গ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব

গ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব (ইংরেজি: Grimsby Town Football Club; এছাড়াও গ্রিম্‌স্‌বি টাউন এফসি, অথবা শুধুমাত্র গ্রিম্‌স্‌বি টাউন নামে পরিচিত) হচ্ছে ক্লিথর্পস ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল লিগ ওয়ানে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৭৮ সালে গ্রিম্‌স্‌বি পেলহ্যাম প্রতিষ্ঠিত হয়েছে। গ্রিম্‌স্‌বি টাউন তাদের সকল হোম ম্যাচ ক্লিথর্পসের ব্লান্ডেল পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,০৩১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পল হার্স্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জেসন স্টকউড। বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় লুক ওয়াটারফল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

গ্রিম্‌স্‌বি টাউন
পূর্ণ নামগ্রিম্‌স্‌বি টাউন ফুটবল ক্লাব
ডাকনামদ্য মেরিনার্স, মাইটি ম্যারিনার্স, টাউন
প্রতিষ্ঠিত১৮৭৮; ১৪৬ বছর আগে (1878) (গ্রিম্‌স্‌বি পেলহ্যাম হিসেবে)
১৮৭৯; ১৪৫ বছর আগে (1879) (গ্রিম্‌স্‌বি টাউন হিসেবে)[১]
মাঠব্লান্ডেল পার্ক
ধারণক্ষমতা৯,০৩১[২]
মালিকইংল্যান্ড জন ফেন্টি (৪২.৮৫%)
ইংল্যান্ড মাইক পার্কার (২১.৯৮%)
          দ্য মেরিনার্স ট্রাস্ট (১৪.১১%)[৩]
সভাপতিইংল্যান্ড জেসন স্টকউড
ম্যানেজারইংল্যান্ড পল হার্স্ট
লিগইএফএল লিগ ওয়ান
২০২২–২৩১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

যদিও বিগত কয়েকবছর ধরে ক্লাবটি কঠিন সময় অতিক্রম করছে, তবে এটি ঐতিহাসিক লিঙ্কনশায়ারের সফলতম দল ছিল এবং এই অঞ্চল থেকে ফুটবল লীগের শীর্ষ বিভাগে খেলা এক্মাত্র ক্লাব ছিল। তারা এফএ কাপের সেমিফাইনালে উঠা লিঙ্কনশায়ারের চারটি দলের মধ্যে একটি এবং ১৯২৩ সালে একবার তারা এফএ কাপের ফাইনালে পৌছাতে পেরেছিল। লিঙ্কনশায়ারের অন্যান্য সকল দল থেকে এটি বেশি সময়ের জন্য ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় স্তরে অংশগ্রহণ করেছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক
খবর
সমর্থক সাইট
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ