অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি: Australian National University) বা অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি অস্ট্রেলীয় সংসদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১]

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি
অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য
Naturam Primum Cognoscere Rerum নাতুরাম প্রিমুম কগনোস্কেরে রেরুম
বাংলায় নীতিবাক্য
"বস্তসমূহের প্রকৃতি শিখতে প্রথম"
ধরনসরকারি, জাতীয়l
স্থাপিত১৯৪৬
বৃত্তিদান১১৩ কোটি অস্ট্রেলীয় ডলার [১]
আচার্যগ্যারেথ এভানস
উপাচার্যব্রায়ান শ্মিট
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৩,৭৫৩
শিক্ষার্থী২০,৮৯২
স্নাতক১০,০৫২
স্নাতকোত্তর১০,৮৪০
অবস্থান
অ্যাকটন
,
অস্ট্রেলীয় রাজধানী অঞ্চল
,
অস্ট্রেলিয়া
অধিভুক্তিIARU, গ্রুপ অফ এইট, APRU, AURA, ASAIHL
ওয়েবসাইটanu.edu.au
মানচিত্র

বিশ্ববিদ্যালয়টির মূল বিদ্যায়তন বা ক্যাম্পাসটি ক্যানবেরা শহরের একটি উপশহর অ্যাকটন শহরে অবস্থিত। বিদ্যায়তনটিতে সাতটি প্রশিক্ষণ ও গবেষণা মহাবিদ্যালয় এবং একাধিক জাতীয় অ্যাকাডেমি ও ইন্সটিটিউট অবস্থিত।[২] আদিতে অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্নাতকোত্তর গবেষণামূলক বিশ্ববিদ্যালয় ছিল। ১৯৬০ সালে এটি ক্যানবেরা ইউনিভার্সিটি কলেজ (১৯২৯ সালে প্রতিষ্ঠিত) শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে একীভূত হয় এবং স্নাতক পর্যায়ে শিক্ষাদান শুরু করে।[৩] এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং প্রায় ১১ হাজার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী পড়াশোনা করছে।[৪] ২০১২ সালের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বৃত্তি তহবিলের পরিমাণ ছিল ১১৩ কোটি অস্ট্রেলীয় ডলার।[১]

অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রধান গবেষণামূলক বিশ্ববিদ্যালয়গুলির একটি। কিউএস মর্যাদাক্রমে (কিউ এস র‍্যাংকিংয়ে) এটি অস্ট্রেলিয়ার ও সমগ্র ওশেনিয়া অঞ্চলের গবেষণামূলক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সারা বিশ্বে এর অবস্থান ২৪তম।[৫]

অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষকদের মধ্যে ছয়জন নোবেল পুরস্কার বিজয়ী এবং ৪৯ জন রোডস বৃত্তিধারী আছেন।[১২][১৩] অস্ট্রেলিয়ার দুইজন প্রধানমন্ত্রী, বর্তমানে কর্মরত ৩০ জন রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার এক ডজনেরও বেশি সরকারী দপ্তরের বর্তমান প্রধানগণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ