জেমি বেল

ইংরেজ অভিনেতা

জেমি বেল (ইংরেজি: Jamie Bell নামে পরিচিত অ্যান্ড্রু জেমস ম্যাটফিন বেল (ইংরেজি: Andrew James Matfin Bell; জন্ম: ১৪ মার্চ ১৯৮৬) হলেন একজন ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী। তিনি তার প্রথম চলচ্চিত্র বিলি ইলিয়ট (২০০০)-এ অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। তার অভিনীত পরবর্তী চলচ্চিত্রগুলো হল কিং কং (২০০৫), জাম্পার (২০০৮), দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন (২০১১), স্নোপিয়ের্সার (২০১৩) ও ফ্যান্ট্যাস্টিক ফোর (২০১৫)। এছাড়া তিনি টেলিভিশন ধারাবাহিক টার্ন: ওয়াশিংটন্‌স স্পাইজ (২০১৪)-এ আব্রাহাম উডহাল চরিত্রে অভিনয় করেন।

জেমি বেল
Jamie Bell
২০১৯-এ বার্লিনালে-তে বেল
জন্ম
অ্যান্ড্রু জেমস ম্যাটফিন বেল

(1986-03-14) ১৪ মার্চ ১৯৮৬ (বয়স ৩৮)
বিলিংহাম, ইংল্যান্ড
পেশাঅভিনেতা, নৃত্যশিল্পী
কর্মজীবন২০০০-বর্তমান
দাম্পত্য সঙ্গীইভান রেচেল উড (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৪)
কেট মেয়ারা (বি. ২০১৭)
সন্তান

প্রারম্ভিক জীবন

বেল ১৯৮৬ সালের ১৪ই মার্চ ইংল্যান্ডের বিলিংহামে জন্মগ্রহণ করেন। তার মাতা এইলিন ম্যাটফিন এবং পিতা জন বেল। জেমি জন্মের পূর্বেই তার পিতা তার মাতা ও বড় বোন ক্যাথরিনকে ছেড়ে চলে যান।[১] তিনি তার মায়ের কাছেই বেড়ে ওঠেন। তার বোনের সাথে ব্যালের তালিম নেওয়ার সময় তিনি নৃত্যের সাথে জড়িয়ে পড়েন।

কর্মজীবন

২০১৫ সালে বেল

১৯৯৯ সালে ২০০০ বালকের মধ্য থেকে তাকে বিলি ইলিয়ট (২০০০) চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচন করা হয়। এতে তার চরিত্রটি হল ১১ বছর বয়সী বালকের যে তার কর্মজীবী বিপন্তীক বাবা ও বড় ভাইকে ঘৃণা করে ও ব্যালে নৃত্যকে তার পেশা হিসেবে বেছে নেয়।[২] এতে অভিনয় করে তিনি প্রসিদ্ধি অর্জন করেন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।[৩] ২০০০ সালে তিনি আইটিভির আইনি নাট্যধর্মী ধারাবাহিক ক্লোজ অ্যান্ড ট্রু-এ রবসন গ্রিন, জেমস বলাম ও সুজান জেমসনের সাথে অভিনয় করেন।

২০০৯ সালে ঘোষণা দেওয়া হয় যে বেল দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন চলচ্চিত্রে সিমন পেগ ও নিক ফ্রস্টের সাথে নাম ভূমিকায় অভিনয় করবেন।[৪] স্টিভেন স্পিলবার্গ পরিচালিত চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়।[৫][৬] একই বছর তিনি দ্য ইগল চলচ্চিত্রে এস্কা এবং জেন আইয়ার চলচ্চিত্রে সেন্ট জন রিভার্স চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে তিনি ফিলথ চলচ্চিত্রে জেমস ম্যাকঅ্যাভয়ের সাথে অভিনয় করেন। একই বছর তাকে স্নোপিয়ের্সার (২০১৩) চলচ্চিত্রে এডগার চরিত্রে দেখা যায়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ