রে পলা চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কারএকাডেমি পুরস্কার এর মনোনয়ন লাভ করেন।[১৫]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

চাবি
আসন্ন মুক্তি/নির্মাণাধীন
বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রটীকা
২০০১ক্রাস্টরিশেপশনিস্ট
২০০২লিভিং ইন হোপজিনি
আনানসিকার্লা
টুয়েন্টি এইট ডেজ লেটারসেলেনা
২০০৪ট্রমাএলিসা
আফটার দ্য সানসেটসোফি
২০০৬পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্টটিয়া দিলমা
মিয়ামি ভাইসট্রুডি জোপলিন
অ্যা কক অ্যান্ড বুল স্টোরিজেনি
২০০৭পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়াল্ড’স এন্ডটিয়া দিলমা
২০০৮স্ট্রীট কিংসলিন্ডা ওয়াশিংটন
এক্সপ্লিসিট ইলস্‌জিল
অগাস্টসারা
২০০৯মরিস: অ্যা লাইফ উইথ বেলস্‌ অনসঞ্জা
নিনজা অ্যাসাসিনমাইকা করেট্টি
সেক্স অ্যান্ড ড্রাগ অ্যান্ড রক অ্যান্ড রোলডেনিজ
মাই লাস্ট ফাইভ গার্লফ্রেন্ডস্‌জেমা
২০১০দ্য ফার্স্ট গ্রেডারজেন অবিঞ্চু
২০১২স্কাইফলইভ মানিপেনি
২০১৩ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডমউইনি ম্যান্ডেলা
২০১৫সাউথপঅ্যাঞ্জেলা রিভেরা
স্পেক্টারইভ মানিপেনি
২০১৬আউয়ার কাইন্ড অফ ট্রেইটরগেইল পারকিন্স
মুনলাইটপলামনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)
কোলাটেরাল বিউটিম্যাডেলিন
২০১৮মোগলি: লিজেন্ড অব দ্য জাঙ্গলনিশাকণ্ঠ
২০১৯ব্ল্যাক অ্যান্ড ব্লুঅ্যালিশিয়া ওয়েস্ট
২০২১ভেনম: লেট দেয়ার বি কার্নেজফ্রান্সেস ব্যারিসন / শ্রিক
২০২১নো টাইম টু ডাইইভ মানিপেনি
২০২১সোয়ান সংপপি টার্নার

টেলিভিশন

বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রটীকা
১৯৮৭-১৯৮৮সিমন অ্যান্ড দ্য উইচজয়েস১২ পর্ব
১৯৮৯এরাসমস মাইক্রোম্যানমিলি১ পর্ব
১৯৯২-১৯৯৩রানাওয়ে বেশুকু১৭ পর্ব
১৯৯২-১৯৯৫দ্য টুমরো পিপলঅ্যামি জ্যাকসন১৬ পর্ব
২০০০ড্রিম টীমলুলা ওলোকয়ি১ পর্ব
২০০২ট্রায়াল অ্যান্ড রেট্রিবিউশন ফাইভটারা গ্রে১ পর্ব
হোয়াইট টিথক্লারা৪ পর্ব
দ্য প্রজেক্টম্যাগি ডুন
২০০২-২০০৩ডিনোটোপিয়ারোমানা২ পর্ব
২০০৮পপি শেকসপিয়ারপপি শেকসপিয়ার
২০০৯স্মল আইল্যান্ডহর্টেনস রবার্টসমনোনীত: স্যাটেলাইট পুরস্কার মিনি ধারাবাহিকে সেরা অভিনেত্রী
ব্লাড অ্যান্ড ওয়েলঅ্যালিস ওমুলকা
২০১০অ্যাকিউস্‌ডঅ্যালিসন ওয়েড২ পর্ব
২০২০দ্য থার্ড ডেহেলেনমূল চরিত্র
২০২২দ্য ম্যান হু ফেল টু আর্থজাস্টিন ফলসমূল চরিত্র

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ


পূর্বসূরী
সামান্থা বন্ড
১৯৯৫–২০০২
মিস মানিপেনি
(এয়ন-এর জেমস বন্ড চলচ্চিত্রে)
২০১২–
উত্তরসূরী
বর্তমান
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ