গোলাম ইসহাক খান

গোলাম ইসহাক খান (উর্দু: غلام اسحاق خان‎‎; জন্ম: ২০ জানুয়ারি, ১৯১৫ - মৃত্যু: ২৭ অক্টোবর, ২০০৬) বান্নুতে জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট সরকারি চাকুরীজীবি ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৩ মেয়াদে পাকিস্তানের ৭ম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। তাকে পাকিস্তানের ইতিহাসে সর্বাপেক্ষা ক্ষমতাধর বেসরকারী রাষ্ট্রপতি হিসেবে মনে করা হয়।[১]

গোলাম ইসহাক খান
غلام اسحاق خان
পাকিস্তানের ৭ম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৭ আগস্ট, ১৯৮৮ – ১৮ জুলাই, ১৯৯৩
প্রধানমন্ত্রীবেনজীর ভুট্টো (১৯৮৮-৯০)
নওয়াজ শরীফ (১৯৯০-৯৩)
পূর্বসূরীমুহাম্মদ জিয়া-উল-হক
উত্তরসূরীফারুক লেঘারি
২য় সিনেট সভাপতি
কাজের মেয়াদ
২১ মার্চ, ১৯৮৫ – ১২ ডিসেম্বর, ১৯৮৮
পূর্বসূরীহাবিবুল্লাহ খান
উত্তরসূরীওয়াসিম সাজ্জাদ
পাকিস্তানের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭৮ – ২১ মার্চ, ১৯৮৫
রাষ্ট্রপতিফজল ইলাহী চৌধুরী
পূর্বসূরীআব্দুল হাফিজ পিরজাদা
উত্তরসূরীমাহবুব উল হক
পাকিস্তানের প্রতিরক্ষা সচিব
কাজের মেয়াদ
১২ অক্টোবর, ১৯৭৫ – ৫ জুলাই, ১৯৭৭
রাষ্ট্রপতিফজল ইলাহী চৌধুরী
প্রধানমন্ত্রীজুলফিকার আলী ভুট্টো
পূর্বসূরীফজল মুকীম খান
উত্তরসূরীগোলাম জিলানী খান
পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর
কাজের মেয়াদ
২২ ডিসেম্বর, ১৯৭১ – ৩০ নভেম্বর, ১৯৭৫
রাষ্ট্রপতিফজল ইলাহী চৌধুরী
প্রধানমন্ত্রীজুলফিকার আলী ভুট্টো
পূর্বসূরীশাকুর দুররানী
উত্তরসূরীউসমান আলী
ব্যক্তিগত বিবরণ
জন্মগোলাম ইসহাক খান
(১৯১৫-০১-২০)২০ জানুয়ারি ১৯১৫
ইসমাইল খেল, নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশ, ব্রিটিশ ভারত
(বর্তমানে - খাইবার পাখতুনখা, পাকিস্তান)
মৃত্যু২৭ অক্টোবর ২০০৬(2006-10-27) (বয়স ৯১)
পেশোয়ার, খাইবার পাখতুনখা, পাকিস্তান
নাগরিকত্ব পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলস্বতন্ত্র
প্রাক্তন শিক্ষার্থীপেশোয়ার বিশ্ববিদ্যালয়
(বিএসসি)
সিভিল সার্ভিস একাডেমি
ধর্মইসলাম

প্রারম্ভিক জীবন

ব্রিটিশ ভারত সাম্রাজ্যের নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের বান্নু জেলার ইসমাইল খেল এলাকায় তার জন্ম।[২][৩] তিনি বাঙ্গাস পশতুন জনগোষ্ঠীর লোক। অদ্যাবধি তার পরিবার রাজনীতি সক্রিয় রয়েছে। ইসলামিয়া কলেজে অধ্যয়ন করেন। এরপর পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন ও উদ্ভিদবিদ্যায় দ্বৈত স্নাতক ডিগ্রী লাভ করেন।[২][৪]

কর্মজীবন

শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকুরীর সন্ধান করলেও ১৯৪১ সালে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। ব্রিটিশ ভারতের পক্ষে বিভিন্ন প্রাদেশিক দায়িত্ব পালন করেন।[৪] ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর ১৯৫৫ পর্যন্ত সেচ অধিদপ্তরের সচিব ছিলেন।[২] ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি মনোনীত হন। এরপর ১৯৬৬ থেকে ১৯৭০ মেয়াদে অর্থসচিবের দায়িত্ব পালন করেন।[৫] ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর সকল পদের প্রধান হিসেবে রাখা হয়।[৬] ঐ একই সালে রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো কর্তৃক সাম্যবাদের ছোঁয়া থেকে দূরে রাখতে স্টেট ব্যাংকের গভর্নর মনোনীত হন।[৭] ১৯৭৫ সালে পাকিস্তানের পরমাণু পরিকল্পনায় তাকে প্রতিরক্ষা সচিব পদে নিযুক্ত করা হয়। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া-উল-হক সরকারের অর্থমন্ত্রণালয়ের প্রধান হন। ১৯৮৫ সালে সিনেট সভাপতি হন। জিয়ার মৃত্যুর পর তিনি রাষ্ট্রপতি প্রার্থী হন ও ১৩ ডিসেম্বর, ১৯৮৮ তারিখে ইসলামী জাহুরি ইত্তেহাদ ও পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়।

ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবেরেটরিজ গঠনে তার সম্পৃক্ততা ও সহযোগিতা লাভের ফলে মার্কিন কূটনীতিবিদদের কাছ থেকে তিনি ‘মি. ন্যুক’ নাম ডাকনামে[২][৭] ও প্রকাশনা জগতে তাকে ‘বাবা এটম বোম’ নামে পরিচিতি ঘটানো হয়।[৩]

অবসর

১৯৯৩ সালের সাধারণ নির্বাচনে পিপিপি’র পক্ষে রাষ্ট্রপতি প্রার্থীর আগ্রহ প্রকাশ করলেও ফারুক লেঘারি এতে সম্পৃক্ত হন।[৭] এরপর তিনি জাতীয় রাজনীতি থেকে অবসর নেন এবং আন্তর্জাতিক ও ঘরোয়া প্রচার মাধ্যমে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ঘটান।[৮] এরপর নিজ প্রদেশের জিআইকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের এন্ড টেকনোলজিতে রেক্টর হিসেবে কাজ করেন। নিউমোনিয়ায় ভোগে ২৭ অক্টোবর, ২০০৬ তারিখে তার দেহাবসান ঘটে।[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ফজল মুকিম খান
পাকিস্তানের পররাষ্ট্র সচিব
১৯৭৫-১৯৭৭
উত্তরসূরী
গুলাম জিলানী খান
পূর্বসূরী
আ্বদুল হাফিজ পিরজাদা
অর্থমন্ত্রী
১৯৭৭-১৯৮৫
উত্তরসূরী
মাহবুব উল হক
পূর্বসূরী
খান হাবিবুল্লাহ খান
সিনেট সভাপতি
১৯৮৫-১৯৮৮
উত্তরসূরী
ওয়াসিম সাজ্জাদ
পূর্বসূরী
মুহাম্মদ জিয়া-উল-হক
পাকিস্তানের রাষ্ট্রপতি
১৯৮৮-১৯৯৩
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ