উইন্ডোজ ৩.১এক্স

উইন্ডোজ ৩.১এক্স (codenamed Janus)[২][৩][৪] ১৬ বিট ধারাবাহিক অপারেটিং সিস্টেম, ব্যক্তিগত কম্পিউটারের জন্য মাক্রসফটের তৈরি করা। পূর্বসূরি উইন্ডোজ ৩.০ পর, উইন্ডোজ ৩.১ ধারাবাহিক শুরু, যেটি প্রথম বিক্রি হয় এপ্রিল, ১৯৯২ সালে। পরবর্তী সংস্করণ উইন্ডোজ ৯৫ আসার আগ পর্যন্ত ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বিভিন্ন সংস্করণ মুক্তি পায়। জীবন-কালে বিভিন্ন বিভাগে উন্নতি সাধন করে।উইন্ডোজ ৩.১ আসলে ৬ এপ্রিল, ১৯৯২ সালে মুক্ত হয় এবং অফিশিয়াল সাপোর্ট দেয়া হয় ৩১ ডিসেম্বর, ২০০১ সাল পর্যন্ত। উইন্ডোজ ৩.১১ সংস্করণে সহায়তা দেয়া হয় ১ নভেম্বর, ২০০৮ পর্যন্ত।[৫]

উইন্ডোজ ৩.১এক্স
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ
উইন্ডোজ ৩.১১ স্ক্রিনশট
ডেভলপারমাইক্রোসফট
সোর্স মডেলঅমুক্ত উৎস
উৎপাদনের জন্য মুক্তি৬ এপ্রিল ১৯৯২; ৩২ বছর আগে (1992-04-06)
সর্বশেষ মুক্তি৩.১১ / ৩১ ডিসেম্বর ১৯৯৩; ৩০ বছর আগে (1993-12-31)[১]
লাইসেন্সবাণিজ্যিক সফটওয়্যার
পূর্বসূরীউইন্ডোজ ৩.০ (১৯৯০)
উত্তরসূরীউইন্ডোজ ৯৫ (১৯৯৫)
সহায়তার অবস্থা
৩১ ডিসেম্বর, ২০০১ থেকে নিস্ক্রিয়

সংস্করণ

উইন্ডোজ ৩.১

উইন্ডোজ ৩.১ (কোড নাম Janus), ৬ এপ্রিল ১৯৯২ সালে ব্যবহারের জন্য মুক্ত করা হয়, যাতে প্রিন্টযোগ্য ফন্ট যুক্ত করা হয়, যার ফলে প্রথম বারের মত কার্যকর প্রকাশনা শুরু হয়।১৯৯২ সালের নভেম্বর মাসে মাল্টিমিডিয়া সংস্করণ বের হয়, যার ফলে ভিডিও দেখার সুবিধা যোগ হয়। এটার লক্ষ্য ছিল সিডি-রমের মধ্যমে শব্দ ও ভিডিও চালু করা।

উইন্ডোজ ৩.১১

১১ আগস্ট, ১৯৯৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ ৩.১ -এর হালনাগাদ মুক্ত করে যেটি উইন্ডোজ ৩.১১ নামে পরিচিত। সেই কারণে উইন্ডোজ ৩.১১ কোন একক অপারেটিং সিস্টেম নয় শুধুমাত্র সফটওয়্যার হালনাগাদ।

উইন্ডোজ ৩.২২

২২ নভেম্বর, ১৯৯৩ সালে চীনের বাজারের জন্য মাইক্রোসফট চীনা সংস্করণ ছাড়ে যেটি উইন্ডোজ ৩.২ নামে পরিচিত। তাই, উইন্ডোজ ৩.২ মূলত ৩.১ -এর চীনা হালনাগাদ।[৬] শুধুমাত্র চীনা ভাষায় এটি প্রকাশিত হয় যাতে জটিল চীনা ভাষায় লেখা যায়।[৭]

অ্যাপ্লিকেশন

ইন্টারনেট এক্সপ্লোরার

ইন্টারনেট এক্সপ্লোরার ২ থকে ৫ পর্যন্ত উইন্ডোজ ৩.১ -এ মুক্তি পায়।

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ