আলফাবেট ইনকর্পোরেটেড

আলফাবেট ইনকর্পোরেটেড হল একটি মার্কিন বহুজাতিক প্রযুক্তি সমষ্টি হোল্ডিং কোম্পানি যার সদর দফতর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটি ২ অক্টোবর, ২০১৫ তারিখে গুগলের একটি পুনর্গঠনের মাধ্যমে তৈরি করা হয়েছিল [২] এবং গুগল এবং গুগলের বেশ কয়েকটি প্রাক্তন সহায়ক সংস্থার মূল কোম্পানি হয়ে ওঠেছে। [৩][৪] গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা অ্যালফাবেটের শেয়ারহোল্ডার, বোর্ড সদস্য এবং কর্মচারীদের নিয়ন্ত্রণকারী হিসেবে রয়ে গেছেন। আলফাবেট রাজস্বের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি কোম্পানি এবং বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি। [৫] [৬]

আলফাবেট ইনকর্পোরেটেড
ধরনবেসরকারি
আইএসআইএনUS02079K3059
US02079K1079
শিল্পবহুজাতিক
প্রতিষ্ঠাকাল২ অক্টোবর ২০১৫; ৮ বছর আগে (2015-10-02)
প্রতিষ্ঠাতাগণ
সদরদপ্তরগুগলপ্লেক্স, ,
মার্কিন যুক্তরাষ্ট
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপি
প্রধান ব্যক্তি
পণ্যসমূহ
আয়
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি মার্কিন $৪১.২২ বিলিয়ন (২০২০)
নীট আয়
বৃদ্ধি মার্কিন $৪০.২৭ বিলিয়ন (২০২০)
মোট সম্পদবৃদ্ধি মার্কিন $৩১৯.৬২ বিলিয়ন (২০২০)
মোট ইকুইটিবৃদ্ধি মার্কিন $২২২.৫৪ বিলিয়ন (২০২০)
মালিকসমূহ
কর্মীসংখ্যা
বৃদ্ধি ১৩৫,৩০১ (২০২০ সালের ৪র্থ কোয়ার্টারে)
অধীনস্থ প্রতিষ্ঠান
  • ক্যালিকো
  • ক্যাপিটাল জি
  • ডীপমাইন্ড
  • গুগল
  • গুগল ফাইবার
  • জিভি
  • ইনট্রিনসিক
  • আইসোমর্ফিক ল্যাব
  • সাইডওয়াক ল্যাব
  • ভেরিলি
  • ওয়েমো
  • উইং
  • এক্স ডেভেলপমেন্ট
ওয়েবসাইটabc.xyz
পাদটীকা / তথ্যসূত্র
[১]

অ্যালফাবেট ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠা মূল গুগল ব্যবসাকে "স্বচ্ছ এবং আরও জবাবদিহিমূলক" করার ইচ্ছা থেকে অনুপ্রাণিত হয়ে ইন্টারনেট পরিষেবা ছাড়া অন্য ব্যবসাগুলিকে পরিচালনায় তাদেরকে বৃহত্তর স্বায়ত্তশাসনের অনুমতি দিয়েছে। [৭] প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ২০১৯ সালের ডিসেম্বরে তাদের নির্বাহী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন, গুগলের সিইও সুন্দর পিচাই সিইও পদে দায়িত্ব পালন করবেন। পেজ এবং ব্রিন সহ-প্রতিষ্ঠাতা, কর্মচারী, বোর্ড সদস্য এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেডের শেয়ারহোল্ডারদের নিয়ন্ত্রণে থাকবেন। [৮]

ইতিহাস

১০ আগস্ট ২০১৫ এ, গুগল ইনকর্পোরেটেড একটি নতুন পাবলিক হোল্ডিং কোম্পানি, অ্যালফাবেট ইনকর্পোরেটেড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। গুগলের সিইও ল্যারি পেজ গুগলের অফিসিয়াল ব্লগের একটি ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন। [৯] গুগলকে আলফাবেটে স্থানান্তর করে গুগলকে পুনর্গঠনের জন্য আলফাবেট তৈরি করা হবে, গুগলের সুযোগকে সংকুচিত করে। এই নতুন কোম্পানীর অধীনস্থ থাকবে গুগলসহ এর অন্যান্য ব্যবসাগুলি যেমন এক্স ডেভেলপমেন্ট, ক্যালিকো, নেস্ট, ভেরিলি, ফাইবার, মাকিনি, ক্যাপিটাল জি, এবং গ্লোবাল ভয়েসেস ইত্যাদি। [১০] [১১] [১২] সুন্দর পিচাই, যিনি প্রোডাক্ট চিফ ছিলেন, তিনি গুগলের নতুন সিইও হয়েছেন, ল্যারি পেজের পরিবর্তে, যিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সাথে আলফাবেট পরিচালকের ভূমিকায় স্থানান্তরিত হয়েছেন। [১৩] [১৪]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ব্যবসায়িক তথ্য
ব্যবসায়িক তথ্য
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ