চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর

মঙ্গোলিয়ার বিমানবন্দর

চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর (মঙ্গোলীয়: Чингис хаан олон улсын нисэх буудал, Çingis hán olon ulsîn niseh búdal, আধ্বব: [t͡ʃʰiŋgis xaːn ɔɮɔŋ uɮsiːŋ nisex puːtaɮ]) (আইএটিএ: ULN, আইসিএও: ZMUB) মঙ্গোলিয়ার রাজধানী থেকে ১৮ কিমি (১১ মা) দক্ষিণ পশ্চিমে উলানবাটরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর[২] এটি দেশটির বৃহত্তম আন্তর্জাতিক বিমান সুবিধা।

চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর

Чингис хаан олон улсын нисэх буудал
ᠴᠢᠩᠭᠢᠰ ᠬᠠᠭᠠᠨ ᠣᠯᠠᠨ ᠤᠯᠤᠰ  ᠦᠨ ᠨᠢᠰᠬᠦ ᠪᠠᠭᠤᠳᠠᠯ
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসর্বজনীন
পরিচালকমঙ্গোলিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
অবস্থানউলানবাটর, মঙ্গোলিয়া
যে হাবের জন্য
  • অ্যারো মঙ্গোলিয়া
  • হুনু এয়ার
  • এমআইএটি মঙ্গোলিয়ান এয়ারলাইন্স
এএমএসএল উচ্চতা১৩০০ মিটার / ৪৩৬৪ ফুট
স্থানাঙ্ক৪৭°৫০′৩৫″ উত্তর ১০৬°৪৫′৫৯″ পূর্ব / ৪৭.৮৪৩০৬° উত্তর ১০৬.৭৬৬৩৯° পূর্ব / 47.84306; 106.76639
ওয়েবসাইটen.airport.gov.mn
মানচিত্র
ULN মঙ্গোলিয়া-এ অবস্থিত
ULN
ULN
মঙ্গোলিয়ার মধ্যে অবস্থান
রানওয়ে
দিকদৈর্ঘ্যপৃষ্ঠতল
মিফুট
১৪/৩২৩,১০০১০,১৭০আস্ফাল্ট
১৫/৩৩২,০০০৬,৫৬০ঘাস
পরিসংখ্যান (২০১৬ ULN)
মঙ্গোলিয়া সরকার
বিমানের গতিবিধি১১,৬৮২
যাত্রী১,০২৩,০৪৫
পণ্যসম্ভার টন৪,৮৫২
উৎস: মঙ্গোলিয়ার সিভিল এভিয়েশন এডমিনিস্ট্রেশন[১]

ইতিহাস

উন্নয়নকর্ম

বুয়ান্ত উখা বিমানবন্দর (মঙ্গোলীয়: Буянт-Ухаа нисэх онгоцны төв буудал, Buyant-Uhá niseh onğocnî töw búdal) নামে এই বিমানবন্দরটি ১৯৫৭ সালের ১৯শে ফেব্রুয়ারি রাশিয়ার ইর্কউতস্ক এবং চীনের বেইজিংগামী ইলসিয়ুসিন ২-১৪ বিমান উড্ডয়নের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে। অবশ্য, মুলত ১৯৬১ সাল থেকে নিয়মিত বিমান উড্ডয়ন শুরু হয়। ১৯৮৬ সালে বিমানবন্দরটির টার্মিনাল আন্তর্জাতিক বিমান উড্ডয়নের জন্য উন্মুক্ত করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ১৯৯৪ থেকে ১৯৯৭ সালে আইসিএও মান সঙ্গে বিমানবন্দরটির অনুবর্তী করতে ধরনের সংস্কার চালানো হয়।[৩]

মঙ্গোলিয়ার বীর চেঙ্গিজ খান কর্তৃক মঙ্গোলিয়ার ৮০০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২১শে ডিসেম্বর ২০০৫ সালে বিমানবন্দরটির নাম চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। 

নতুন বিমানবন্দর

২০১৯ সালে খোসিগত ভ্যালে বিমানবন্দর দ্বারা এই বিমানবন্দর প্রতিস্থাপিতহবে বলে পরিকল্পনা নেয়া হয়েছে।[৪] বর্তমান বিমানবন্দরের কার্যক্রম সংক্ষিপ্তাকারে কিছুটা পরিচালিত হচ্ছে। একটি রানওয়েরই এক পাশে আগত বিমানের জন্য এবং অপর পাশটি বিমানবন্দর ছেড়ে যাওয়া বিমান উড্ডয়নের জন্য ব্যবহৃত হচ্ছে। নতুন খোসিগত ভ্যালে এই বিমানবন্দরটি অপেক্ষাকৃত বৃহদাকৃতির হতে যাচ্ছে। এটি উলাবাটর শহরের কেন্দ্র থেকে ৫২ কিলোমিটার (৩২ মা)  দক্ষিণে খোসিগত ভ্যালিতে অবস্থিত। চেক প্রজাতন্ত্র এই বিমানবন্দরের উন্নয়ন কাজে সহায়তা করেছে। [৫]

পরিসংখ্যান

মঙ্গোলিয়ার সিভিল এভিয়েশনের সূত্রমতে, চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবচেয়ে বেশি বিমান উড্ডয়ন করে দক্ষিণ কোরিয়ার ইনছনসউলের উদ্দেশ্যে। এরপরেই যথাক্রমে আছে চীনের বেইজিং ও রাশিয়ার মস্কো। এছাড়াও ইউরোপের দেশ জার্মানির বার্লিনতুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ২০১৬ সালে যথাক্রমে ১৪,৩৫২ জন এবং ৩১,৫২৫ জন যাত্রী চেঙ্গিজ খান আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছিল। অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে খান বুমবাত বিমানবন্দরের উদ্দেশ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিমান উড্ডয়ন হয়।[৬]

বার্ষিক ট্রাফিক
যাত্রীপরিবর্তনগতিবিধিকার্গো
(টন)
পরিবর্তন
২০০৭৫৯৯,৫৫৫ 0+৯.৬%৯,২৯৭৩,২৯৯ 0+১১.২%
২০০৮৫৯৬,৭৬৫ 0-০.৫%৯,৫৫২৩,৫০০ 0+২.৭%
২০০৯৫৩২,৮৬১ 0-১০.৭%৮,৩৩০২,৯৭০ 0-১২.৮%
২০১০৬৬৫,০৫৫ 0+২৪.৮%১১,৬৭৮৩,৯২২ 0+৪০.২%
২০১১৮৮৫,৮৮৫ 0+৩৩.২%১৪,৯৪০৫,৫৪৫ 0+২৭.৯%
২০১২১,০৯৮,৮৬৫ 0+২৪.০%১৭,৪৬৫৫,৭০৯ 0+১৬.৯%
২০১৩১,১০৬,৭০৪ 0+০.৭%১৬,৪৬৮৫,৮২৫ 0-৫.৭%
২০১৪১,০১৯,১০২ 0-৭.৯%১৩,১৭৮৪,৯৫৫ 0-২০.০%
২০১৫৯৫৫,৮৬৭ 0-6.2%১০,৯৮৫৪,৭১০ 0-৪.৯%
২০১৬১,০২৩,০৪৫ 0+7.0%১১,৬৮২৪,৮৫২ 0+৩.০%
উৎস: মঙ্গোলিয়ার সিভিল এভিয়েশন এডমিনিস্ট্রেশন[১]

অন্যান্য

বিমানবন্দরের প্রধান ভবনে অ্যারো মঙ্গোলিয়ার প্রধান অফিস রয়েছে।[৭] এছাড়াও মঙ্গোলিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর প্রধান অফিস বিমানবন্দরেই অবস্থিত।[৮] বিমানবন্দরটিতে একটি কার্গো হ্যাংগারও রয়েছে।  

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ