চিলির ভূগোল

চিলির ভৌগলিক বিবরণ

চিলির ভূগোল অত্যন্ত বৈচিত্রপূর্ণ; কারণ দেশটি ১৭° দক্ষিণ অক্ষাংশ থেকে ৫৬° দক্ষিণ অক্ষাংশের হর্ণ অন্তরীপ পর্যন্ত এবং পশ্চিমে মহাসাগর থেকে পূর্বে আন্দিজ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ আমেরিকার দক্ষিণে অবস্থিত চিলির দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র অংশের সাথে সীমানা রয়েছে। চিলির ভূ-আকৃতি বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক প্রকৃতির। উত্তর থেকে দক্ষিণে চিলি ৪,২৭০ কিমি (২,৬৫৩ মা) প্রসারিত কিন্তু এটি পূর্ব থেকে পশ্চিমে গড়ে মাত্র ১৭৭ কিমি (১১০ মা) প্রশস্ত।

চিলি ভূগোল
মহাদেশদক্ষিণ আমেরিকা
অঞ্চলদক্ষিণের কৌণিক অঞ্চল
স্থানাঙ্ক৩০°০০′ দক্ষিণ ৭০°০০′ পশ্চিম / ৩০.০০০° দক্ষিণ ৭০.০০০° পশ্চিম / -30.000; -70.000
আয়তন৩৮তম
 • মোট৭,৫৬,১০২ কিমি (২,৯১,৯৩৩ মা)
 • স্থলভাগ৯৮.৪০%
 • জলভাগ১.৬০%
উপকূলরেখা৬,৪৩৫ কিমি (৩,৯৯৯ মা)
সীমানা৭,৮০১ কিমি (৪,৮৪৭ মা)
সর্বোচ্চ বিন্দুওহোস দেল সালাদো পর্বত
৬,৮৯৩ মি (২২,৬১৫ ফু)
সর্বনিম্ন বিন্দুপ্রশান্ত মহাসাগর
০ মিটার (০ ফু)
দীর্ঘতম নদীলোয়া নদী
৪৪০ কিমি (২৭০ মা)
বৃহত্তম হ্রদজেনারেল ক্যারেরা হ্রদ

আয়তন এবং সীমারেখা

আয়তন:মোট:

৭,৫৬,১০২ কিমি (২,৯১,৯৩৩ মা);স্থলভাগ:৭,৪৩,৮১২ কিমি (২,৮৭,১৮৭ মা);জলভাগ:১২,২৯০ কিমি (৪,৭৪৫ মা)।

টীকা:

ইস্টার দ্বীপপুঞ্জ এবং ইসলা সালা ওয়াই গোমেজ দ্বীপ সহ।

স্থল সীমানা:মোট:৭,৮০১ কিমি (৪,৮৪৭ মা);

সীমান্তবর্তী দেশ:

আর্জেন্টিনা ৬,৬৯১ কিমি (৪,১৫৮ মা), বলিভিয়া ৯৪২ কিমি (৫৮৫ মা), পেরু ১৬৮ কিমি (১০৪ মা)

উপকূল রেখা:৬,৪৩৫ কিমি (৩,৯৯৯ মা)

সমুদ্র সীমা:আঞ্চলিক সমুদ্র:১২ নটিক্যাল মাইল (২২.২ কিমি; ১৩.৮ মা)সংলগ্ন অঞ্চল:২৪ নটিক্যাল মাইল (৪৪.৪ কিমি; ২৭.৬ মা)এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল:৩৬,৪৮,৫৩২ কিমি (১৪,০৮,৭০৬ মা)মহীসোপান:২০০–৩৫০ নটিক্যাল মাইল (৩৭০.৪–৬৪৮.২ কিমি; ২৩০.২–৪০২.৮ মা)

আরও দেখুন

  • চিলির জলবায়ু;
  • চিলির নদনদীর তালিকা;
  • চিলির আগ্নেয়গিরির তালিকা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ