বিষয়বস্তুতে চলুন

সুমিতা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুমিতা দেবী
জন্ম
হেনা ভট্টাচার্য্য

২ ফেব্রুয়ারি, ১৯৩৬
মৃত্যু৬ জানুয়ারি ২০০৪(2004-01-06) (বয়স ৬৭)
অন্যান্য নামনিলুফার বেগম
পেশাঅভিনেত্রী, চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গীঅমূল্য লাহিড়ী
জহির রায়হান
সন্তান২ জন (অনল রায়হান, বিপুল রায়হান)

সুমিতা দেবী (২ ফেব্রুয়ারি, ১৯৩৬ - ৬ জানুয়ারি, ২০০৪) বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বর্তমান বাংলাদেশের (তৎকালীন ব্রিটিশ ভারতের) মানিকগঞ্জ জেলায় তার জন্ম। প্রকৃত নাম হেনা ভট্টাচার্য্য। চলচ্চিত্রকার ফতেহ লোহানী, আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ছিলেন তার স্বামী।

ব্যক্তিগত জীবন

ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন সুমিতা দেবী। তখন তার নাম ছিল হেনা ভট্টাচার্য্য। অমূল্য লাহিড়ী নামীয় এক ব্যক্তির সাথে তার বিয়ে হলেও পরবর্তীকালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে প্রবেশের পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত বুদ্ধিজীবী জহির রায়হানের সাথে পরিচিত হন। সুমিতা দেবী পরবর্তীকালে ধর্মান্তরিত হন ও তার নতুন নামকরণ হয় নিলুফার বেগম। অতঃপর তিনি জহির রায়হানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৬১ সালে। তাদের সংসারে দু'টো পুত্র সন্তান রয়েছে। অনল রায়হান তাদেরই একজন।[১] বিশিষ্ট চলচ্চিত্রকার ফতেহ লোহানী কর্তৃক আসিয়া ছবিতে নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখা হয়েছিল। বিয়ের পরও চলচ্চিত্র শিল্পে পূর্বের সুমিতা দেবী নাম নিয়েই পরিচিত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রীয় কর্মী ছিলেন সুমিতা দেবী।

২০০০ সালে তিনি আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রে অংশগ্রহণ

১৯৫০ দশকের শেষ দিকে সুমিতা দেবী ঢাকার চলচ্চিত্র শিল্প বা ঢালিউডের অন্যতম নায়িকা ছিলেন। আসিয়া ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার। তার পরবর্তী ছবি ছিল আকাশ আর মাটি। উভয় ছবিরই পরিচালক ছিলেন ফতেহ লোহানী। সুমিতা দেবী উক্ত ছবির নাম ভূমিকায় অসামান্য অভিনয় করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আসিয়া ছবিটি ১৯৬০ সালের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসাবে প্রেসিডেন্ট পদক লাভ করেছিল।

সুমিতা দেবী তার চলচ্চিত্র জীবনে প্রায় চার দশক কাল সময় অতিবাহিত করেছিলেন। নায়িকার প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় পঞ্চাশটি। বাংলা ছবির পাশাপাশি বেশ কয়েকটি উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও, শতাধিক চলচ্চিত্রে সহ-নায়িকা কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। স্মরণীয় চলচ্চিত্র হিসেবে সুমিতা দেবী এ দেশ তোমার আমার ছবিতে অভিনয় করেন। ছবিটি ১৯৫৯ সালের যা আসিয়া ছবির পূর্বে মুক্তি পায়। কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, এই তো জীবন, দুই দিগন্ত, বেহুলা, আগুন নিয়ে খেলা, অভিশাপ, ওরা ১১ জন, সুজন সখী, আমার জন্মভূমি ইত্যাদি তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

কখনো আসেনি চলচিত্রে আনিস ও সুমিতা দেবী

তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলাদেশ বেতার (সাবেক রেডিও বাংলাদেশ), বাংলাদেশ টেলিভিশন এবং মঞ্চ নাটকেও সমান তালে অংশগ্রহণ করেছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমিতা দেবী ৫টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হলো - আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা এবং নতুন প্রভাত।

চলচ্চিত্রের তালিকা

অভিনীত চলচ্চিত্রসমূহ
ক্রমিক নংচলচ্চিত্রের নামঅভিনয়েপরিচালকমুক্তিলাভের তারিখ
১।এ দেশ তোমার আমারআনিস, সুমিতা দেবীএহতেশাম১ জানুয়ারি, ১৯৫৯
২।আকাশ আর মাটিআমিন, প্রবীর কুমার, সুমিতা দেবীফতেহ লোহানী২৪ জুলাই, ১৯৫৯
৩।মাটির পাহাড়সুমিতা দেবী১৯৫৯
৪।আসিয়াশহীদ, সুমিতা দেবীফতেহ লোহানী১৯৬০
৫।কখনো আসেনিআনিস, সুমিতা দেবীজহির রায়হান২৪ নভেম্বর, ১৯৬১
৬।সোনার কাজলখলিল, সুমিতা দেবী১৯৬২
৭।সঙ্গম (উর্দু)খলিল, সুমিতা দেবীজহির রায়হান১৯৬৩
৮।কাচের দেয়ালআনোয়ার হোসেন, সুমিতা দেবী১৯৬৩
৯।দুই দিগন্তআনোয়ার হোসেন, সুমিতা দেবী১৯৬৪
১০।ধূপ ছাঁও (উর্দু)এজাজ, সুমিতা দেবী১৯৬৪
১১।এই তো জীবনরহমান, সুমিতা দেবী১৯৬৪
১২।বেহুলাসুমিতা দেবীজহির রায়হান১৯৬৬
১৩।অভিশাপসুমিতা দেবী১৯৬৭
১৪।আগুন নিয়ে খেলাসুমিতা দেবী১৯৬৭
১৫।অশান্ত প্রেমহায়দার শফী, সুমিতা দেবী১৯৬৮
১৬।জনম জনম কি পিয়াসিসুমিতা দেবী১৯৬৮
১৭।আমার জন্মভূমিসুমিতা দেবীআলমগীর কুমকুম১৯৭৩
১৮।ওরা এগারো জনসুমিতা দেবীচাষী নজরুল ইসলাম১৯৭২
১৯।সুজন সখীসুমিতা দেবীখান আতাউর রহমান১৯৭৬
২০।চিত্রা নদীর পারেসুমিতা দেবীতানভীর মোকাম্মেল১৯৯৯
২১।ফুলকুমার (স্বল্পদৈর্ঘ্য)সুমিতা দেবীআশিক মোস্তফা২০০২

সাফল্য গাঁথা

সম্মাননা ও পুরস্কার
ক্রমিক নংবিবরণসাল
১।পাকিস্তানের সমালোচক পুরস্কার১৯৬২
২।নিগার পুরস্কার (কাচের দেয়াল)১৯৬৩
৩।বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার
৪।বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার সমিতি পুরস্কার
৫।আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার২০০২
৬।জনকণ্ঠ গুণীজন এবং প্রতিভা সম্মাননা২০০২
৭।চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি পুরস্কার২০০২

মৃত্যু

সুমিতা দেবী ৬ জানুয়ারি, ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আরও দেখুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন