জনি সিন্স

মার্কিন পর্নগ্রাফি অভিনেতা

স্টিভ ওলফ[১] যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে।

জনি সিন্স
জন্ম১৯৭৮
অন্যান্য নামস্টিভ ওলফ
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের
সংখ্যা
৫০০
জনি সিন্সের প্রযোজনা সংস্থার লোগো

জন্ম

জনি সিন্স ১৯৭৮ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার জন্ম  মার্কিন যুক্তরাষ্ট্রতে, পিটসবার্গ এর পূর্ব উপকূলে।[১]

পর্নোগ্রাফিতে পদার্পণ

২০০৬ সালে তিনি পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন।[১] জনি সিন্সের একজন বন্ধু, যার সাথে তিনি ২১ বছর অতিবাহিত করেছেন, প্রস্তাব দিলেন তার সাথে লস এঞ্জেলেসে যেতে এবং পর্নোগ্রাফিতে অভিনয় করতে।[২] তখন জনি সিন্স তার বন্ধুর প্রস্তাব নাকচ করে দেন। কয়েক বছর পরে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করে অস্বস্তি চলে আসলো সিন্সের। তিনি তখন তার বন্ধুর সেই প্রস্তাব পুনর্বিবেচনা করলেন। তিনি সেখান থেকে অ্যাঞ্জেলিনা শহরে গেলেন। নতুন শহরে এসে জীবনধারনের মতো ছোট কিছু চাকরি পেলেন। কিছুদিন পর, ২৮ বছর বয়সে, পর্নোগ্রাফিতে তিনি তার প্রথম চুক্তিপত্র পেলেন।[৩]

২০০৮ সালে ডিজিটাল প্লেগ্রাউন্ডের প্রোডাকশনের চিয়ার লিডার চলচ্চিত্রে কাজ করলেন। চলচ্চিত্রটি সে'বছরের বহুল বিক্রি হওয়া এবং ভাড়া নেওয়া চলচ্চিত্র হিসেবে দারুন ব্যবসা করলো। একই সাথে ৯টি এভিএন পুরস্কারের মধ্যে ৪টিই জয় করে নিলো।[৪][৫] সেই বছরে উক্ত কোম্পানিতে জনি সিন্সের এটাই একমাত্র পরিবেশনা ছিলো না, তিনি আরো একটি চলচ্চিত্রে কাজ করেছেন। এই সময়ের মধ্যে কানাডার একটি কোম্পানি ব্রাজার্সের সাথে তিনি চুক্তিবদ্ধ হন। কর্মজীবনের সেরা কাজ গুলো তিনি ব্রাজার্সে করেছেন। ফলে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

২০১৩ সালে তিনি সিক্রেট এডমিরার এ অভিনয় করেন। ২০১৪ সালে উক্ত চলচ্চিত্র এভিএন পুরস্কারের জন্য মনোনীত হয়।[৬] [৭][৮]

মহাকাশে পর্নোগ্রাফির শুটিং

জনি সিন্স পর্নহাব কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এমন একটি পর্নোগ্রাফিক চলচ্চিত্র নির্মাণ করতে, যার শুটিং হবে মহাকাশে। উক্ত চলচ্চিত্রে তার সাথে নারী শিল্পী হিসেবে অভিনয় করবেন ইভা লোভিয়া। এর আনুমানিক খরচ ৩৪ লক্ষ মার্কিন ডলার।[৯]

মনোনয়ন

জনি সিন্স তার কর্মজীবনে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

এভিএন পুরস্কার

বছরপুরস্কারবিভাগকাজফলে
২০১৫AVN পুরস্কারবছরের সেরা অভিনেতা-মনোনীত[১০]
২০১২সবচেয়ে ভয়ানক যৌন দৃশ্যরুশ যমজের সাথে পরিচয়মনোনীত[১১]
২০১১সেরা ত্রয়ী যৌন দৃশ্য২০১০ সালের পারফর্মার অফ দ্যা ইয়ারমনোনীত[১২]
২০১০সেরা ত্রয়ী যৌন দৃশ্যকাম-স্পয়েল্ড স্লাটসমনোনীত[১৩]
২০০৯সেরা গ্রুপ যৌন দৃশ্যচিয়ারলিডারমনোনীত[১৪]
সেরা ত্রয়ী, যৌন দৃশ্যমনোনীত[১৪]
২০০৮সেরা যুগল যৌন দৃশ্যফাক ক্লাবমনোনীত[১৫]

এক্স-রেটেট সমালোচক সংগঠন

বছরপুরস্কারবিভাগকাজফলাফল
২০০৯পুরস্কার এক্সআরসিওসেরা নতুন স্টাড-মনোনীত

এক্সবিআইজেড পুরস্কার

বছরপুরস্কারবিভাগকাজফলে
২০১৬এক্সবিআইযেড পুরস্কারসেরা যৌন, দৃশ্যলেটস প্লে ডক্টরটেমপ্লেট:Celda[১৬]
২০১৫সেরা দৃশ্য ডাক্তার এর আদেশমনোনীত[১৭]
২০১৪সেরা দৃশ্যব্রাইডসমেইডমনোনীত
বছরের সেরা  অভিনেতা-মনোনীত[১৮]

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ