ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল),যা স্পন্সরজনিত কারণে আনুষ্ঠানিক ভাবে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে পরিচিত, হচ্ছে ভারতের একটি প্রতিযোগিতামূলক টুয়েন্টি২০ ক্রিকেট লিগ। এটি প্রতি বছর সাধারণত এপ্রিল ও মে মাসে ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আয়োজিত হয়।[১] এই লিগটি ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল। এই লিগের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়।[২] আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএলের একটি একচেটিয়া অবস্থান রয়েছে।[৩]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
অফিসিয়াল লোগো
দেশ ভারত
ব্যবস্থাপকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০০৮
শেষ টুর্নামেন্ট২০২৩
পরবর্তী টুর্নামেন্ট২০২৪
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন এবং প্লেঅফস
দলের সংখ্যা১০
বর্তমান চ্যাম্পিয়নচেন্নাই সুপার কিংস (৫ম শিরোপা)
সর্বাধিক সফলমুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস (৫টি শিরোপা)
সর্বাধিক রানবিরাট কোহলি (৭,২৬৩)
সর্বাধিক উইকেটযুজবেন্দ্র চাহাল (১৮৭)
টিভিসম্প্রচারকারীর তালিকা
ওয়েবসাইটwww.iplt20.com
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
আসরসমূহ
টাটা আইপিএল ট্রফি

আইপিএল হচ্ছে বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং ২০১৪ সালে সকল ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতি অনুযায়ী এটি ৬ষ্ঠ স্থান অর্জন করেছিল।[৪] ২০১০ সালে, আইপিএল ইউটিউবে সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়।[৫][৬] ডাফ অ্যান্ড ফেলপসের মতে, ২০১৮ সালে আইপিএলের মূল্য ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল।[৭] বিসিসিআই অনুসারে ২০১৫ সালের আইপিএল ভারতের অর্থনীতির জিডিপিতে ১১.৫ বিলিয়ন ভারতীয় রুপি (১৮২ মিলিয়ন মার্কিন ডলার) অবদান রেখেছিল।[৮]

এপর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৬টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল চেন্নাই সুপার কিংস যারা সর্বশেষ ২০২৩ মৌসুমে শিরোপাটি জয়লাভ করেছিল। এই প্রতিযোগিতার সফলতম দল হল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে।

ইতিহাস।

২০০৭ সালে জি এন্টারটেইনমেন্ট উদ্যোগে ও অর্থায়নে ইণ্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) নামে একটি টুর্নামেন্ট চালু হয়,যা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা স্বীকৃত প্রতিযোগিতা ছিল না। আইসিএলে যোগদান করা থেকে খেলোয়াড়দের প্রতিহত করার জন্য বিসিসিআই তাদের নিজস্ব ঘরোয়া প্রতিযোগিতার পুরস্কার মূল্য বৃদ্ধি করে এবং আইসিএলকে একটি "নিষিদ্ধ লিগ" এবং আইসিএলে যোগদান করা খেলোয়াড়দের আজীবন নিষিদ্ধ ঘোষণা করে।

ব্যবসায়ী এবং ক্রিকেট নির্বাহী পরিচালক ললিত মোদী একটি একটি নতুন টি-২০ প্রতিযোগিতা শুরু করার ধারণা প্রদান করেন, যা ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০০৮ সালের এর শুরুর দিকে বিসিসিআই একটি নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘোষণা করে, যা ক্রিকেটবিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের সূচনা ঘটায়।

সম্প্রসারণ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটি সংখ্যক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) , দক্ষিণ আফ্রিকার এসএ২০ , সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০) এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর মেজর লীগ ক্রিকেট (এমএলসি) এর মতো দলগুলিকে অধিগ্রহণ করে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে । দলগুলিকে তাদের অভিভাবক আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরূপ নাম দিয়ে ব্র্যান্ড করা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসিপিএলএসএ২০আইএলটি২০এমএলসি
চেন্নাই সুপার কিংসজোবার্গ সুপার কিংসটেক্সাস সুপার কিংস
দিল্লি ক্যাপিটালসপ্রিটোরিয়া ক্যাপিটালসদুবাই ক্যাপিটালস
গুজরাট টাইটানস
কলকাতা নাইট রাইডার্সত্রিনবাগো নাইট রাইডার্সআবুধাবি নাইট রাইডার্সলস এঞ্জেলেস নাইট রাইডার্স
লখনউ সুপার জায়ান্টসডারবানের সুপার জায়ান্টস
মুম্বাই ইন্ডিয়ান্সএমআই কেপ টাউনএমআই এমিরেটসএমআই নিউইয়র্ক
পাঞ্জাব কিংসসেন্ট লুসিয়া কিংস
রাজস্থান রয়্যালসবার্বাডোজ রয়্যালসপার্ল রয়্যালস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
সানরাইজার্স হায়দ্রাবাদসানরাইজার্স ইস্টার্ন কেপ

সংগঠন

আইপিএল পরিচালনা পরিষদ

  • অরুণ সিং ধুমাল , চেয়ারম্যান ( হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমল-এর পুত্র )
  • জয় শাহ , সচিব , বিসিসিআই ( গৃহ মন্ত্রী অমিত শাহ-এর পুত্র )
  • আশীষ শেলার , কোষাধক্ষ্য ,বিসিসিআই ( মুম্বাই বান্দ্রা কেন্দ্রের বিধায়ক )
  • অভিষেক ডালমিয়া , সদস্য
  • প্রজ্ঞান ওঝা , ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি
  • অলকা রেহানি ভরদ্বাজ , ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল মনোনীত

প্রতিযোগিতার ধরণ

বর্তমানে দশটি দল আইপিএলে অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে অর্থাৎ একবার নিজেদের মাঠে এবং একবার প্রতিপক্ষের মাঠে ডাবল রাউন্ড-রবিন প্রতিযোগিতা অনুসারে খেলে থাকে। লিগ পর্যায় শেষে শীর্ষ চার দল প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। পয়েন্টতালিকার শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচ খেলে এবং বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। পয়েন্টতালিকার ৩য় ও ৪র্থ স্থানাধিকারী দল এলিমিনেটর ম্যাচ খেলে। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে পরাজিত দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচ খেলে। দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে জয়ী দলের সাথে ফাইনাল খেলে এবং পরাজিত দল ৩য় স্থান অর্জন করে।

খেলোয়াড়দের বেতন

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ এটি। এমনকি সবধরনের খেলা মিলিয়েও এটি অন্যতম ধনকুবের লিগ। মাত্র ২ মাসের লিগ হলেও এখানে খেলোয়াড়েরা বার্ষিক গড়ে ৫.২ - ৫.৪ মিলিয়ন ডলার বেতন পান,যা ইউরোপীয় প্রথম সারির ফুটবল লিগের দলগুলির সমতুল্য।

সম্প্রচার স্বত্ব

২০০৮ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিভি স্বত্ব ৬ হাজার ৫৭৯ কোটি রুপিতে ১০ বছরের জন্য কিনে নেয় সনি। সেই চুক্তি সমাপ্তির পর মুম্বাইয়ে নতুন নিলামে সনিকে হারিয়ে লিগের স্বত্ব ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরের জন্য স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। এ জন্য তাদের খরচ করতে হচ্ছে ১৬ হাজার ৩৪৭ কোটি রুপি। অর্থাৎ প্রতিটি ম্যাচ টিভিতে দেখাতে ৫৫ কোটি রুপি।

দলসমূহ

বর্তমান দলসমূহ

দলশহরনিজস্ব মাঠঅভিষেকবর্তমান প্রধান কোচব্যাটিং কোচবোলিং কোচবর্তমান অধিনায়ক
চেন্নাই সুপার কিংসচেন্নাই, তামিলনাড়ুএম. এ. চিদম্বরম স্টেডিয়াম২০০৮ স্টিফেন ফ্লেমিং মাইকেল হাসি ডোয়েন ব্র্যাভোরুতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালসদিল্লি, এনসিআরঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম২০০৮ রিকি পন্টিং প্রবীণ আম্রে জেমস হোপসঋষভ পন্ত
গুজরাত টাইটান্সআহমেদাবাদ, গুজরাতনরেন্দ্র মোদী স্টেডিয়াম২০২২ আশীষ নেহরা গ্যারি কার্স্টেন আশীষ নেহরাশুভমান গিল
কলকাতা নাইট রাইডার্সকলকাতা, পশ্চিমবঙ্গইডেন গার্ডেন্স২০০৮ চন্দ্রকান্ত পণ্ডিত জেমস ফস্টার ভরত অরুণশ্রেয়াস আইয়ার
লখনউ সুপার জায়ান্টসলখনউ, উত্তরপ্রদেশভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম২০২২ জাস্টিন ল্যাঙ্গার শ্রীধরন শ্রীরাম মরনে মরকেলকে এল রাহুল
মুম্বই ইন্ডিয়ান্সমুম্বই, মহারাষ্ট্রওয়াংখেড়ে স্টেডিয়াম২০০৮ মার্ক বাউচার কিরণ পোলার্ড লাসিথ মালিঙ্গাহার্দিক পাণ্ড্য
পাঞ্জাব কিংসমোহালি, পাঞ্জাবপাঞ্জাব স্টেডিয়াম২০০৮ ট্রেভর বেলিস ওয়াসিম জাফর চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট

সুনীল জোশী

শিখর ধাওয়ান
রাজস্থান রয়্যালসজয়পুর, রাজস্থানসয়াই মানসিং স্টেডিয়াম২০০৮ কুমার সাঙ্গাকারা রিচার্ড দাস নেভেসসঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরবেঙ্গালুরু, কর্ণাটকএম. চিন্নাস্বামী স্টেডিয়াম২০০৮ অ্যান্ডি ফ্লাওয়ার অ্যাডাম গ্রিফিথফাফ দু প্লেসিস
সানরাইজার্স হায়দ্রাবাদহায়দ্রাবাদ, তেলেঙ্গানারাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১৩ ড্যানিয়েল ভেট্টোরি হেমাঙ্গ বাদানি ডেল স্টেইন

মুত্তিয়া মুরালিধরন

প্যাট কামিন্স

প্রাক্তন দল

দলশহরনিজস্ব মাঠঅভিষেকবিলুপ্ত
ডেকান চার্জার্সহায়দ্রাবাদ, তেলেঙ্গানারাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০০৮২০১২
গুজরাত লায়ন্সরাজকোট, গুজরাতসৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়াম২০১৬২০১৭
কোচি টাস্কার্স কেরালাকোচি, কেরলজওহরলাল নেহেরু স্টেডিয়াম২০১১২০১১
পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াপুনে, মহারাষ্ট্রমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম২০১১২০১৩
রাইসিং পুনে সুপারজায়ান্টসপুনে, মহারাষ্ট্রমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম২০১৬২০১৭

টুর্নামেন্ট মৌসুম এবং ফলাফল

মৌসুম ফলাফল

আইপিএল মৌসুম ফলাফল[৯][১০]
মৌসুমফাইনালফাইনালের মাঠদলের
সংখ্যা
টুর্নামেন্টসেরা খেলোয়াড়
বিজয়ীজয়ের পার্থক্যরানার-আপ
২০০৮
বিস্তারিত
রাজস্থান রয়্যালস[১১]
১৬৪/৭ (২০ ওভার)
৩ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস[১১]
১৬৩/৫ (২০ ওভার)
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই[১১][১২] শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস)[১১]
২০০৯
বিস্তারিত
ডেকান চার্জার্স[১৩]
১৪৩/৬ (২০ ওভার)
৬ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর[১৩]
১৩৭/৯ (২০ ওভার)
ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ[১৩]
(দক্ষিণ আফ্রিকা)
[১৪] অ্যাডাম গিলক্রিস্ট (ডেকান চার্জার্স)[১৩]
২০১০
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস[১৫]
১৬৮/৫ (২০ ওভার)
২২ রানে জয়ী
(স্কোরবোর্ড)
মুম্বই ইন্ডিয়ান্স[১৫]
১৪৬/৯ (২০ ওভার)
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই[১৫][১৬] শচীন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স)[১৫]
২০১১
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস[১৭]২০৫/৫ (২০ ওভার)৫৮ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর[১৭]
১৪৭/৮ (২০ ওভার)
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই[১৭]১০[১৮] ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)[১৭]
২০১২
বিস্তারিত
কলকাতা নাইট রাইডার্স[১৯]
১৯২/৫ (১৯.৪ ওভার)
৫ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস (স্থা)[১৯]
১৯০/৩ (২০ ওভার)
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই[১৯][২০] সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স)[১৯]
২০১৩
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স[২১]
১৪৮/৯ (২০ ওভার)
২৩ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস[২১]
১২৫/৯ (২০ ওভার)
ইডেন গার্ডেন্স, কলকাতা[২১][২২] শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)[২১]
২০১৪
বিস্তারিত
কলকাতা নাইট রাইডার্স[২৩]
২০০/৭ (১৯.৩ ওভার)
৩ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
পাঞ্জাব কিংস[২৩]
১৯৯/৪ (২০ ওভার)
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু[২৩][২৪] গ্লেন ম্যাক্সওয়েল (পাঞ্জাব কিংস)[২৩]
২০১৫
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স[২৫]
২০২/৫ (২০ ওভার)
৪১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস[২৫]
১৬১/৮ (২০ ওভার)
ইডেন গার্ডেন্স, কলকাতা[২৫][২৬] আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)[২৫]
২০১৬
বিস্তারিত
সানরাইজার্স হায়দ্রাবাদ[২৭]
২০৮/৭ (২০ ওভার)
৮ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর[২৭]
২০০/৭ (২০ ওভার)
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু[২৭][২৮] বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)[২৭]
২০১৭
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স[২৯]
১২৯/৮ (২০ ওভার)
১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রাইসিং পুনে সুপারজায়ান্টস[২৯]
১২৮/৬ (২০ ওভার)
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ[২৯][৩০] বেন স্টোকস (রাইসিং পুনে সুপারজায়ান্টস)[২৯]
২০১৮
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস[৩১]
১৮১/২ (১৮.৩ ওভার)
৮ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
সানরাইজার্স হায়দ্রাবাদ
১৭৮/৬ (২০ ওভার)[৩১]
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই[৩২] সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স)[৩১]
২০১৯
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স[৩১]
১৪৯/৮ (২০ ওভার)
১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস
১৪৮/৭ (২০ ওভার)[৩১]
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ[৩৩] আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)[৩১]
২০২০
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স[৩৪]
১৫৭/৫ (১৮.৪ ওভার)
৫ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
দিল্লি ক্যাপিটালস
১৫৬/৭ (২০ ওভার)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই[৩৫] জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস)
২০২১
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস[৩৬]
১৯২/৩ (২০ ওভার)
২৭ রানে জয়ী
(স্কোরবোর্ড)
কলকাতা নাইট রাইডার্স
১৬৫/৯ (২০ ওভার)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই[৩৭] হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
২০২২
বিস্তারিত
গুজরাত টাইটান্স
১৩৩/৩ (১৮.১ ওভার)
৭ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
রাজস্থান রয়্যালস
১৩০/৯ (২০ ওভার)
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ[৩৮]১০[৩৯] জস বাটলার (রাজস্থান রয়্যালস)

মৌসুম অনুযায়ী দলের ফলাফল

মৌসুম ও দলের সংখ্যাফাইনাল অংশগ্রহণপ্লেঅফ অংশগ্রহণ২০০৮

(৮)
২০০৯

(৮)
২০১০

(৮)
২০১১

(১০)
২০১২

(৯)
২০১৩

(৯)
২০১৪


(৮)
২০১৫

(৮)
২০১৬

(৮)
২০১৭

(৮)
২০১৮

(৮)
২০১৯

(৮)
২০২০

(৮)
২০২১


(৮)
২০২২

(১০)
বর্তমান দল
চেন্নাই সুপার কিংস১০২য়সেমি১ম১ম২য়২য়৩য়২য়নিষিদ্ধ১ম২য়৭ম১ম৯ম
মুম্বই ইন্ডিয়ান্স৫ম৭ম২য়৩য়৪র্থ১ম৪র্থ১ম৫ম১ম৫ম১ম১ম৫ম১০ম
কলকাতা নাইট রাইডার্স৬ষ্ঠ৮ম৬ষ্ঠ৪র্থ১ম৭ম১ম৫ম৪র্থ৩য়৩য়৫ম৫ম২য়৭ম
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৭ম২য়৩য়২য়৫ম৫ম৭ম৩য়২য়৮ম৬ষ্ঠ৮ম৪র্থ৪র্থ৩য়
সানরাইজার্স হায়দ্রাবাদদল বিদ্যমান ছিল না৪র্থ৬ষ্ঠ৬ষ্ঠ১ম৪র্থ২য়৪র্থ৩য়৮ম৮ম
দিল্লি ক্যাপিটালসসেমিসেমি৫ম১০ম৩য়৯ম৮ম৭ম৬ষ্ঠ৬ষ্ঠ৮ম৩য়২য়৩য়৫ম
রাজস্থান রয়্যালস১ম৬ষ্ঠ৭ম৬ষ্ঠ৭ম৩য়৫ম৪র্থনিষিদ্ধ৪র্থ৭ম৮ম৭ম২য়
পাঞ্জাব কিংসসেমি৫ম৮ম৫ম৬ষ্ঠ৬ষ্ঠ২য়৮ম৮ম৫ম৭ম৬ষ্ঠ৬ষ্ঠ৬ষ্ঠ৬ষ্ঠ
গুজরাত টাইটান্সদল বিদ্যমান ছিল না১ম
লখনউ সুপার জায়ান্টসদল বিদ্যমান ছিল না৪র্থ
বিলুপ্ত দল
ডেকান চার্জার্স৮ম১ম৪র্থ৭ম৮মদল বিলুপ্ত
রাইসিং পুনে সুপারজায়ান্টসদল বিদ্যমান ছিল না৭ম২য়দল বিলুপ্ত
পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াদল বিদ্যমান ছিল না৯ম৯ম৮মদল বিলুপ্ত
গুজরাত লায়ন্সদল বিদ্যমান ছিল না৩য়৭মদল বিলুপ্ত
কোচি টাস্কার্স কেরালাদল বিদ্যমান ছিল না৮মদল বিলুপ্ত

বর্তমানে বিদ্যমান নয়।

প্রতি দল ১৪টি করে গ্রুপ ম্যাচ খেলে। পরিসংখ্যান অনুযায়ী ৪ ম্যাচে ২টি, ৭ ম্যাচে ৪টি, ১১ ম্যাচে ৬টি ও ১৪ ম্যাচে ৮টি জয় পেলে প্লে-অফ যাবার লক্ষ্য স্থির থাকে।

পুরস্কার

অরেঞ্জ ক্যাপ

একক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই পুরস্কার পান।বর্তমান জয়ী জস বাটলার। (২০২২)

পার্পেল ক্যাপ

একক মরশুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এই পুরস্কার পান।বর্তমান জয়ী যুজবেন্দ্র চাহাল। (২০২২)

সর্বাধিক ছক্কা

একক মরশুমে সর্বাধিক ছক্কা হাকানোর পুরস্কার পান।বর্তমান জয়ী লোকেশ রাহুল (২০২১)

সম্প্রচারক

বছরসম্প্রচারক
২০০৮-২০১৭সনি সিক্স
২০১৮-বর্তমানস্টার স্পোর্টস
টি স্পোর্টস (বাংলাদেশ)

ভারতীয় প্রতিভা

এই টুর্নামেন্ট বহু তরুণ ভারতীয় প্রতিভা তুলে এনেছে। ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সাম্প্রতিক দলবিন্যাসে তার তুলনা নিম্নরূপ : (৪ কোটির কম মূল্য কিন্তু ভালো প্রদর্শনের গাঢ় করে দেখানো হলো )

বাটসমেন

দলওপেনারবাঁ হাতি ব্যাট্সমেনডান হাতি ব্যাট্সমেনউইকেটকিপারবাটসমেন অলরাউন্ডার
মুম্বইরোহিত শর্মাতিলক বর্মাসূর্যকুমার যাদবইশান কিষাণহার্দিক পাণ্ড্য
চেন্নাইরতুরাজ গায়কোয়াদশিবম দুবেমহেন্দ্র সিং ধোনিশার্দুল ঠাকুর
হায়দ্রাবাদরাহুল ত্রিপাঠিঅভিষেক শর্মা
ব্যাঙ্গালোরবিরাট কোহলিরজত পাতিদারদিনেশ কার্তিক
কলকাতাভেঙ্কটেশ আইয়াররিংকু সিংশ্রেয়াস আয়ারনিতিশ রানা

রমনদীপ সিং

দিল্লিপৃথ্বী শঋষভ পন্ত
পাঞ্জাবপ্রভসিমরন সিংশিখর ধাওয়ানজিতেশ শর্মা-
রাজস্থানযশস্বী জয়সওয়ালসঞ্জু স্যামসন-
লখনউলোকেশ রাহুলদেবদূত পাদিক্কালদীপক হুদা
গুজরাতশুভমান গিলসাই সুদর্শন

রাহুল তেবাতিয়া

অভিনব মনোহর

বিজয় শঙ্কর

ঋদ্ধিমান সাহা

বোলার ও ফিল্ডার

দলউইকেটকিপারবাঁ হাতি অথোডোক্সঅফ স্পিনারলেগ স্পিনারডান হাতি পেসারবাম হাতি পেসার
মুম্বইকুমার কার্তিকেয় (মপ্র)পিযুষ চাওলাজসপ্রীত বুমরাহ
চেন্নাইরবীন্দ্র জাদেজা (সৌ)দীপক চাহার (রা),

তুষার দেশপাণ্ডে (মুম),

মুকেশ চৌধুরী (মহা),
হায়দ্রাবাদভুবনেশ্বর কুমার (উপ)

উমরান মালিক (জক)

জয়দেব উনাদকট
ব্যাঙ্গালোরঅনুজ রাউতকর্ণ শর্মামোহাম্মদ সিরাজ (হায়)যশ দয়াল
কলকাতাকে এস ভারতবরুন চক্রবর্তী (তা),

সুয়শ শর্মা

হর্ষিত রানাচেতন সাকারিয়া (সৌ)
দিল্লিঅক্ষর প্যাটেল (গুজ)কুলদীপ যাদব (উপ)মুকেশ কুমারখলিল আহমেদ (রাজ)
পাঞ্জাবহারপ্রীত ব্রার (পা)রাহুল চাহারহার্শাল প্যাটেল (হরি)আর্শদীপ সিং (পা)
রাজস্থানধ্রুব জুরেল-রবিচন্দ্রন অশ্বিন (তামি)যুজবেন্দ্র চাহাল (হরি)প্রসিধ কৃষ্ণা

আভেশ খান (মপ্র)

লখনউক্রুনাল পাণ্ড্য (বরদা)কৃষ্ণাপ্পা গৌতম (কর্ণা)রবি বিষ্ণুই (রাজ)যশ ঠাকুর
গুজরাতমোহাম্মদ শামি (বা)

উমেশ যাদব

মোহিত শর্মা

বিদেশী সফল তারকা

দলওপেনারবাঁ হাতি ব্যাট্সমেনডান হাতি ব্যাট্সমেনউইকেটকিপারপেসার অলরাউন্ডারস্পিনার অলরাউন্ডারস্পিনারপেসার
মুম্বই ডেওয়াল্ড ব্রেভিস

টিম ডেভিড

-- জোফ্রা আর্চার

ঝাই রিচার্ডসন

জেসন বেহরেনডর্ফ

চেন্নাই ডেভন কনওয়ে- ড্যারিল মিচেল মঈন আলী,

রচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার

মহেশ থিকসেনা মুস্তাফিজুর রহমান,

মাথিশা পাথিরানা

হায়দ্রাবাদ এইডেন মার্করাম- মার্কো জ্যানসেন
ব্যাঙ্গালোর ফাফ দু প্লেসিস গ্লেন ম্যাক্সওয়েল ক্যামেরন গ্রীন আলজারি জোসেফ

লকি ফার্গুসন

কলকাতা আন্দ্রে রাসেল সুনীল নারাইন মিচেল স্টার্ক
দিল্লি ডেভিড ওয়ার্নার-- মিচেল মার্শ- অ্যানরিখ নরকিয়া
পাঞ্জাব লিয়াম লিভিংস্টোন ভানুকা রাজাপক্ষ স্যাম কারেন কাগিসো রাবাদা
রাজস্থান জস বাটলার শিমরন হেটমায়ার রভম্যান পাওয়েল জেসন হোল্ডার-- ট্রেন্ট বোল্ট
লখনউ কুইন্টন ডি কক

নিকোলাস পুরাণ

মার্কাস স্টইনিস
গুজরাত ডেভিড মিলার ম্যাথু ওয়েড আজমাতুল্লাহ ওমরজাই রশীদ খান

মূল্যবান বিফল তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ৪ কোটির বেশি কিন্তু ভালো খেলোয়াড়ি প্রদর্শনে বার্থ খেলোয়াড়গণ :

দলওপেনারবাঁ হাতি ব্যাট্সমেনডান হাতি ব্যাট্সমেনউইকেটকিপারপেসার অলরাউন্ডারস্পিনার অলরাউন্ডারস্পিনারপেসার
মুম্বই-----
চেন্নাইশার্দুল ঠাকুর-
হায়দ্রাবাদআব্দুল সামাদ-
ব্যাঙ্গালোরদিনেশ কার্তিক-
কলকাতাভেঙ্কটেশ আইয়ার--বরুন চক্রবর্তী
দিল্লিপৃথ্বী শ---খলিল আহমেদ
পাঞ্জাব-শাহরুখ খান জনি বেয়ারস্টো-
রাজস্থান---
লখনউমার্ক উড
গুজরাত কেন উইলিয়ামসন

সুলভ বিফল তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ২ কোটির কম কিন্তু ভালো খেলোয়াড়ি প্রদর্শনে বার্থ খেলোয়াড়গণ

দলওপেনারবাঁ হাতি ব্যাট্সমেনডান হাতি ব্যাট্সমেনউইকেটকিপারপেসার অলরাউন্ডারস্পিনার অলরাউন্ডারস্পিনারপেসার
মুম্বই-- ট্রিস্টান স্টাবসহৃতিক শোকিন-
চেন্নাই----রাজবর্ধন হাঙ্গারগেকার (মহা)
হায়দ্রাবাদ------
ব্যাঙ্গালোর-সুয়শ প্রভুদেসাইসিদ্ধার্থ কৌল

আকাশ দীপ

কলকাতা---
দিল্লি-সরফরাজ খান

মনিশ পাণ্ডে

ফিল সল্ট--
পাঞ্জাবরাজ্ বাওয়াপ্রভসিমরান সিংহারপ্রীত ব্রার-
রাজস্থান---
লখনউ
গুজরাতবিজয় শঙ্করজয়ন্ত যাদব

সঞ্চিত তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ১ কোটির বেশি কিন্তু দলে ব্যবহৃত হয়নি বা সুযোগ পাননি খেলোয়াড়গণ :

দলওপেনারবাঁ হাতি ব্যাট্সমেনডান হাতি ব্যাট্সমেনউইকেটকিপারপেসার অলরাউন্ডারস্পিনার অলরাউন্ডারস্পিনারপেসার
মুম্বই--
চেন্নাইআম্বতি রায়ডু---
হায়দ্রাবাদ--এইডেন মার্করামগ্লেন ফিলিপস-
ব্যাঙ্গালোরমহিপাল লোমরোর-ফিন আলীন

অনুজ রাওয়াত

কলকাতাশ্রেয়াস আইয়ার-হর্ষিত রানা
দিল্লিরাইলি রুশোঋষভ পন্ত-লুঙ্গি এনগিডি
পাঞ্জাব---নাথান এলিস
রাজস্থান---
লখনউ
গুজরাত

ম্যাচ পরিচালক

আইসিসি’র সেরা আম্পায়ার তালিকাভুক্ত হওয়ায় ব্রুস অক্সেনফোর্ড, রড টাকার, ক্রিস গফানি, নিতিন মেনন (মধ্যপ্রদেশ) ম্যাচ পরিচালনা করেন ।

এছাড়া আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকাভুক্ত হওয়ায় অনিল চৌধুরী (দিল্লি), চেত্তিথোদি শামসুদ্দিন (হায়দ্রাবাদ), কে.এন অনন্তপদ্মানাভান (কেরল) এবং বীরেন্দ্র শর্মা (হিমাচল প্রদেশ) ম্যাচ পরিচালনা করেন ।

যশবন্ত বার্দে (গোয়া), সদাশিব আইয়ার (নাগপুর), নভদীপ সিং (চণ্ডীগড়), উলহাস গান্ধে (মহারাষ্ট্র), জয়ারামান মদনগোপাল (তামিলনাড়ু), তপন শর্মা (রাজস্থান), সাইয়েদ খালিদ (গুজরাত), নিতিন পণ্ডিত, পশ্চিম পাঠক (মহারাষ্ট্র - মুম্বই), নিখিল পটবর্ধন (ইন্দোর), রোহন পণ্ডিত এবং চিররা রবিকান্তরেডি (বিশাখাপত্তনম) আইপিএল-এ ম্যাচ পরিচালনা করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ