আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ

অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী

অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ কার্ল লুডভিগ জোসেফ মারিয়া [ক] (১৮ ডিসেম্বর ১৮৬৩ - ২৮ জুন ১৯১৪) অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। [১] প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল সারাজেভোতে তার গুপ্তহত্যা

আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ
Archduke of Austria-Este
Ferdinand আনু. 1914
জন্মআর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ কার্ল লুডভিগ জোসেফ মারিয়া
(১৮৬৩-১২-১৮)১৮ ডিসেম্বর ১৮৬৩
Graz, Duchy of Styria, Austrian Empire
মৃত্যু২৮ জুন ১৯১৪(1914-06-28) (বয়স ৫০)
Sarajevo, Condominium of Bosnia and Herzegovina, Austria-Hungary
সমাধি
Artstetten Castle
SpouseSophie, Duchess of Hohenberg (বি. ১৯০০)
বংশধর
  • Princess Sophie of Hohenberg
  • Maximilian, Duke of Hohenberg
  • Prince Ernst of Hohenberg
পূর্ণ নাম
আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ কার্ল লুডভিগ জোসেফ মারিয়া
রাজবংশHabsburg-Lorraine
পিতাArchduke Karl Ludwig of Austria
মাতাPrincess Maria Annunciata of Bourbon-Two Sicilies
ধর্মRoman Catholicism
পেশাArchduke of Austria
স্বাক্ষরআর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ স্বাক্ষর

ফ্রাঞ্জ ফার্দিনান্দ ছিলেন অস্ট্রিয়ার আর্চডিউক কার্ল লুডভিগের বড় ছেলে, অস্ট্রিয়ার সম্রাট ফ্রাঞ্জ জোসেফ প্রথমের ছোট ভাই। ১৮৮৯ সালে ক্রাউন প্রিন্স রুডলফের মৃত্যু এবং ১৮৯৬ সালে কার্ল লুডভিগের মৃত্যুর পর ফ্রাঞ্জ ফার্দিনান্দ অস্ট্রো-হাঙ্গেরিয়ান সিংহাসনের উত্তরাধিকারী হন। ফ্রাঞ্জ ফার্দিনান্দ সামরিক বাহিনীর উপর উল্লেখযোগ্য প্রভাব রাখেন এবং ১৯১৩ সালে তিনি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সশস্ত্র বাহিনীর মহাপরিদর্শক নিযুক্ত হন।

১৯১৪ সালের ২৮ জুন ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তার স্ত্রীকে ইয়াং বসনিয়ার ১৯ বছর বয়সী সদস্য গ্যাভরিলো প্রিন্সিপ সারাজেভোতে হত্যা করে। ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ড জুলাই সঙ্কটের নামক ইতিহাসে আলোচিত এক সঙ্কটের সৃষ্টি করে এবং সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণাকে প্ররোচিত করে, যার ফলস্বরূপ বেশ কয়েকটি ঘটনার সূত্রপাত ঘটে। যা তার মৃত্যুর চার সপ্তাহ পর প্রথম বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয়। এই যুদ্ধে – অস্ট্রিয়া-হাঙ্গেরির মিত্র এবং সার্বিয়ার মিত্ররা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। [২] [৩] [৪]

তথ্যসূত্র


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ