জন চার্লস পোলানি

জার্মান গবেষক

জন চার্লস পোলানি একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত রসায়নবিজ্ঞানী। তিনি রাসায়নিক গতিবিদ্যায় গবেষণার জন্য ১৯৮৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জন চার্লস পোলানি
জন্ম (1929-01-23) ২৩ জানুয়ারি ১৯২৯ (বয়স ৯৫)
বার্লিন, ভাইমার জার্মানি
জাতীয়তাহাঙ্গেরিয়ান-কানাডীয়
মাতৃশিক্ষায়তনম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণরাসায়নিক গতিবিদ্যা
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৮৬
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহটরন্টো বিশ্ববিদ্যালয়
জন পোলানি কলেজিয়েট ইনস্টিটিউট, টরন্টো

জীবনী

পোলানি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে আন্দারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি অন্টারিওর অটোয়াতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। তিনি ১৯৫৬ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় এ প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৭ সালে সহকারী অধ্যাপক, ১৯৬০ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬২ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।

সম্মাননা ও পুরস্কার

  • কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব কানাডা, ১৯৭৯
  • রয়েল মেডেল, ১৯৮৯
  • ফেলো, রয়েল সোসাইটি
  • ফেলো, রয়েল সোসাইটি অব এডিনবরা
  • ফেলো, রয়েল সোসাইটি অব কানাডা

সম্মানসূচক ডিগ্রি

  • ব্রক ইউনিভার্সিটি 1984;
  • সেন্ট ফ্রান্সিস জ্যাভিয়ার ইউনিভার্সিটি 1984;
  • Lethbridge 1987;
  • Victoria 1987;
  • Ottawa 1987;
  • Sherbrooke 1987;
  • Laval 1987;
  • York 1988;

.

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ