আন্দজেই ভাইদা

পোলীয় চলচ্চিত্র পরিচালক

আন্দজেই ভিতোলদ ভাইদা (পোলীয়: [ˈandʐɛj ˈvajda]; ৬ মার্চ ১৯২৬ - ৯ অক্টোবর ২০১৬)[১] ছিলেন একজন পোলীয় চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক। তাকে পোলীয় চলচ্চিত্র শিল্পের "রচয়িতা পরিচালক" হিসেবে গণ্য করা হয়।[২] কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার, পাল্ম দর, এবং সম্মানসূচক গোল্ডেন লায়ন[৩] ও স্বর্ণ ভল্লুক অর্জন করেন। তিনি পোলীয় চলচ্চিত্র স্কুলের বিশিষ্ট সদস্য ছিলেন। তিনি যুদ্ধভিত্তিক ত্রয়ী চলচ্চিত্র আ জেনারেশন (১৯৫৪), কানাই (১৯৫৬) ও অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ডস (১৯৫৮) পরিচালনার জন্য বিশেষভাবে স্মরণীয়।[৪]

আন্দজেই ভাইদা
Andrzej Wajda
২০১২ সালে আন্দজেই ভাইদা
জন্ম
আন্দজেই ভিতোলদ ভাইদা

(১৯২৬-০৩-০৬)৬ মার্চ ১৯২৬
সুওয়াল্কি, দ্বিতীয় পোলীয় প্রজাতন্ত্র
মৃত্যু৯ অক্টোবর ২০১৬(2016-10-09) (বয়স ৯০)
ওয়ারশ, পোল্যান্ড
জাতীয়তাপোলীয়
পেশাপরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৫১-২০১৬
দাম্পত্য সঙ্গীগ্যাব্রিয়েলা ওব্রেম্ব (১৯৪৯ – ১৯৫৯)
জোফিয়া জুচোস্কা (১৯৫৯ – ১৯৬৭)
বিটা টিসকিউইচ (১৯৬৭ – ১৯৬৯)
ক্রিস্টিনা জাচওয়াতকিজ (১৯৭৪)
পুরস্কারপাল্ম দর
অনারারি গোল্ডেন বিয়ার
অনারারি অস্কার
গোল্ডেন লায়ন
স্বাক্ষর

তাকে বিশ্বের অন্যতম স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়। তার কাজসমূহ তার নিজের দেশের রাজনৈতিক ও সামাজিক বিবর্তন এবং পোলীয় জাতিগত পরিচয়ের পুরাণকথা সম্পর্কে বিশ্লেষণধর্মী ধারণা চিয়ে থাকে। তার নির্মিত চারটি চলচ্চিত্র শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে, সেগুলো হল দ্য প্রমিজড ল্যান্ড (১৯৭৫), দ্য মেইডস অব ভিলকো (১৯৭৯), ম্যান অব আয়রন (১৯৮১), এবং কাতিন (২০০৭)।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ