ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটন

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটন (আইইউ ব্লুমিংটন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, আইইউ, বা কেবল ইন্ডিয়ানা) হল ইন্ডিয়ানার ব্লুমিংটনের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিদ্যায়তন ও ৪০০,০০০ জনেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে বৃহত্তম বিদ্যায়তন।[৮][৯]

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটন
লাতিন: Indianensis Universitas
প্রাক্তন নামসমূহ
স্টেট সেমিনারি (১৮২০-১৮২৯)
ইন্ডিয়ানা কলেজ (১৮২৯-১৮৩৮)
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় (১৮৩৮)
নীতিবাক্যLux et Veritas (লাতিন)
বাংলায় নীতিবাক্য
"আলো ও সত্য"
ধরনসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০ জানুয়ারি ১৮২০; ২০৪ বছর আগে (1820-01-20)
মূল প্রতিষ্ঠান
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বৃত্তিদান$৩.৩২ বিলিয়ন (২০২১) (ব্যবস্থা-ব্যাপী)[১]
সভাপতিপামেলা হুইটেন
প্রাধ্যক্ষরাহুল শ্রীবাস্তব
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২,১৪৯ (২০১৪) [তথ্যসূত্র প্রয়োজন]
শিক্ষার্থী৪৫,৩২৮ (২০২১)[২]
স্নাতক৩৪,২৫৩ (২০২১)[২]
স্নাতকোত্তর১১,০৭৫ (২০২১)[২]
অবস্থান, ,
যুক্তরাষ্ট্র

৩৯°১০′০২″ উত্তর ৮৬°৩১′১৭″ পশ্চিম / ৩৯.১৬৭২২২° উত্তর ৮৬.৫২১৩৮৯° পশ্চিম / 39.167222; -86.521389
শিক্ষাঙ্গনছোট শহর,[৩] ১,৯৩৭ একর (৭.৮৪ কিমি)[৪]
সংবাদপত্রইন্ডিয়ানা ডেইলি স্টুডেন্ট
পোশাকের রঙ     ক্রিম
     ক্রিমসন[৫][৬][৭]
সংক্ষিপ্ত নামইন্ডিয়ানা
ক্রীড়ার অধিভুক্তি
এসিএএ বিভাগ ১ এফবিএস – বিগ টেন
ওয়েবসাইটwww.indiana.edu
মানচিত্র

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় আমেরিকান বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য এবং "আর১: ডক্টরাল বিশ্ববিদ্যালয় – খুব উচ্চ গবেষণা কার্যকলাপ"-এর মধ্যে শ্রেণীবদ্ধ।[১০] এটিতে জ্যাকবস স্কুল অব মিউজিক, লুডি তথ্যবিদ্যা, কম্পিউটিং ও প্রকৌশল বিদ্যালয়, ও'নিল সরকারি ও পরিবেশ বিষয়ক বিদ্যালয়, কেলি ব্যবসা বিদ্যালয়, সরকারি স্বাস্থ্য বিদ্যালয়, স্কুল অব নার্সিং, স্কুল অব অপটোমেট্রি, মাউরা আইন বিদ্যালয়, শিক্ষা বিদ্যালয়, মিডিয়া স্কুল এবং হ্যামিলটন লুগার স্কুল অব গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সহ অসংখ্য বিদ্যালয় ও কার্যক্রম রয়েছে।[১১]

বিশ্ববিদ্যালয়টি একটি বিস্তৃত ছাত্রজীবন কর্মসূচির আবাসস্থল, যেখানে ক্যাম্পাসে ৭৫০ টিরও বেশি ছাত্র সংগঠন রয়েছে এবং প্রায় ১৭ শতাংশ স্নাতক গ্রিক ব্যবস্থায় যোগদান করেছে।[১২] ইন্ডিয়ানা ক্রীড়া দলগুলি এসিএএ-এর বিভাগ ১-এ প্রতিদ্বন্দ্বিতা করে এবং ইন্ডিয়ানা হুজিয়ার্স নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি বিগ টেন কনফারেন্সের সদস্য; যেহেতু এটির কোনহ মাস্কট নেই, তাই সমস্ত দল কেবল "হুজিয়ার্স" নামে পরিচিত।

ইন্ডিয়ানার অনুষদ, কর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নয়জন নোবেল বিজয়ী, ১৯ জন রোডস বৃত্তি প্রাপক, ১৭ জন মার্শাল বৃত্তি প্রাপক ও পাঁচজন ম্যাকআর্থার ফেলো অন্তর্ভুক্ত রয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ