আল হিলাল সৌদি ফুটবল ক্লাব

সৌদি ফুটবল ক্লাব

আল হিলাল সৌদি ফুটবল ক্লাব (আরবি: نادي الهلال السعودي, ইংরেজি: Al Hilal SFC; সাধারণত আল হিলাল এসএফসি এবং সংক্ষেপে আল হিলাল নামে পরিচিত) হচ্ছে রিয়াদ ভিত্তিক একটি সৌদি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে সৌদি আরবের শীর্ষ স্তরের স্তরের ফুটবল লিগ সৌদি পেশাদার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫৭ সালের ১৬ই অক্টোবর তারিখে অলিম্পিক ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৬৮,৭৫২ ধারণক্ষমতাবিশিষ্ট কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল জাইম নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[১][২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পর্তুগিজ সাবেক ফুটবল খেলোয়াড় জর্জে জেসুস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফাহাদ বিন নফল। বর্তমানে সৌদি মধ্যমাঠের খেলোয়াড় সালমান আল ফরজ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩][৪]

আল হিলাল
পূর্ণ নামআল হিলাল সৌদি ফুটবল ক্লাব
ডাকনামআল জাইম (নেতা)
দ্য ব্লু ওয়েভস
ক্লাব অব দ্য সেঞ্চুরি
এশিয়ান গালাক্তিকোস
আল মালাকি (রাজকীয়)
প্রতিষ্ঠিত১৬ অক্টোবর ১৯৫৭; ৬৬ বছর আগে (1957-10-16)
(অলিম্পিক ক্লাব হিসেবে)
মাঠকিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম
ধারণক্ষমতা৬৮,৭৫২
সভাপতিসৌদি আরব ফাহাদ বিন নফল
ম্যানেজারপর্তুগাল জর্জে জেসুস
লিগসৌদি পেশাদার লিগ
২০২২–২৩৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আল হিলাল এপর্যন্ত ৫১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে আঠারোটি সৌদি পেশাদার লিগ, নয়টি কিং কাপ এবং তেরোটি সৌদি ক্রাউন প্রিন্স কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে চারটি এএফসি চ্যাম্পিয়নস লিগ, দুইটি এশিয়ান কাপ উইনার্স কাপ এবং দুইটি এশিয়ান সুপার কাপ শিরোপা রয়েছে। ইয়াসির আল-শাহরানি, সালমান আল ফরজ, সালিম আল-দাউসারি, বাফেতিম্বি গোমিস এবং নাসির আল শামরানির মতো খেলোয়াড়গণ আল হিলালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

ক্লাব প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পর, ১৯৭৬–৭৭ মৌসুমে আল হিলাল সৌদি আরবের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর সৌদি প্রিমিয়ার লিগের প্রথম আসরে অংশগ্রহণ করেছিল। ১৯৭৬–৭৭ সৌদি পেশাদার লিগে আল হিলাল ৮টি জয় এবং ৪টি ড্রয়ে সর্বমোট ২০ পয়েন্ট অর্জন করে ১৯৭৬–৭৭ সৌদি পেশাদার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল।[৫]

খেলোয়াড়

৭ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[৬]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নংঅবস্থানখেলোয়াড়
মোহাম্মদ আল-ব্রিক
কালিদু কুলিবালি
খলিফাহ আল দাউসারি
আলী আল বুলাইহি
সালমান আল ফরজ (অধিনায়ক)
রুবেন নেভেস
আলেকসান্দার মিত্রোভিচ
১০ নেইমার
১১ সালেহ আল-শেহরি
১২ ইয়াসির আল-শাহরানি
১৪ আব্দুল্লাহ আল হামদান
১৬ নাসির আল দাউসারি
২১গো মোহাম্মদ আল-ওয়াইস
২২ সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ
নংঅবস্থানখেলোয়াড়
২৬ আব্দুল ইলাহ আল মালকি
২৮ মুহাম্মদ কান্নু
২৯ সালিম আল-দাউসারি
৩১গো হাবিব আল উতায়ান
৩২ মুতইব আল মুফাররিজ
৩৭গো ইয়াসিন বুনু
৪০গো আহমদ আবু রাসিন
৪৩ মুসাব আল জুয়াইর
৫৬ মুহাম্মদ আল কাহতানি
৬৬ সাউদ আব্দুল হামিদ
৭০ মোহাম্মদ জেহফালি
৭৭ ম্যালকম
৮৭ হাসান আল-তাম্বক্তি
৯৬ মাইকেল

কর্মকর্তা

পদনাম
প্রধান কোচ জর্জে জেসুস
সহকারী কোচ নিকোলা দিউরোভিচ
সহকারী কোচ জোয়াও দে দেউস
সহকারী কোচ তিয়াগো অলিভেইরা
সহকারী কোচ মুহাম্মদ আল শালহুব
গোলরক্ষক কোচ ভিতর পেরেইরা
গোলরক্ষক কোচ ব্রাঙ্কো কাতিচ
কন্ডিশনিং কোচ কার্লোস ব্রুনো
ফিটনেস কোচ মার্সিও সাম্পাইও
টেকনিক্যাল কোচ জিল এনরিকেস
কো-অর্ডিনেশন কোচ নুনো রোমানো
ভিডিও বিশ্লেষক রোদ্রিগো আরাউহো
ম্যাচ বিশ্লেষক আব্দুলআজিজ আল দাউসারি
বি দলের কোচ রোদোলফো মিগেন্স
ফুটবল পরিচালক সৌদ কারিরি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ