চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেত্রীর জন্য প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। শুরু থেকেই এই বিভাগে নামে পরিবর্তন দেখা গেছে; ২০০৫ সাল থেকে দাপ্তরিকভাবে এই বিভাগকে "চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় পারদর্শিতা" নামে ডাকা হচ্ছে।

চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২২-এর বিজয়ী: ডেভাইন জয় র‍্যান্ডলফ
বিবরণচলচ্চিত্রের সেরা পার্শ্ব অভিনেত্রী
দেশমার্কিন যুক্তরাষ্ট্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতডেভাইন জয় র‍্যান্ডলফ
দ্য হোল্ডওভারস (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com

এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী কাটিনা পাক্সিনু, তিনি ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন। ছয়জন অভিনেত্রী এই পুরস্কার দুইবার করে লাভ করেছেন, তারা হলেন ক্যারেন ব্ল্যাক, রুথ গর্ডন, অ্যাঞ্জেলা ল্যান্সবারি, অ্যাগনেস মুরহেড, মেরিল স্ট্রিপকেট উইন্সলেট। এই বিভাগে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী ডেভাইন জয় র‍্যান্ডলফ দ্য হোল্ডওভারস (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[১]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

কাটিনা পাক্সিনু ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩)-এ অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন।
অ্যাগনেস মুরহেড মিসেস পার্কিংটন (১৯৪৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলা ল্যান্সবারি দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে (১৯৪৫) ও দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যান ব্যাক্সটার দ্য রেজর্স এজ (১৯৪৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
সেলেস্ট হোম জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
এলেন কর্বি আই রিমেম্বার মামা (১৯৪৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেরিল স্ট্রিপ ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) ও অ্যাডাপ্টেশন. (২০০২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলিনা জোলি গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯)-এ জন্য পুরস্কৃত হন।
কেড হাডসন অলমোস্ট ফেমাস (২০০০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার কনেলি এ বিউটিফুল মাইন্ড (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রানে জেলওয়েগার কোল্ড মাউন্টেন (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ন্যাটালি পোর্টম্যান ক্লোজার (২০০৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
র‍্যাচেল ভাইস দ্য কনস্ট্যান্ট গার্ডেনার (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার হাডসন ড্রিমগার্লস্‌ (২০০৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেট ব্লানচেট আ'ম নট দেয়ার (২০০৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেট উইন্সলেট দ্য রিডার (২০০৮) ও স্টিভ জবস (২০১৫)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
মোনিক প্রেশাস (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেলিসা লিও দ্য ফাইটার (২০১০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অক্টাভিয়া স্পেন্সার দ্য হেল্প (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যান হ্যাথাওয়ে লে মিজেরাবল (২০১২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার লরেন্স আমেরিকান হাসল (২০১৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
প্যাট্রিশিয়া আর্কেট বয়হুড (২০১৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ভায়োলা ডেভিস ফেন্সেস (২০১৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যালিসন জ্যানি আই, টনিয়া (২০১৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রেজিনা কিং ইফ বিয়েল স্ট্রিট কুড টক (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
লরা ডার্ন ম্যারিজ স্টোরি (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জোডি ফস্টার দ্য মৌরিতানিয়ান (২০২০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
আরিয়ানা ডাবোজ ওয়েস্ট সাইড স্টোরি (২০২১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলা বাসেট ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৪০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৪৩কাটিনা পাক্সিনুপিলারফর হুম দ্য বেল টোলস[২]
১৯৪৪অ্যাগনেস মুরহেডব্যারোনেস আস্পাসিয়া কন্তিমিসেস পার্কিংটন[৩]
১৯৪৫অ্যাঞ্জেলা ল্যান্সবারিসিভিল ভেইনদ্য পিকচার অব ডোরিয়ান গ্রে[৪]
১৯৪৬অ্যান ব্যাক্সটারসোফি ম্যাকডোনাল্ডদ্য রেজর্স এজ[৫]
১৯৪৭সেলেস্ট হোমঅ্যানি ডেট্রিজেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট[৬]
১৯৪৮এলেন কর্বিট্রিনাআই রিমেম্বার মামা[৭]
১৯৪৯মার্সেডিজ ম্যাক্যামব্রিজসাদি বার্কঅল দ্য কিংস মেন[৮]

১৯৫০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৫০জোসেফিন হলভেটা লুই সিমন্সহার্ভি[৯]
জুডি হলিডেডরিস অ্যাটিঞ্জারঅ্যাডাম্‌স রিব
থেলমা রিটারবার্ডি কুনানঅল অ্যাবাউট ইভ
১৯৫১কিম হান্টারস্টেলা কোয়াল্‌স্কিআ স্ট্রিটকার নেমড ডিজায়ার[১০]
থেলমা রিটারএলেন ম্যাকনাল্টিদ্য মেটিং সিজন
লি গ্র্যান্টদ্য শপলিফটারডিটেকটিভ স্টোরি
১৯৫২ক্যাটি জুরাডোহেলেন রামিরেজহাই নুন[১১]
গ্লোরিয়া গ্রাহামরোজাম্যারি বার্টলোদ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল
মিলড্রেড ডানকসেনোরা এসপেজোভিভা সাপাতা!
১৯৫৩গ্রেস কেলিলিন্ডা নর্ডলিমোগ্যাম্বো[১২]
১৯৫৪জ্যান স্টার্লিংশেলি ম্যাকিদ্য হাই অ্যান্ড দ্য মাইটি[১৩]
১৯৫৫মারিসা পাভানরোজা দেল রোজদ্য রোজ ট্যাটু[১৪]
১৯৫৬এইলিন হেকার্টহর্টিঞ্জি ডেইগলদ্য বেড সিড[১৫]
ডরথি ম্যালোনম্যারিলি হ্যাডলিরিটেন অন দ্য উইন্ড
প্যাটি ম্যাকরম্যাকরোডা পেনমার্কদ্য বেড সিড
মার্জরি মেইনহাড্‌সপেথফ্রেন্ডলি পারসুয়েশন
মিলড্রেড ডানকআন্ট রোজ কমফোর্টবেবি ডল
১৯৫৭এলসা ল্যানচেস্টারমিস প্লিমসলউইটনেস ফ্রম দ্য প্রসিকিউশন[১৬]
মিলড্রেড ডানকমিস এলসি থর্নটনপেটন প্লেস
মিয়োশি উমেকিকাটসুমি কেলিসায়োনারা
হিদার সিয়ার্সইস্থার কস্টেলোদ্য স্টোরি অব ইস্থার কস্টেলো
হোপ ল্যাংসেলিনা ক্রসপেটন প্লেস
১৯৫৮হারমায়োনি জিনগোল্ডমাদাম আলভারেজজিজি[১৭]
ওয়েন্ডি হিলারপ্যাট কুপারসেপারেট টেবলস্‌
ক্যারা উইলিয়ামসবিলি'র মাদ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
পেগি ক্যাসঅ্যাগনেস গুচআন্টি মেম
মরিন স্ট্যাপলটনফে ডয়েললোনলিহার্টস
১৯৫৯সুজান কোনারসারাহ জেনইমিটেশন অব লাইফ[১৮]
ইডিথ এভান্সরেভ. মাদার এমানুয়েলদ্য নান্‌স স্টোরি
ইস্টেল হেম্‌সলিগ্র্যান্ডমা "গ্র্যাম" মার্টিনটেক আ জায়ান্ট স্টেপ
জুয়ানিটা মুরঅ্যানি জনসনইমিটেশন অব লাইফ
শেলি উইন্টার্সপ্রেট্রোনেলা ফান ডানদ্য ডায়েরি অব আন ফ্রাংক

১৯৬০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৬০জ্যানেট লেইমারিয়োঁ ক্রেনসাইকো[১৯]
ইনা বালিননাটালি বেনজিঙ্গারফ্রম দ্য টেরেস
ম্যারি উরক্ল্যারা ডউসসন্স অ্যান্ড লাভার্স
শার্লি জোন্সলুলু বেইন্সএলমার গ্যান্ট্রি
শার্লি নাইটরেনি ফ্লাডদ্য ডার্ক অ্যাট দ্য টপ অব দ্য স্টেয়ার্স
১৯৬১রিতা মোরেনোআনিতাওয়েস্ট সাইড স্টোরি[২০]
জুডি গারল্যান্ডআইরিন হফম্যান ওয়ালনারজাজমেন্ট অ্যাট নুরেমবার্গ
পামেলা টিফিনস্কার্লেট হ্যাজেলটাইনওয়ান, টু, থ্রি
ফে বেইন্টারঅ্যামেলিয়া টিলফোর্ডদ্য চিলড্রেন্‌স আওয়ার
লটে লেনিয়াকন্টেসাদ্য রোমান স্প্রিং অব মিসেস স্টোন
১৯৬২অ্যাঞ্জেলা ল্যান্সবারিমিসেস আইসলিনদ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট[২১]
কে স্টিভেন্সনার্স ডিডিদি ইন্টার্নস
গ্যাব্রিয়েলা প্যালোটারোসালবা মাসিমোদ্য পিজিওন দ্যাট টুক রোম
জেসিকা ট্যান্ডিমিসেস অ্যাডামসহেমিংওয়েস অ্যাডভেঞ্চার অব আ ইয়াং ম্যান
তারিতা তেরিপেইয়ামাইমিতিমিউটিনি অন দ্য বাউন্টি
প্যাটি ডিউকহেলেন কেলারদ্য মিরাকল ওয়ার্কার
মার্থা রেলুলুবিলি রোজ্‌স জাম্বো
শার্লি নাইটহেভেনলি ফিনলিসুইট বার্ড অব ইয়ুথ
সুজান কোনারমার্থা ফ্রয়েডফ্রয়েড: দ্য সিক্রেট প্যাশন
হারমায়োনি জিনগোল্ডইউলালি ম্যাকেচনি শিনদ্য মিউজিক ম্যান
১৯৬৩মার্গারেট রাদারফোর্ডব্রাইটনের ডিউকপত্নীদ্য ভি.আই.পি.জ[২২]
ওয়েন্ডি হিলারঅ্যানা বার্নিয়ার্সটয়েস ইন দি অ্যাটিক
জোন গ্রিনউডলেডি বেলাস্টনটম জোন্স
ডায়ান বেকারএমিলি স্ট্র্যাটম্যানদ্য প্রাইজ
প্যাট্রিশিয়া নিলআলমা ব্রাউনহাড
লাইজলটে পালভারসোনিয়াআ গ্লোবাল অ্যাফেয়ার
লিন্ডা মার্শটমনা সিনিকোগ্লোআমেরিকা আমেরিকা
লিলিয়া স্কালামাদার মারিয়ালিলিজ অব দ্য ফিল্ড
১৯৬৪অ্যাগনেস মুরহেডভেলমা ক্লাদারহাস... হাস, সুইট শার্লট[২৩]
১৯৬৫রুথ গর্ডনমিসেস ক্লোভারইনসাইড ডেইজি ক্লোভার[২৪]
১৯৬৬জোসেলিন লাগার্ডরানী মালামাহাওয়াই[২৫]
১৯৬৭ক্যারল চ্যানিংমুজি ফন হসমেয়ারথরোলি মডার্ন মিলি[২৬]
১৯৬৮রুথ গর্ডনমিনি কাস্টভেটরোজমেরিস বেবি[২৭]
১৯৬৯গোল্ডি হনটনি সিমন্সক্যাকটাস ফ্লাওয়ার[২৮]

১৯৭০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৭০ক্যারেন ব্ল্যাকরায়েট ডিপেস্টোফাইভ ইজি পিসেস[২৯]
মরিন স্ট্যাপলটনইনেজ গুয়েরেরোএয়ারপোর্ট
টিনা চেননিউক সিনদ্য হাওয়াইয়ান্স
লি গ্র্যান্টজয়েস এন্ডার্সদ্য ল্যান্ডলর্ড
স্যালি কেলারম্যানমার্গারেট ওহুলিহ্যানম্যাশ
১৯৭১অ্যান-মার্গরেটববিকার্নাল নজেল[৩০]
১৯৭২শেলি উইন্টার্সবেল রোজেনদ্য পসেইডন অ্যাডভেঞ্চার[৩১]
১৯৭৩লিন্ডা ব্লেয়াররিগান ম্যাকনেইলদ্য একসর্‌সিস্ট[৩২]
১৯৭৪ক্যারেন ব্ল্যাকমার্টল উইলসনদ্য গ্রেট গেটসবি[৩৩]
১৯৭৫ব্রেন্ডা ভেসারোলিন্ডা রিগ্‌সজ্যাকুলিন সুজান্‌স ওয়ান্স ইজ নট এনাফ[৩৪]
১৯৭৬ক্যাথরিন রসমিরা হসারভয়েজ অব দ্য ডেম্‌ড[৩৫]
১৯৭৭ভানেসা রেডগ্রেভজুলিয়াজুলিয়া[৩৬]
১৯৭৮ডায়ান ক্যাননজুলিয়া ফার্ন্সওর্থহেভেন ক্যান ওয়েট[৩৭]
১৯৭৯মেরিল স্ট্রিপজোয়ানা ক্রেমারক্রেমার ভার্সাস ক্রেমার[৩৮]
ক্যাথলিন বেলারএলিজাবেথ (বাফি) কোনিগপ্রমিজেস ইন দ্য ডার্ক
ক্যান্ডিস বার্জেনজেসিকা পটারস্টার্টিং ওভার
জেন আলেকজান্ডারমার্গারেট ফেল্পসক্রেমার ভার্সাস ক্রেমার
ভ্যালারি হার্পারফে মেডউইকচ্যাপ্টার টু

১৯৮০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৮০ম্যারি স্টিনবার্জেনলিন্ডা ডামারমেলভিন অ্যান্ড হাউয়ার্ড[৩৯]
১৯৮১জোন হ্যাকেটটোবি ল্যান্ডাউঅনলি হোয়াইল আই লাফ[৪০]
১৯৮২জেসিকা ল্যাংজুলি নিকোলসসটসি[৪১]
১৯৮৩শেরডলি পালেকারসিল্কউড[৪২]
১৯৮৪পেগি অ্যাশক্রফ্‌টমিসেস মুরআ প্যাসেজ টু ইন্ডিয়া[৪৩]
১৯৮৫মেগ টিলিসিস্টার অ্যাগনেসঅ্যাগনেস অব গড[৪৪]
১৯৮৬ম্যাগি স্মিথশার্লট বার্টলেটআ রুম উইথ ভিউ[৪৫]
১৯৮৭অলিম্পিয়া ডুকাকিসরোজ কাস্তুরিনিমুনস্ট্রাক[৪৬]
১৯৮৮সিগুর্নি উইভারক্যাথরিন পার্কারওয়ার্কিং গার্ল[৪৭]
১৯৮৯জুলিয়া রবার্টসশেলবি ইটেনটন ল্যাচারিস্টিল ম্যাগনোলিয়াজ[৪৮]
ডায়ান উইস্টহেলেন বাকম্যানপ্যারেন্টহুড
ব্রিজেট ফন্ডাম্যান্ডি রাইস-ডেভিসস্ক্যান্ডাল
ব্রেন্ডা ফ্রিকারমিসেস ব্রাউনমাই লেফট ফুট
লরা সান জাকোমোসিন্থিয়া বিশপসেক্স, লাইজ, অ্যান্ড ভিডিওটেপ

১৯৯০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৯০উপি গোল্ডবার্গওডা মে ব্রাউনগোস্ট[৪৯]
১৯৯১মার্সেডিজ রুলঅ্যানি নাপোলিতানিদ্য ফিশার কিং[৫০]
১৯৯২জোন প্লাউরাইটমিসেস ফিশারএনচেন্টেড এপ্রিল[৫১]
১৯৯৩উইনোনা রাইডারমে ওয়েল্যান্ডদি এজ অব ইনোসেন্স[৫২]
১৯৯৪ডায়ান উইস্টহেলেন সিনক্লেয়ারবুলেট্‌স ওভার ব্রডওয়ে[৫৩]
১৯৯৫মিরা সরভিনোলিন্ডা অ্যাশমাইটি আফ্রোদিতি[৫৪]
১৯৯৬লরেন বাকলহ্যানা মরগ্যানদ্য মিরর হ্যাজ টু ফেসেস[৫৫]
১৯৯৭কিম বেসিঙ্গারলিন ব্রেকেনএল.এ. কনফিডেনশিয়াল[৫৬]
১৯৯৮লিন রেডগ্রেভহ্যানাগড অ্যান্ড মনস্টার্স[৫৭]
১৯৯৯অ্যাঞ্জেলিনা জোলিলিসা রোইগার্ল, ইন্টারাপ্টেড[৫৮]
ক্যাথরিন কিনারম্যাক্সিন লুন্ডবিয়িং জন মালকোভিচ
ক্যামেরন ডিয়াজলটে শোয়ার্টজ
ক্লোই সেভাইনিলানা টিসডেলবয়েজ ডোন্ট ক্রাই
ন্যাটালি পোর্টম্যানঅ্যান অগাস্টঅ্যানিহোয়্যার বাট হিয়্যার
সামান্থা মর্টনহ্যাটিসুইট অ্যান্ড লোডাউন

২০০০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০০০কেট হাডসনপেনি লেনঅলমোস্ট ফেমাস[৫৯]
ক্যাথরিন জিটা-জোন্সহেলেনা আয়ালাট্রাফিক
জুডি ডেঞ্চআর্মাঁদ ভোয়াজাঁশকোলা
জুলি ওয়াল্টার্সস্যান্ড্রা উইলকিনসনবিলি ইলিয়ট
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডএলেইন মিলারঅলমোস্ট ফেমাস
২০০১জেনিফার কনেলিঅ্যালিশিয়া ন্যাশআ বিউটিফুল মাইন্ড[৬০]
কেট উইন্সলেটআইরিস মার্ডকআইরিস
ক্যামেরন ডিয়াজজুলি জান্নিভ্যানিলা স্কাই
মারিসা টোমেন্যাটালি স্ট্রাউটইন দ্য বেডরুম
ম্যাগি স্মিথকনস্ট্যান্স ট্রেন্টামগসফোর্ড পার্ক
হেলেন মিরেনমিসেস উইলসন
২০০২মেরিল স্ট্রিপসুজান অরলিনঅ্যাডাপ্টেশন[৬১]
কুইন লতিফাম্যাট্রন "মামা" মর্টনশিকাগো
ক্যাথি বেট্‌সরবার্টা হার্টজেলঅ্যাবাউট স্মিট
ক্যামেরন ডিয়াজজেনি এভারডিনগ্যাংস অব নিউ ইয়র্ক
সুজান সার‍্যান্ডনমিনি স্লোকাম্বইগবি গোজ ডাউন
২০০৩রানে জেলওয়েগাররুবি থিউসকোল্ড মাউন্টেন[৬২]
প্যাট্রিশিয়া ক্লার্কসনজন বার্নসপিসেস অব এপ্রিল
মারিয়া বেলোন্যাটালি বেলিসারিওদ্য কুলার
হলি হান্টারমেলানি ফ্রিল্যান্ডথার্টিন
হোপ ডেভিসজয়েস ব্র্যাবনারআমেরিকান স্প্লেন্ডর
২০০৪ন্যাটালি পোর্টম্যানঅ্যালিস আইরেজ/জেন জোন্সক্লোজার[৬৩]
কেট ব্লানচেটক্যাথরিন হেপবার্নদি অ্যাভিয়েটর
ভার্জিনিয়া ম্যাডসেনমায়া র‍্যান্ডলসাইডওয়েস
মেরিল স্ট্রিপএলিনর শদ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট
লরা লিনিক্লারা ম্যাকমিলেনকিনসি
২০০৫র‍্যাচেল ভাইসটেসা কোয়াইলদ্য কনস্ট্যান্ট গার্ডেনার[৬৪]
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডগ্লোরি ডজনর্থ কান্ট্রি
মিশেল উইলিয়ামসআলমা বিরস দেল মারব্রোকব্যাক মাউন্টেন
শার্লি ম্যাকলেইনএলা হার্শইন হার শুজ
স্কার্লেট জোহ্যানসননোলা রাইসম্যাচ পয়েন্ট
২০০৬জেনিফার হাডসনএফি হোয়াইটড্রিমগার্লস[৬৫]
আদ্রিয়ানা বারাজাআমেলিয়া হার্নান্দেজবাবেল
এমিলি ব্লান্টএমিলি শার্লটনদ্য ডেভিল ওয়্যারস প্রাডা
কেট ব্লানচেটবাথশেবা "শেবা" হার্টনোটস অন আ স্ক্যান্ডাল
রিংকু কুকুচিচিয়েকো ওয়াটায়াবাবেল
২০০৭কেট ব্লানচেটজুড কোয়াইনআই এম নট দেয়ার[৬৬]
অ্যামি রায়ানহেলেন ম্যাকক্রিডিগন বেবি গন
জুলিয়া রবার্টসজোয়ান হেরিংচার্লি উইলসন্‌স ওয়ার
টিল্ডা সুইন্টনক্যারেন ক্রোয়ারমাইকেল ক্লেটন
সার্শা রোনানব্রায়নি টালিসঅ্যাটোনমেন্ট
২০০৮কেট উইন্সলেট *হ্যানা স্মিৎজদ্য রিডার[৬৭]
অ্যামি অ্যাডামসসিস্টার জেমসডাউট
পেনেলোপে ক্রুজমারিয়া এলেনাভিকি ক্রিশ্চিনা বার্সেলোনা
ভায়োলা ডেভিসমিসেস মিলারডাউট
মারিসা টোমেকাসিডি/পামদ্য রেসলার
২০০৯মোনিকমেরি লি জনস্টনপ্রেশাস[৬৮]
অ্যানা কেন্ড্রিকনাটালি কিনারআপ ইন দি এয়ার
জুলিঅ্যান মুরশার্লি মিলারআ সিঙ্গল ম্যান
পেনেলোপে ক্রুজকার্লা অ্যালবানিজনাইন
ভেরা ফারমিগাআলেক্স গোরানআপ ইন দি এয়ার

২০১০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০১০মেলিসা লিওঅ্যালিস একলুন্ড-ওয়ার্ডদ্য ফাইটার[৬৯]
অ্যামি অ্যাডামসশার্লিন ফ্লেমিংদ্য ফাইটার
জ্যাকি উইভারজেনিন "স্মার্ফ" কডিঅ্যানিমেল কিংডম
মিলা কুনিসলিলি/দ্য ব্ল্যাক সোয়ানব্ল্যাক সোয়ান
হেলেনা বোনাম কার্টাররাজমাতা এলিজাবেথদ্য কিংস স্পিচ
২০১১অক্টাভিয়া স্পেন্সারমিনি জ্যাকসনদ্য হেল্প[৭০]
জেসিকা চ্যাস্টেইনসেলিয়া ফুটিদ্য হেল্প
জ্যানেট ম্যাকটিরহুবার্ট পেজআলবার্ট নবস
বেরেনিস বেজোপেপ মিলারদি আর্টিস্ট
শেইলিন উডলিআলেকজান্দ্রা কিংদ্য ডিসেড্যান্টস
২০১২অ্যান হ্যাথাওয়েফঁতিনলে মিজেরাবল[৭১]
অ্যামি অ্যাডামসপেগি ডডদ্য মাস্টার
নিকোল কিডম্যানশার্লট ব্লেসদ্য পেপারবয়
স্যালি ফিল্ডম্যারি টড লিংকনলিংকন
হেলেন হান্টশেরিল কোহেন-গ্রিনদ্য সেশনস্‌
২০১৩জেনিফার লরেন্সরোজালিন রোসেনফেল্ডআমেরিকান হাসল[৭২]
জুন স্কুইবকেট গ্র্যান্টনেব্রাস্কা
জুলিয়া রবার্টসবারবারা ওয়েস্টন-ফোর্ডহ্যামঅগাস্ট: ওসেজ কাউন্টি
লুপিটা ইয়ংওপ্যাটসিটুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
স্যালি হকিন্সজিঞ্জারব্লু জেসমিন
২০১৪প্যাট্রিশিয়া আর্কেটঅলিভিয়া ইভানসবয়হুড[৭৩]
এমা স্টোনস্যাম টমসনবার্ডম্যান
কিয়ারা নাইটলিজোন ক্লার্কদি ইমিটেশন গেম
জেসিকা চ্যাস্টেইনঅ্যানা মোরালসআ মোস্ট ভায়োলেন্ট ইয়ার
মেরিল স্ট্রিপডাইনিইনটু দ্য উডস
২০১৫কেট উইন্সলেটজোয়ানা হফম্যানস্টিভ জবস[৭৪]
আলিসিয়া ভিকান্দারআভাএক্স মাকিনা
জেন ফন্ডাব্রেন্ডা মরেলইয়ুথ
জেনিফার জেসন লেইডেইজি ডোমেরগুদ্য হেটফুল এইট
হেলেন মিরেনহেডা হপারট্রাম্বো
২০১৬ভায়োলা ডেভিসরোজ ম্যাক্সসনফেন্সেস[৭৫]
অক্টাভিয়া স্পেন্সারডরোথি ভনহিডেন ফিগারস্‌
নাওমি হ্যারিসপলামুনলাইট
নিকোল কিডম্যানসু ব্রায়ার্লিলায়ন
মিশেল উইলিয়ামসর‍্যান্ডি চ্যান্ডলারম্যানচেস্টার বাই দ্য সী
২০১৭অ্যালিসন জ্যানিলাভোনা গোল্ডেনআই, টনিয়া[৭৬]
অক্টাভিয়া স্পেন্সারজেল্ডা ফুলারদ্য শেপ অব ওয়াটার
ম্যারি জে. ব্লাইজফ্লোরেন্স জ্যাকসনমাডবাউন্ড
লরি মেটকাফমারিয়োঁ ম্যাকফার্সনলেডি বার্ড
হং চাউএনগক লান ট্রানডাউনসাইজিং
২০১৮রেজিনা কিংশ্যারন রিভারসইফ বিল স্ট্রিট কুড টক[৭৭]
অ্যামি অ্যাডামসলিন চেনিভাইস
এমা স্টোনঅ্যাবিগেইল ম্যাশামদ্য ফেভারিট
ক্লেয়ার ফয়জ্যানেট শিয়ারন আর্মস্ট্রংফার্স্ট ম্যান
র‍্যাচেল ভাইসসারা চার্চিলদ্য ফেভারিট
২০১৯লরা ডার্ননোরা ফ্যানশম্যারিজ স্টোরি[৭৮]
অ্যানেট বেনিংডায়ান ফেইনস্টেইনদ্য রিপোর্ট
ক্যাথি বেট্‌সবারবারা "ববি" জুয়েলরিচার্ড জুয়েল
জেনিফার লোপেজরামোনা ভেগাহাসলার্স
মার্গো রবিকায়লা পস্পিসিলবোম্বশেল

২০২০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০২০জোডি ফস্টারন্যান্সি হল্যান্ডারদ্য মৌরিতানিয়ান[৭৯]
অলিভিয়া কলম্যানঅ্যানদ্য ফাদার
অ্যামান্ডা সাইফ্রেডম্যারিয়ন ডেভিসম্যাংক
গ্লেন ক্লোজবনি "মামাউ" ভ্যান্সহিলিবিলি এলিজি
হেলেনা জেঙ্গেলইয়োহানা লোয়েনবার্জারনিউ অব দ্য ওয়ার্ল্ড
২০২১আরিয়ানা ডাবোজআনিটাওয়েস্ট সাইড স্টোরি[৮০]
আনজানু এলিসওরাসিন "ব্র্যান্ডি" প্রাইসকিং রিচার্ড
কেইট্রিওনা বালফমাবেলফাস্ট
কিয়ার্স্টন ডান্‌স্টরোজ বারব্যাঙ্কদ্য পাওয়ার অব দ্য ডগ
রুথ নেগাকেলার বেলোপাসিং
২০২২অ্যাঞ্জেলা বাসেটরানী রামোন্ডাব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার[৮১]
কেরি কনডনসিওভান সুলেভেনদ্য বানশিস অব ইনিশেরিন
কেরি মুলিগানমেগান টোয়াহিশি সেইড
জেমি লি কার্টিসদের্দ্র বোবের্দেএভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
ডলি ডি লিওনএবিগেইলট্রায়াঙ্গেল অব স্যাডনেস
২০২৩ডেভাইন জয় র‍্যান্ডলফম্যারি ল্যাম্বদ্য হোল্ডওভারস
এমিলি ব্লান্টক্যাথরিন "কিটি" অপেনহাইমারঅপেনহাইমার
জুলিঅ্যান মুরগ্রেসি আথার্টন-ইয়ুমে ডিসেম্বর
জোডি ফস্টারবনি স্টলনাইঅ্যাড
ড্যানিয়েল ব্রুকসসোফিয়া জনসনদ্য কালার পার্পল
রোজামন্ড পাইকলেডি এলসপেথ ক্যাটনসল্টবার্ন

* কেট উইন্সলেট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

একাধিক বিজয়

২ বার

দুয়ের অধিক মনোনয়ন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ