গগনশিরীষ

উদ্ভিদের প্রজাতি

গগনশিরীষ (বৈজ্ঞানিক নাম: Albizia richardiana, স্থানীয় নাম :- চাম্পল, সুন্দর-কড়ই) Fabaceae পরিবারের Albizia গণের সরলাকৃতির দীর্ঘকায় বৃক্ষ বিশেষ। বাংলাদেশের অনেক অঞ্চলে এ গাছকে রোডচাম্বল নামেও ডাকা হয়। প্রায় দেড়শ' বছর আগে মাদাগাস্কা থেকে এই গাছ কলকাতা বোটানিক্যাল গার্ডেন হয়ে বাংলাদেশে এসেছে।

গগনশিরীষ
Albizia richardiana
ঢাকার রমনা পার্কে দুইটি গগনশিরীষ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Plantae
শ্রেণীবিহীন:Angiospermae
শ্রেণীবিহীন:Eudicots
শ্রেণীবিহীন:Rosids
বর্গ:Fabales
পরিবার:Fabaceae
গণ:Albizia
প্রজাতি:A. richardiana
দ্বিপদী নাম
Albizia richardiana
(Voigt) King & Prain

বিবরণ

গগনশিরীষের ডালপালা ঊর্ধ্বমুখী। এর উচ্চতা ৩০-৪০ মিটার।

আকার

গগনশিরীষ পত্রমোচী গাছ। যৌগপত্র, ৬ থেকে ৭ সেমি লম্বা, পক্ষ ১০ থেকে ১৪টি, তাতে সরু ৬ মিমি লম্বা ৫০ থেকে ১০০টি ক্ষুদ্র পত্রিকা। শীতের শেষ দিকে পাতা ঝরতে শুরু করে। তার পর চৈত্র-বৈশাখে অসংখ্য সরু পাতায় ভরে ওঠে গাছ।[১]

ফুল

এই গাছে বর্ষার শেষের দিকে ফুল ফোটে। ফুলের রং সাদা হয় ও দেখতে ছোট আকারের।

ফল

ফল চ্যাপ্টা, হালকা বাদামি ও পাতলা হয়। এগুলো বাতাসে ভেসে অনেক দূর চলে যেতে পারে।

চিত্রশালা

গগনশিরীষ গাছের কাণ্ডের দৃশ্য, রমনা পার্ক, ঢাকা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ