ইয়াং কা'ই-হুই

মাও জে দং এর স্ত্রী

ইয়াং কা'ই-হুই (৬ নভেম্বর, ১৯০১ – ১৪ নভেম্বর, ১৯৩০) মাও সে তুং-এর ২য় স্ত্রী। চ্যাংশায় শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মাও সে তুং-এর প্রিয় শিক্ষক ইয়াং চ্যাং-চি'র কন্যা। মাও ইয়াং কা'ই-হুইকে বিপ্লবী চিন্তাধারায় প্রভাবিত করেন এবং ১৯২০ সালে তাদের বিয়ে হয়।

Yang Kai-Hui
জন্ম(১৯০১-১১-০৬)৬ নভেম্বর ১৯০১
মৃত্যু১৪ নভেম্বর ১৯৩০(1930-11-14) (বয়স ২৯)
দাম্পত্য সঙ্গীমাও সে তুং (১৯২০-১৯৩০)
সন্তানমাও এয়্যাং (১৯২২–১৯৫০)
মাও এংগং (১৯২৩–২০০৭)
মাও এংলং (১৯২৭–১৯৩১)

মৃত্যু

১৯৩০ সালে কুয়োমিনটাঙ বাহিনী তাকে গ্রেফতার করে। কমিউনিস্ট পার্টি ও মাও সে তুং-কে প্রত্যাখান করলে তিনি বাঁচতে পারবেন -- কুয়োমিনটাঙ -এর প্রস্তাব তিনি ঘৃণা সহকারে অস্বীকার করেন। এ বছরই তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়।

তথ্যসূত্র

  • স্নো, এডগার, চীনের আকাশে লাল তারা, র‌্যাডিক্যাল বুক ক্লাব, কলিকাতা, ১৯৮০, পৃ ৪৩৩
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ