ওপেনসুস

(ওপেন সুসে থেকে পুনর্নির্দেশিত)

ওপেনসুয্যে (ইংরেজি: OpenSuse,) একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। যেটি সম্প্রদায় সমর্থিত 'ওপেনসুয্যে প্রকল্পের' আওতায় নির্মিত ও 'নভেল' কর্তৃক সহায়তাপ্রাপ্ত। এই প্রজেক্টের আওতায় এটির প্রথম সংস্করণ ছিল সুয্যে লিনাক্স ১০.০ এর বেটা সংস্করণ। প্রতি ৮ মাস অন্তর ওপেনসুয্যের নতুন ভার্সন রিলিজ দেওয়া হয় এবং প্রতিটি ভার্সনের জন্য রিলিজের পর থেকে শুরু করে ১৮ মাস পর্যন্ত সাপোর্ট দেওয়া হয়। বর্তমানে এর সংস্করণ হচ্ছে ওপেনসুয্যে লিপ ১৫.১ যেটি ২২ মে ২০১৯ এ মুক্তি দেওয়া হয়েছে। ফেডোরার মত এটিও একটি আরপিএম প্যাকেজ ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। তবে এটির জন্য 'নভেল' কর্তৃক কোনধরনের প্রফেশনাল সাপোর্ট দেওয়া হয় না। কমিউনিটির মাধ্যমে এর ইউজারগণ সাপোর্ট পেয়ে থাকেন।

ওপেনসুয্যে
পূর্বনির্ধারিত কেডিই প্লাজমা কনফিগারেশনের সাথে ওপেনসুয্যে লিপ ১৫.১
ডেভলপারওপেনসুয্যে প্রকল্প ,
(নোভেল এবং ওপেন-এসএলএক্স মধ্যেমে স্পন্সরড)
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাবর্তমান (১৫.১)
সোর্স মডেলফ্রিওপেন সোর্স সফটওয়্যার
প্রাথমিক মুক্তিঅক্টোবর ২০০৫; ১৮ বছর আগে (2005-10)
সর্বশেষ মুক্তিলিপ ১৫.১ [১] / ২২ মে ২০১৯; ৪ বছর আগে (2019-05-22)
মার্কেটিং লক্ষ্যডেস্কটপ ওয়ার্ক স্টেশন, সার্ভার, ডেভেলপমেন্ট
ভাষাসমূহইংরেজি, জার্মান, রাশিয়ান, ইতালিয়, পর্তুগিজ আরো অনেকে
হালনাগাদের পদ্ধতিজিপ (ইয়াস্ট)
প্যাকেজ ম্যানেজারআরপিএম প্যাকেজ ম্যানেজার: আরপি, ইয়াস্ট২ ওয়ান-ক্লিক ইন্সটল: ওয়াইএমপি ফাইল
প্ল্যাটফর্মএক্স৮৬-৬৪, পিপিসি৬৪এলই, এআরএম সংস্করণ ৮
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসকেডিই প্লাজমা ৫, গ্নোম ৩ অথবা ম্যানুয়ালি সিলেক্ট করা যায়
লাইসেন্সগনু জিপিএল এবং অন্যান্য
ওয়েবসাইটwww.opensuse.org

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ