ক্যান্ডি বার

মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী

হুয়ানিতা ডেল স্লাশার, (০৬ই জুলাই, ১৯৩৫ – ৩০শে ডিসেম্বর, ২০০৫) যিনি ক্যান্ডি বার হিসেবে পরিচিত; ছিলেন বিংশ শতাব্দীর মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী, এবং প্রাপ্তবয়স্ক মডেল

ক্যান্ডি বার
নারীর আবক্ষ আলোকচিত্র
ক্যান্ডি বার
জন্ম
হুয়ানিতা ডেল স্লাশার

(১৯৩৫-০৭-০৬)৬ জুলাই ১৯৩৫
এডনা, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুডিসেম্বর ৩০, ২০০৫(2005-12-30) (বয়স ৭০)
ভিক্টোরিয়া, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণনিউমোনিয়া আক্রান্ত হয়ে
জাতীয়তামার্কিন
অন্যান্য নামহুয়ানিতা ফিলিপ্স
পেশা
  • স্ট্রিপার
  • অভিনেত্রী
  • প্রাপ্তবয়স্ক মডেল
উচ্চতা৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)[১]
দাম্পত্য সঙ্গী
সন্তান

১৯৫০-এর দশকে তিনি ডালাস, লস অ্যাঞ্জেলেস এবং লাস ভেগাস ভ্যালিতে স্ট্রিপার কর্মজীবনের জন্য জাতীয়ভাবে মনোযোগ অকর্ষন করতে সমর্থ হয়েছিলেন, পাশাপাশি তার আইনি জটিলতা, পারিবারিকভাবে বিছিন্ন দ্বিতীয় স্বামীর হত্যাকাণ্ড, গ্রেফতার ও ড্রাগ অধিকরণের জন্য কারাদণ্ড ভোগ, মিকি কোহেন এবং জ্যাক রুবির সঙ্গে সম্পর্ক ইত্যাদি কারণে।

প্রাথমিক জীবন

ক্যান্ডি বার ১৯৩৫ সালের ০৬ই জুলাই টেক্সাসের এডনায় জুয়ানিতা ডেল স্লুশার নামপ জন্ম গ্রহণ করেন। তার পিতামাতা এলভিন ও ফোরেস্ট স্লুশারের সন্তানাদির মধ্যে ক্যান্ডি বার পঞ্চম।

তার মা ফোরেস্ট স্লুশারের বাহন দুর্ঘটনায় মৃত্যুরর পর তার পিতা আবার বিয়ে করেন যাখন ক্যান্ডির বয়স ৯ বছর।

তারপর ক্যান্ডি ১৩ বছর বয়সে বাড়ি ছেড়ে ডালাসে পালিয়ে যায় এবং সেখানে একটি হোটেলে কাজ করা শুরু করে। সেখানে তিনি দেহব্যবসায় যুক্ত হন। ক্যান্ডি ১৪ বছর বয়সে তার প্রথম বিয়ে করেন বিল্লি জোয় ড্যাবসের সাথে। কিন্তু কিছুদিন পরেই তারা আলাদা হয়ে যায়।[২] এরপর সে একজন যৌনাবেদক (exotic) নৃত্যাঙ্গনার কাজ শুরু করে।[৩]

কর্মজীবন ও মৃত্যু

ক্যান্ডি বার যৌনাবেদনময় নৃত্যরত অবস্থায়

ক্যান্ডি বার ১৯৫০ খ্রিষ্টাব্দে তার কর্মজীবন শুরু করেন একজন ড্যান্সার হিসেবে ও পরে তিনি অভিনয়ও শুরু করেন। একসময় তিনি আন্ডারগ্রাউন্ড পর্নোগ্রাফি শুট করার জন্যে পুলিশ হাতে গ্রেফতার হন। সেই থেকে তাকে বিশ্বের প্রথম নারী যৌনশিল্পী মনে করা হয়। ১৯৯২ সালে ক্যান্ডি আবার তার পৈতৃক গ্রামে ফিরে আসেন। শেষ জীবনে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ২০০৫ সালের ৩০ ডিসেম্বর ভিক্টোরিয়া, টেক্সাসের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রটীকা
১৯৫১স্মার্ট অ্যালেকদ্য গার্লস্বল্পদৈর্ঘ্য
১৯৬০সেভেন থিভ্‌সকারিগরী উপদেষ্টা
১৯৬৫মাই টেল ইজ হটস্বভূমিকায়
১৯৭০অ্যা হিস্ট্রি অব দ্য ব্লু মুভিস্মার্ট অ্যালেক চলচ্চিত্রের অংশ; প্রামাণ্যচিত্র
১৯৭৬নস্টালজিয়া ব্লু
১৯৭১চেঞ্জেস
১৯৯৪প্লেবয়: দ্য স্টোরি অব এক্সস্বভূমিকায়ভিডিও প্রামাণ্যচিত্র

আরও দেখুন

সূত্র

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ