এশিয়ান বীচ গেমস

এশীয় সৈকত খেলা বা এশিয়ান বীচ গেমস হল সমগ্র এশিয়ার ক্রীড়াবিদদের জন্য আয়োজিত এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রণ একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা, যা প্রতি চার পরপর অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয় ২০০৮ সালে ইন্দোনেশিয়ার বালিতে। এটি এশিয়ান গেমসের পর এশিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বহু ক্রীড়া আসর।

এশিয়ান বীচ গেমস
সংক্ষেপেABG
প্রথম আসর২০০৮ এশিয়ান বীচ গেমস, বালি, ইন্দোনেশিয়া
আবর্তনচার বছর (পূর্বে ২ বছর ছিল)
সর্বশেষ আসর২০১৬ এশিয়ান বীচ গেমস, দানাং, ভিয়েতনাম
উদ্দেশ্যBeach sports event for nations on the Asian continent

এশিয়ান বীচ গেমসের এ পর্যন্ত ছয়টি আসর ছয়টি দেশে অনুষ্ঠিত হয়েছে এবং তাতে ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির ক্রীড়াবিদগন অংশগ্রহণ করেছে। সর্বশেষ ২০১৬ গেমস ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত হয়। পরবর্তি আসর ২০১৮ সালের বদলে ২০২০ সালে চীনের সানিয়াতে অনুষ্ঠিত হবে, বীচ গেমসের ইতিহাসে দুই বছরের আবর্তনে ভাঙ্গন দিয়ে চার বছর করা হয়েছে।

অংশগ্রহণকারী জাতি

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪৫টি সদস্য জাতীয় অলিম্পিক কমিটি এ পর্যন্ত অংশগ্রহণ করেছে।

  •  আফগানিস্তান
  •  বাহরাইন
  •  বাংলাদেশ
  •  ভুটান
  •  ব্রুনাই
  •  কম্বোডিয়া
  •  চীন
  •  হংকং
  •  ভারত
  •  ইন্দোনেশিয়া
  •  ইরান
  •  ইরাক
  •  জাপান
  •  জর্ডান
  •  কাজাখস্তান
  •  উত্তর কোরিয়া
  •  দক্ষিণ কোরিয়া
  •  কুয়েত
  •  কিরগিজস্তান
  •  লাওস
  •  লেবানন
  •  মাকাও
  •  মালয়েশিয়া
  •  মালদ্বীপ
  •  মঙ্গোলিয়া
  •  মিয়ানমার
  •  নেপাল
  •  ওমান
  •  পাকিস্তান
  •  ফিলিস্তিন
  •  ফিলিপাইন
  •  কাতার
  •  সৌদি আরব
  •  সিঙ্গাপুর
  •  শ্রীলঙ্কা
  •  সিরিয়া
  •  চীনা তাইপেই
  •  তাজিকিস্তান
  •  থাইল্যান্ড
  •  পূর্ব তিমুর
  •  তুর্কমেনিস্তান
  •  সংযুক্ত আরব আমিরাত
  •  উজবেকিস্তান
  •  ভিয়েতনাম
  •  ইয়েমেন

আসর

২০১২
২০১৪
২০১৬
২০২০
এশীয় বীচ গেমসের স্বাগতিক শহরের অবস্থান
আসরবছরস্বাগতিক শহরস্বাগতিক দেশউদ্বোধনকারীশুরুর তারিখশেষের তারিখএনওসিপ্রতিযোগীক্রীড়াইভেন্টসর্বোচ্চ সফল দলসূত্র
I২০০৮বালি  ইন্দোনেশিয়ারাষ্ট্রপতি সুসিলো বামবাং ইয়ুধনো১৮ অক্টোবর২৬ অক্টোবর৪১১,৬৬৫১৭৫৯  ইন্দোনেশিয়া (INA)[১]
II২০১০মাস্কট  ওমানসুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ৮ ডিসেম্বর১৬ ডিসেম্বর৪৩১,১৩১১৪৫২  থাইল্যান্ড (THA)[২]
III২০১২হাইয়াং  চীনস্টেট কাউন্সিলর মা কাই১৬ জুন২২ জুন৪৩১,৩৩৬১৩৪৯  চীন (CHN)[৩]
IV২০১৪ফুকেট  থাইল্যান্ডপ্রিভি কাউন্সিলর সুরায়ুদ চুলানন্ট১৪ নভেম্বর২৩ নভেম্বর৪২২,৩৩৪২৬১৬৮  থাইল্যান্ড (THA)[৪]
V২০১৬দা নাং  ভিয়েতনামপ্রধানমন্ত্রী নগুয়েন ঝুয়ান ফুচ২৪ সেপ্টেম্বর৩ অক্টোবর৪১২,১৯৭১৪১৭২  ভিয়েতনাম (VIE)[৫]
VI২০২০সানিয়া  চীন২৬ নভেম্বর৫ ডিসেম্বর[৬]

ক্রীড়াসমূহ

ক্রীড়াবছর
৩-অন-৩ বাস্কেটবল২০৮, ২০১২ থেকে
এয়ার স্পোর্টস২০০৮, ২০১২-২০১৪
বীচ অ্যাথলেটিকস২০১৪ থেকে
বীচ ফ্লাগ ফুটবল২০১৪ শুধু
বীচ হ্যান্ডবলসকল
বীচ কাবাডিসকল
বীচ কুরাশ২০১৪ থেকে
বীচ স্যাম্বো২০১৪ থেকে
বীচ সেপাক টাকরোসকল
বীচ সকারসকল
বীচ ভলিবলসকল
বীচ ওয়াটার পোলো২০০৮-২০১০, ২০১৪ থেকে
বীচ উডবলসকল
বীচ কুস্তি২০০৮, ২০১৪ থেকে
বডিবিল্ডিং২০০৮-২০১০, ২০১৪ থেকে
কোস্টাল রোয়িং২০১৬ শুধু
ড্রাগন বোট২০০৮, ২০১০
ডুয়েথলন২০১৪ শুধু
এক্ট্রামি স্পোর্টস২০১৪ শুধু
ফুটভলি২০১৪ শুধু
জেট স্কী২০০৮-২০১০, ২০১৪
ক্রীড়াবছর
জুজিৎসু২০১৪ থেকে
ম্যারাথন সাঁতার২০০৮-২০১০, ২০১৪ থেকে
আধুনিক ট্রায়েথল২০১৪ শুধু
মুই থাই২০১৪ থেকে
প্যারাগ্লাইডিং অ্যাকুরেচি২০০৮, ২০১০
প্যারাগ্লাইডিং ক্রস কান্ট্রি২০০৮
Paramotoring২০১২, ২০১৪
পেনচাক সিলাত২০০৮, ২০১৬
পেটানক২০১৪ থেকে
রোলার স্পীড স্কেটিং২০১২ শুধু
শাটলকোক২০১৬ শুধু
সেইলিং২০০৮, ২০১০
স্পোর্ট ক্লাম্বিং২০১২-২০১৪
স্কোয়াশ২০১৪ শুধু
সার্ফিং২০০৮ শুধু
Tent pegging২০১০ শুধু
ট্রায়েথলন২০০৮-২০১০, ২০১৪
ভোকোট্রুয়েন২০১৬ শুধু
ভভিনাম২০১৬ শুধু
ওয়াটারস্কিইং২০১০-২০১৪

পদক তালিকা

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 থাইল্যান্ড (THA)১৩০৯৭৯১৩১৮
 ভিয়েতনাম (VIE)৬২৬৮৭০২০০
 চীন (CHN)৬০৫৫৬৪১৭৯
 ইন্দোনেশিয়া (INA)৪২২৮৫৩১২৩
 দক্ষিণ কোরিয়া (KOR)২২৩৫৪৫১০২
 ইরান (IRI)২০২১১৫৫৬
 জাপান (JPN)১৪১৪২২৫০
 মঙ্গোলিয়া (MGL)১৪১৩৩১
 কাজাখস্তান (KAZ)১৩১৮১৭৪৮
১০  ভারত (IND)১২২৯৪৬
১১  সংযুক্ত আরব আমিরাত (UAE)১১২৯
১২  চীনা তাইপেই (TPE)১০২১২৯৬০
১৩  কাতার (QAT)২০
১৪  ওমান (OMA)১৮
১৫  বাহরাইন (BRN)১১
১৬  মালয়েশিয়া (MAS)১৭১৯৪২
১৭  পাকিস্তান (PAK)১৪১৬৩৬
১৮  হংকং (HKG)১০১৬৩২
১৯  কম্বোডিয়া (CAM)১০২২
২০  উজবেকিস্তান (UZB)১৬
২১  মিয়ানমার (MYA)১১২১
২২  ফিলিপাইন (PHI)১০৩২৪৭
২৩  লাওস (LAO)৩৩৪৩
২৪  সিঙ্গাপুর (SGP)১২২০
২৫  কুয়েত (KUW)২১
২৬  জর্ডান (JOR)১৮
২৭  ইরাক (IRQ)১২২২
২৮  সিরিয়া (SYR)১৫
২৯  তুর্কমেনিস্তান (TKM)১৬২৭
৩০  লেবানন (LBN)১১১৭
৩১  আফগানিস্তান (AFG)১০
৩২  কিরগিজস্তান (KGZ)১১
৩৩  ব্রুনাই (BRU)
৩৪  ইয়েমেন (YEM)
৩৫  তাজিকিস্তান (TJK)
৩৬  মাকাও (MAC)
৩৭  শ্রীলঙ্কা (SRI)
৩৮  বাংলাদেশ (BAN)
৩৯  নেপাল (NEP)
 ফিলিস্তিন (PLE)
 মালদ্বীপ (MDV)
 সৌদি আরব (KSA)
মোট (৪২টি জাতি)৫০৯৫০৯৭৩১১৭৪৯

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ