আলি করিমি

ইরানী ফুটবলার

আলী কারিমি (ফার্সি: علی کریمی; জন্ম ৮ নভেম্বর ১৯৭৮) একজন ইরানি ফুটবল কোচ এবং অবসরপ্রাপ্ত খেলোয়াড়। তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের সময় তিনি ইরান প্রো লিগ, ইউএই প্রো লিগ, কাতার স্টারস লিগ এবং বুন্দেসলিগা - র সাথে খেলেছেন। তিনি ইরান জাতীয় দলের হয়ে খেলেন। তিনি জাতীয় দলে১২৭ ম্যাচে ৩৮টি গোল করেন।২০০৪ সালে তিনি চতুর্থ ইরানি খেলোয়াড় হিসেবে বছরের সেরা এশিয়ান ফুটবলার হিসেবে নির্বাচিত হন। ২০১৩-১৪ মৌসুমের শেষে তিনি অবসরের ঘোষণা দেন এবং ১১ এপ্রিল ২০১৪ সালে তাঁর ১৮ বছরের ক্যারিয়ারের শেষ খেলাটি খেলেন।

আলি করিমি
আলি করিমি ২০১৫ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ আলী কারিমি পাশাকি
জন্ম (1978-11-08) ৮ নভেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
জন্ম স্থানKaraj, Iran
উচ্চতা1.79 m[১]
মাঠে অবস্থানAttacking midfielder / forward
যুব পর্যায়
1990–1991Naft Tehran[২][৩]
1991–1994Saipa[৪]
1994–1996Fath Tehran
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
1996–1998Fath Tehran
1998–2001Persepolis42(11)
2001–2005Al-Ahli69(45)
2005–2007Bayern Munich33(3)
2007–2008Qatar SC26(5)
2008–2009Al-Sailiya0(0)
2008–2009→ Persepolis (loan)21(5)
2009–2011Steel Azin40(14)
2011Schalke 041(0)
2011–2013Persepolis40(13)
2013–2014Tractor Sazi26(5)
মোট298(101)
জাতীয় দল
1999Iran U233[৫](2)
1998–2012Iran127(38)
পরিচালিত দল
2014Iran (assistant)[৬]
2017Naft Tehran
2018Sepidrood
2018–2019Sepidrood
অর্জন ও সম্মাননা
 ইরান-এর প্রতিনিধিত্বকারী
Asian Games
প্রথম স্থান1998 Bangkok
AFC Asian Cup
তৃতীয় স্থান2004 China
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

কারিমি এর পেশাগত ক্যারিয়ার শুরু হয় ফাতেহ তেহরানের সাথে, যেখানে ১৮ বছর বয়সে ১৯৯৬ সালে প্রথম দলের হয়ে অভিষেক করেন। এরপর তিনি পেরসিপোলিসের সাথে তিনটি মৌসুম খেলেন।সে সময় ক্লাব দুইবার ইরানি লিগ এবং একবার হাযফি কাপ জয় করে। ২০০১ সালের জুলাইয়ে কারিমি সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাব আল-আহলি দুবাইয়ের সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। আল-আহলির খেলোয়াড় থাকাবস্থায়, কারিমি দুই কাপ শিরোপা জিতেছেন, এবং ২০০৩-০৪ মৌসুমে একজন মিডফিল্ডার হিসেবে চিত্তাকর্ষক কীর্তিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৫ সালে ২৬ বছর বয়সে ক্লাবটি ত্যাগ করার পর কারিমি ইউরোপের বায়ার্ন মিউনিখের যাওয়ার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত এক পদক্ষেপ গ্রহণ করেন। এই ক্লাবে ২০০৫-০৬ মৌসুমে বুন্দেসলিগা এবং ডিএফবি-পোকাল জয় করে পূর্ববর্তী সাফল্যের ধারা বজায় রাখেন। পরবর্তীকালে তিনি আবার সাবেক কোচ ফেলিক্স মাগাথ এর সাথে যোগ দেন এবং শলকে ০৪ এর হয়ে দ্বিতীয় জার্মান কাপ জেতেন। কারিমি তার ক্যারিয়ার শেষ করেন ইরানের পেরিসিপোলিস এবং ট্রাক্টর সাজি দিয়ে, এবং তার ক্যারিয়ারের চূড়ান্ত মৌসুমে হাজফি কাপ জয় করেন।

কারিমি ১৮ বছর বয়সে ১৯৯৮ সালের ১৩ অক্টোবর ১৯৯৮ ইরান জাতীয় দল - এ আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। তিনি সর্বমোট ১২৭ ম্যাচ খেলেন, যেখানে তিনি এশিয়ান গেমস ১৯৯৮, ২০০০, ২০০৪, এবং এশিয়ান কাপ ২০০৭ এবং ফিফা বিশ্বকাপ ২০০৬ সহ পাঁচটি প্রধান টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তিনি তাঁর অন-বল দক্ষতার, ড্রিবলিং রান এবং প্লেমেকিং ক্ষমতার কারণে বিখ্যাত, এসব কারণে তাঁকে প্রায়ই এশিয়ান ম্যারাডোনা এবং জাদুকর হিসেবে উল্লেখ করা হয়। তাঁকে এশিয়ার সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে বিশ্বাস করা হয়, এবং প্রায়ই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইরানি খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করা হয়।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ