জৈবনিক বিজ্ঞানসমূহের তালিকা

জীবন সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রসমূহ

জৈবনিক বিজ্ঞানসমূহ (Life sciences বা Biological sciences) বলতে বিজ্ঞানের সেইসব শাখাকে বোঝায় যেগুলিতে জীবনজীবদের (যেমন অণুজীব, উদ্ভিদ, প্রাণী, মানুষ) উপরে বৈজ্ঞানিক অধ্যয়ন ও গবেষণা সম্পাদন করা হয়। জৈবনিক বিজ্ঞানগুলি প্রাকৃতিক বিজ্ঞানের দুইটি প্রধান শাখার একটি গঠন করেছে। অপর শাখাটিতে রয়েছে ভৌত বিজ্ঞানগুলি, যেগুলিতে প্রাণহীন বা নির্জীব পদার্থ নিয়ে অধ্যয়ন করা হয়।

সংজ্ঞানুযায়ী জীববিজ্ঞান হল প্রধানতম জৈবনিক বিজ্ঞান, যাতে জীবন ও জীব নিয়ে অধ্যয়ন করা হয়। অন্যান্য জৈবনিক বিজ্ঞানগুলি জীববিজ্ঞানের শাখা-প্রশাখা।

কিছু কিছু জৈবনিক বিজ্ঞান একটি বিশেষ প্রকারের জীবের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। যেমন প্রাণীবিজ্ঞান হল প্রাণীদের অধ্যয়নের ক্ষেত্র, অন্যদিকে উদ্ভিদবিজ্ঞান হল উদ্ভিদসমূহের উপরে গবেষণার ক্ষেত্র। অন্যান্য কিছু জৈবনিক বিজ্ঞানে সব জীব কিংবা অনেক জীবের মধ্যে বিদ্যমান সাধারণ কোন দিক বা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে অধ্যয়ন করা হয়, যেমন অঙ্গসংস্থান বা বংশাণুবিজ্ঞান। কিছু কিছু জৈবনিক বিজ্ঞানে অতিক্ষুদ্র বা আণবিক মাপনীর বস্তু নিয়ে গবেষণা করা হয়, যেমন আণবিক জীববিজ্ঞান বা প্রাণরসায়ন। আবার অন্য কিছু জৈবনিক বিজ্ঞানে অপেক্ষাকৃত বৃহত্তর মাপের বস্তুর উপর আলোচনা করা হয়, যেমন কোষবিজ্ঞান, অনাক্রম্যবিজ্ঞান, প্রাণী-আচরণ বিজ্ঞান, ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান, বাস্তুবিজ্ঞান, ইত্যাদি। জৈবনিক বিজ্ঞানের আরেকটি প্রধান শাখা হল মনের প্রকৃতি অনুধাবন করা, যার একটি উদাহরণ হল স্নায়ুবিজ্ঞান

জৈবনিক বিজ্ঞানসমূহের আবিষ্কারগুলি মানুষের জীবনের মান উন্নয়নে সহায়তা করে। সুস্বাস্থ্য, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, ঔষধনির্মাণ শিল্প এবং খাদ্যবিজ্ঞান শিল্পে এদের প্রয়োগ রয়েছে।

নিচে জৈবনিক বিজ্ঞানসমূহের একটি বাংলা বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হল।

বাংলা বর্ণানুক্রমিক তালিকা

  • অঙ্গবিজ্ঞান (Organology)
  • অঙ্গসংস্থানবিজ্ঞান (Morphology)
  • অজীবজনি (জীবনের উৎস)(Abiogenesis)
  • অণুজীববিজ্ঞান (Microbiology)
  • অধিবংশাণুবিজ্ঞান(Epigenetics)
  • অনাক্রম্যবিজ্ঞান (Immunology)
  • অনুজনন বিজ্ঞান (Epigenetics)
  • অন্তঃক্ষরা বিজ্ঞান (Endocrinology)
  • অমেরুদণ্ডী প্রাণীবিজ্ঞান (Invertebrate zoology)
  • অম্ল-ক্ষারক শারীরবিজ্ঞান (Acid–base physiology‎ )
  • অরণ্য বাস্তুবিজ্ঞান (Forest ecology‎ )
  • অরণ্যচাষবিজ্ঞান (Silviculture)
  • অরণ্যবিজ্ঞান (Forestry)
  • অর্জিত জীববৈশিষ্ট্য বিজ্ঞান (Ctetology)
  • অর্থনৈতিক উদ্ভিদবিজ্ঞান (Economic botany)
  • অস্থি-পেশী-সন্ধিবিজ্ঞান (Osteomyoarthrology)
  • অস্থিবিজ্ঞান (Osteology)
  • অস্থিসন্ধিবিজ্ঞান (Arthrology)
  • আঘাতবিজ্ঞান (Traumatology)
  • আচরণীয় জীববিজ্ঞান (behavioural biology)
  • আচরণীয় বংশাণুবিজ্ঞান (Behavioural genetics)
  • আচরণীয় বাস্তুবিজ্ঞান (Behavioral ecology)
  • আচরণীয় স্নায়ুবিজ্ঞান (Behavioral neuroscience)
  • আণবিক অণুজীববিজ্ঞান (Molecular microbiology)
  • আণবিক উদ্ভিদবিজ্ঞান (Plant Molecular Biology)
  • আণবিক ঔষধবিজ্ঞান (Molecular Pharmacology)
  • আণবিক জীববিজ্ঞান(Molecular biology)
  • আণবিক জৈব পদার্থবিজ্ঞান (Molecular Biophysics)
  • আণবিক প্রাণরসায়ন (Molecular Biochemistry)
  • আণবিক বংশাণুবিজ্ঞান (Molecular genetics)
  • আণবিক বিষক্রিয়াবিজ্ঞান (Molecular Toxicology)
  • আণবিক ভাইরাসবিজ্ঞান (Molecular virology)
  • আণবিক রোগবিজ্ঞান (Molecular pathology)
  • আণবিক শারীরবিজ্ঞান (Molecular Physiology)
  • আণবিক স্নায়ুবিজ্ঞান (Molecular neuroscience )
  • আদালতি কীটপতঙ্গবিজ্ঞান (Forensic entomology)
  • আদালতি নৃবিজ্ঞান (Forensic anthropology‎ )
  • আদালতি বংশাণুবিজ্ঞান (Forensic genetics‎ )
  • আদালতি রোগবিজ্ঞান (Forensic pathology)
  • আদ্যপ্রাণীবিজ্ঞান (Protozoology)
  • আন্তরযন্ত্র বিজ্ঞান (Splanchnology)
  • আবির্ভাবকাল বিজ্ঞান (Phenology)
  • আলোক জীববিজ্ঞান (Photobiology)
  • উৎসেচকবিজ্ঞান (Enzymology)
  • উদ্ভিদ অঙ্গসংস্থানবিজ্ঞান (Plant morphology)
  • উদ্ভিদ জীবাশ্মবিজ্ঞান (Palaeobotany)
  • উদ্ভিদ প্রাণরসায়ন (Plant biochemistry)
  • উদ্ভিদ বংশাণুবিজ্ঞান (Plant genetics)
  • উদ্ভিদ বাস্তুবিজ্ঞান (Plant ecology)
  • উদ্ভিদ বিজ্ঞান (Plant biology)
  • উদ্ভিদ বিতরণ বিজ্ঞান (Floristics)
  • উদ্ভিদ বিবর্তন (Plant evolution)
  • উদ্ভিদ ভূগোলবিজ্ঞান (Phytogeography)
  • উদ্ভিদ রসায়ন (Phytochemistry)
  • উদ্ভিদ রোগবিজ্ঞান (phytopathology)
  • উদ্ভিদ রোগবিজ্ঞান (Plant pathology)
  • উদ্ভিদ শারীরবিজ্ঞান (Plant physiology)
  • উদ্ভিদ শারীরস্থান বিজ্ঞান (Plant anatomy)
  • উদ্ভিদ শ্রেণীবন্ধনবিজ্ঞান (Plant systematics)
  • উদ্ভিদ শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Plant taxonomy )
  • উদ্ভিদ সম্প্রদায় বিজ্ঞান (Phytosociology)
  • উদ্ভিদ সুপ্রজননবিজ্ঞান (Plant breeding)
  • উদ্ভিদকোষবিজ্ঞান (plant cell science)
  • উদ্ভিদবিজ্ঞান (Botany)
  • উদ্ভিদ-সদৃশ প্রাণীবিজ্ঞান (Zoophytology)
  • উদ্যানপালন বিজ্ঞান (Horticulture)
  • উভচরবিজ্ঞান (Batrachology)
  • ঔষধ বংশাণুবিজ্ঞান (Pharmacogenetics)
  • ঔষধনির্মাণ অণুজীববিজ্ঞান (Pharmaceutical microbiology)
  • ঔষধবিজ্ঞান (Pharmacology)
  • ঔষধীয় তেজস্ক্রিয় রসায়ন (Medicinal radiochemistry‎ )
  • ঔষধীয় রসায়ন (Medicinal chemistry‎ )
  • কচ্ছপবিজ্ঞান (Cheloniology)
  • কবচীবিজ্ঞান (Carcinology, Crustaceology)
  • কম্বোজবিজ্ঞান (Malacology)
  • কর্কটরোগ জীববিজ্ঞান (Cancer biology)
  • কর্কটরোগবিজ্ঞান (Cancer pathology‎ , Oncology)
  • কলা প্রকৌশল (Tissue engineering)
  • কলাবিজ্ঞান (Histology)
  • কলারসায়নশাস্ত্র (Histochemistry)
  • কলারোগবিজ্ঞান (Histopathology)
  • কলাস্থান(Histology )
  • কাঁটাগুল্মবিজ্ঞান (Batology)
  • কাল-জীববিজ্ঞান (Chronobiology)
  • কীটপতঙ্গ বিজ্ঞান (Entomology)
  • কৃত্রিম জীববিজ্ঞান(Synthetic biology )
  • কৃমিবিজ্ঞান (Helminthology)
  • কৃষি অণুজীববিজ্ঞান (Agricultural microbiology)
  • কৃষি-অরণ্যবিজ্ঞান (Agroforestry)
  • কৃষি-জীববিজ্ঞান (Agrobiology)
  • কৃষি-বাস্তুবিজ্ঞান (Agroecology)
  • কেলাসবিজ্ঞান (Crystallography‎ )
  • কেশবিজ্ঞান (Trichology)
  • কোয়ান্টাম জীববিজ্ঞান (Quantum biology)
  • কোষ শারীরবিজ্ঞান (Cell Physiology)
  • কোষ শারীরস্থান বিজ্ঞান (Cell anatomy)
  • কোষকেন্দ্রবিজ্ঞান (Karyology)
  • কোষবিজ্ঞান (Cell biology, Cellular biology, Cytology)
  • কোষীয় অণুজীববিজ্ঞান (Cellular microbiology)
  • কোষীয় প্রাণীবিজ্ঞান (cell zoology)
  • কোষীয় বংশগতিবিজ্ঞান(Cellular )
  • কোষীয় বংশাণুবিজ্ঞান (Cytogenetics)
  • কোষীয় রোগবিজ্ঞান (Cytopathology‎ )
  • কোষীয় শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Cytotaxonomy)
  • কোষীয় স্নায়ুবিজ্ঞান (Cellular neuroscience)
  • ক্ষুদ্রাণুসমগ্র বিজ্ঞান (Metabolomics)
  • খাদ্য অণুজীববিজ্ঞান (Food microbiology)
  • খাদ্য বিজ্ঞান (Food science)
  • খাদ্য রসায়ন (Food chemistry‎ )
  • খাদ্যসেবা ব্যবস্থা প্রশাসন (Foodservice Systems Administration/Management)
  • খুলিবিজ্ঞান (Craniology)
  • গঠনবিকৃতিবিজ্ঞান(Teratology )
  • পরিগণনামূলক জাতিজনিবিজ্ঞান (Computational phylogenetics‎ )
  • পরিগণনামূলক জীববিজ্ঞান (Computational biology)
  • পরিগণনামূলক শারীরস্থান (Computational anatomy‎ )
  • পরিগণনামূলক স্নায়ুবিজ্ঞান (Computational neuroscience)
  • গাঁজনবিজ্ঞান (Zymology)
  • গাণিতিক জীববিজ্ঞান (Mathematical biology)
  • গুপ্তপ্রাণীবিজ্ঞান (Cryptozoology‎ )
  • গুবরেপোকা বিজ্ঞান (Coleopterology)
  • গোলকৃমিবিজ্ঞান (Aschelitinthology)
  • গোলকৃমিবিজ্ঞান (Nematology)
  • গোলাপবিজ্ঞান (Rhodology)
  • ঘাসফড়িংবিজ্ঞান (Orthopterology)
  • চক্ষু শারীরস্থান (Eye anatomy‎ )
  • চক্ষুবিজ্ঞান (Ophthalmology)
  • চর্ম শারীরবিজ্ঞান (Skin physiology‎ )
  • চর্মবিজ্ঞান (Dermatology)
  • চর্মরোগবিজ্ঞান (Dermatopathology)
  • চর্মসংরক্ষণ বিজ্ঞান (Taxi dermatology)
  • চিকিৎসা অণুজীববিজ্ঞান (Medical microbiology)
  • চিকিৎসা প্রাণরসায়ন (medical biochemistry)
  • চিকিৎসা বংশাণুবিজ্ঞান (Medical Genetics)
  • চিকিৎসাবিজ্ঞান (Medicine‎ )
  • চ্যাপ্টা কৃমি বিজ্ঞান (Platyhelminthology)
  • চ্যাপ্টাদেহী মৎস্যবিজ্ঞান (Torpedology)
  • ছত্রাক অঙ্গসংস্থান ও শারীরস্থান (Fungal morphology and anatomy‎ )
  • ছত্রাকবিজ্ঞান (Mycology)
  • জনন জীববিজ্ঞান (Reproductive biology)
  • জনন বাস্তুবিজ্ঞান (Reproductive ecology‎ )
  • জনসমষ্টি জীববিজ্ঞান (Population biology)
  • জনসমষ্টি বংশাণুবিজ্ঞান (Population genetics)
  • জনসমষ্টি বাস্তুবিজ্ঞান (population ecology)
  • জরাবিজ্ঞান (Geriatrics)
  • জলজ জীববিজ্ঞান (Aquatic Biology)
  • জলজ বাস্তুবিজ্ঞান (Aquatic ecology‎ )
  • জলবাহিত জীবকণাবিজ্ঞান (Planktology)
  • জলীয় অণুজীববিজ্ঞান (Water microbiology)
  • জাতি-উদ্ভিদবিজ্ঞান (Ethnobotany)
  • জাতিজনিবিজ্ঞান (Phylogenetics)
  • জাতি-জীববিজ্ঞান (Ethnobiology)
  • জাতি-প্রাণীবিজ্ঞান (Ethnozoology)
  • জাতি-বাস্তুবিজ্ঞান (Ethnoecology)
  • জাতিবিজ্ঞান (Ethnology)
  • জাতিভূগোল বিজ্ঞান (Phylogeography)
  • জীব-ইতিহাস(Biohistory )
  • জীববিজ্ঞান (Biology)
  • জীববৈচিত্র্য সংরক্ষণ (biodiversity conservation)
  • জীববৈজ্ঞানিক নৃবিজ্ঞান (Biological anthropology)
  • শ্রেণিবিন্যাসবিজ্ঞান(Biological classification )
  • জীববৈজ্ঞানিক শ্রেণীবদ্ধবিজ্ঞান (Biological Systematics)
  • জীববৈজ্ঞানিক সমুদ্রবিজ্ঞান (Biological Oceanography)
  • জীব-ভূগোল (Biogeography)
  • জীবমিতি (Biometrics, Biometry)
  • জীবসঙ্গীতবিজ্ঞান (Biomusicology)
  • জীবসদৃশ ইলেকট্রনীয় যন্ত্রকৌশল (Biomechatronics)
  • জীব-সদৃশ যন্ত্রকৌশল (Bionics‎ )
  • জীবসম্প্রদায় বাস্তুবিজ্ঞান (Synecology)
  • জীবাণু ও সুকেন্দ্রিক বংশাণুবিজ্ঞান (Microbial and Eukaryotic Genetics)
  • জীবাণু কোষবিজ্ঞান (Microbial cytology)
  • জীবাণু জনসমষ্টি জীববিজ্ঞান (Microbial population biology‎ )
  • জীবাণু বংশাণুবিজ্ঞান (Microbial genetics)
  • জীবাণু বাস্তুবিজ্ঞান (Microbial ecology)
  • জীবাণু শারীরবিজ্ঞান (Microbial physiology)
  • জীবাণু শ্রেণীবন্ধনবিজ্ঞান (Microbial systematics)
  • জীবাণু শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Microbial taxonomy)
  • জীবাণুভিত্তিক জৈবপ্রযুক্তি (Microbial biotechnology)
  • জীবাশ্ম পদচিহ্নবিজ্ঞান (Ichnology)
  • জীবাশ্ম রোগবিজ্ঞান (Paleopathology)
  • জীবাশ্মবিজ্ঞান (Paleontology)
  • জৈব অজৈব রসায়ন (Bioinorganic chemistry‎ )
  • জৈব অণু বিজ্ঞান (biomolecular science)
  • জৈব ঔষধ প্রকৌশল (Pharming)
  • জৈব গণিত (Biomathematics)
  • জৈব চিকিৎসাবিজ্ঞান (Biomedicine‎, Biomedical science)
  • জৈব তথ্যবিজ্ঞান (Bioinformatics)
  • জৈব পদার্থবিজ্ঞান (Biophysics)
  • জৈব পরিসংখ্যান(Biostatistics)
  • জৈব প্রকৌশল (Bioengineering)
  • জৈব প্রযুক্তি (Biotechnology)
  • জৈব বলবিজ্ঞান (Biomechanics)
  • জৈব ভূগোল(Biogeography)
  • জৈব মনোবিজ্ঞান (Biopsychology)
  • জৈব রসায়ন (Organic chemistry)
  • জৈব-বার্ধক্যবিজ্ঞান (Biogerontology‎ )
  • জৈব-বৈদ্যুতিক চৌম্বকবিজ্ঞান (Bioelectromagnetics‎ )
  • জৈব-বৈদ্যুতিক রসায়ন (Bioelectrochemistry‎ )
  • জৈবরাসায়নিক শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Chemotaxonomy / biochemical systematics)
  • ঝিল্লি জীববিজ্ঞান (Membrane biology‎ )
  • টিকটিকি বিজ্ঞান (Saurology)
  • তন্ত্র জীববিজ্ঞান(Systems biology)
  • তরুণাস্থিবিজ্ঞান (Chondriology)
  • তাত্ত্বিক জীববিজ্ঞান (Theoretical Biology)
  • তাত্ত্বিক বাস্তুবিজ্ঞান (Theoretical ecology‎ )
  • তারকাগোত্রীয় উদ্ভিদবিজ্ঞান (Synantherology)
  • তিমিবর্গীয় প্রাণীবিজ্ঞান (Cetology)
  • তুলনামূলক রোগবিজ্ঞান (comparative pathology)
  • তুলনামূলক শারীরস্থান বিজ্ঞান (Comparative anatomy)
  • তৃণবিজ্ঞান (Agrostology)
  • দন্ত ও মাড়িবিজ্ঞান (Odontology)
  • দৃষ্টি বিজ্ঞান (Vision Science)
  • দ্বিতীয়মুখ প্রাণীবিজ্ঞান (Deuterostome zoology‎ )
  • দ্বৈপ বাস্তুবিজ্ঞান (Insular ecology‎ )
  • নবজাতকবিজ্ঞান (Neonatology)
  • নব-জীববিজ্ঞান(Neontology )
  • নভো অণুজীববিজ্ঞান (Astro microbiology)
  • নভোউদ্ভিদবিজ্ঞান (Astrobotany)
  • নভোজীববিজ্ঞান(Astrobiology)
  • নাসাবিজ্ঞান (Rainology)
  • নাসিকা-কর্ণ-স্বরযন্ত্র বিজ্ঞান (Otorhinolaryngology)
  • নিডারিয়া জীববিজ্ঞান (Cnidarian biology‎ )
  • নিডারিয়াবিজ্ঞান (Cnidology)
  • নিদানবিজ্ঞান (Etiology)
  • নিদ্রা শারীরবিজ্ঞান (Sleep physiology‎ )
  • নিদ্রাবিজ্ঞান (Hypnology)
  • নীড়বিজ্ঞান (Nidology)
  • নৃ-প্রাণীবিজ্ঞান (Anthrozoology)
  • নৃ-মিতি (Anthropometry‎ )
  • ন্যানো অণুজীববিজ্ঞান (Nano microbiology)
  • ন্যানো জৈবপ্রযুক্তি (Nanobiotechnology)
  • পক্ষীডিম্ববিজ্ঞান (Oology)
  • পক্ষীবিজ্ঞান (Ornithology)
  • পথ্যবিজ্ঞান (Dietetics, Sitology)
  • পরজীবীবিজ্ঞান (Parasitology)
  • পরাগ ও রেণুবিজ্ঞান (Palynology)
  • পরিগণনামূলক জীববিজ্ঞান(Computational biology)
  • পরিবেশ অণুজীববিজ্ঞান (Environmental microbiology)
  • পরিবেশ জীববিজ্ঞান (Environmental Biology)
  • পরিবেশ বিষক্রিয়াবিজ্ঞান (Environmental Toxicology)
  • পরিসংখ্যানিক বংশাণুবিজ্ঞান (Statistical genetics‎ )
  • পরীক্ষামূলক রোগবিজ্ঞান (experimental pathology)
  • পশুচিকিৎসা অণুজীববিজ্ঞান (Veterinary microbiology)
  • পায়ুমলাশয়বিজ্ঞান (Proctology)
  • পার্বত্য বাস্তুবিজ্ঞান (Montane ecology‎ )
  • পিপীলিকাবিজ্ঞান (Myrmecology)
  • পুনরুৎপাদনী জৈবচিকিৎসাবিজ্ঞান (Regenerative biomedicine‎ )
  • পুরাজীববিজ্ঞান (Paleobiology)
  • পুরা-নৃবিজ্ঞান (Paleoanthropology)
  • পুষ্টিবিজ্ঞান(Nutritional science, Nutrition, Trophology)
  • পুষ্প উদ্ভিদ চাষ (Floriculture)
  • পুষ্পবিজ্ঞান (Anthology)
  • পূর্বজাতীয় সম্পর্কমূলক শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Cladistics)
  • পূর্বাভাসমূলক অণুজীববিজ্ঞান (Predictive microbiology)
  • পেশীচালনা বিজ্ঞান (Kinesiology)
  • পেশীবিজ্ঞান (Sarcology)
  • প্রজাতিবিজ্ঞান (Speciology)
  • প্রতিলিপিসমগ্র বিজ্ঞান (transcriptomics)
  • প্রথম-মুখ জীববিজ্ঞান (Protostome biology‎ )
  • প্রাইমেট বিজ্ঞান (Primatology)
  • প্রাককেন্দ্রিক জীবের শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Prokaryotes taxonomy‎ )
  • প্রাণরসায়ন(Biochemistry)
  • প্রাণী আচরণ বিজ্ঞান (Ethology)
  • প্রাণী ঔষধবিজ্ঞান (Animal pharmacology)
  • প্রাণী জীবাশ্মবিজ্ঞান (Palaeozoology)
  • প্রাণী বংশাণুবিজ্ঞান (Animal Genetics)
  • প্রাণী বংশাণুসমগ্র বিজ্ঞান (Animal Genomics)
  • প্রাণী বাস্তুবিজ্ঞান (Animal ecology‎ )
  • প্রাণী বিকাশমূলক জীববিজ্ঞান (Animal developmental biology‎ )
  • প্রাণী ব্যবচ্ছেদ বিজ্ঞান (Zootomy)
  • প্রাণী যোগাযোগ বিজ্ঞান (Zoosemiotics)
  • প্রাণী যোগাযোগ (Animal communication)
  • প্রাণী রোগবিজ্ঞান (Animal pathology)
  • প্রাণী শারীরবিজ্ঞান (Animal physiology)
  • প্রাণী শারীরস্থান (Animal anatomy‎ )
  • প্রাণী শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Animal taxonomy‎ )
  • প্রাণীপ্রত্নবিজ্ঞান (Zooarchaeology)
  • প্রাণীবিজ্ঞান(Zoology)
  • প্রাণীভূগোল (Zoogeography)
  • প্রোটিনসমগ্র বিজ্ঞান (Proteomics)
  • প্রোটিস্টবিজ্ঞান (Protistology)
  • ফলবিজ্ঞান (Pomology)
  • ফলিত অণুজীববিজ্ঞান (applied microbiology)
  • ফলিত উদ্ভিদবিজ্ঞান (applied botany)
  • ফলিত জীববিজ্ঞান (applied biology)
  • ফলিত প্রাণীবিজ্ঞান (applied zoology)
  • ফলিত বংশাণুবিজ্ঞান (Applied genetics‎ )
  • ফার্নবর্গীয় উদ্ভিদবিজ্ঞান (Pteridology)
  • বংশাণু প্রকৌশল (genetic engineering)
  • বংশাণু স্থানান্তর বিজ্ঞান (Transgenics)
  • বংশাণুবিজ্ঞান (Genetics)
  • বংশাণুভিত্তিক কুলজিবিজ্ঞান (Genetic genealogy‎ )
  • বংশাণুভিত্তিক রোগবিস্তারবিজ্ঞান (Genetic epidemiology‎ )
  • বংশাণুসমগ্রবিজ্ঞান (Genomics)
  • বণ্যপ্রাণী জীববিজ্ঞান (Wildlife Biology)
  • বন্ধনীবিজ্ঞান (Syndesmology)
  • বর্ণবিজ্ঞান (Chromatology)
  • বহুপদীবিজ্ঞান (Myriapodology)
  • বাক রোগবিজ্ঞান (speech pathology)
  • বায়ুবাহিত অণুজীববিজ্ঞান (Aeromicrobiology)
  • বায়ুবাহিত জীববিজ্ঞান (Aerobiology)
  • বার্ধক্যবিজ্ঞান (Gerontology)
  • বাস্তু জীববিজ্ঞান (Ecobiology)
  • বাস্তুবিজ্ঞান (Ecology)
  • বাস্তুবিষক্রিয়াবিজ্ঞান (ecotoxicology)
  • বাস্তুবৈজ্ঞানিক অর্থশাস্ত্র (Ecological economics‎ )
  • বাস্তুবৈজ্ঞানিক বংশাণুবিজ্ঞান (Ecological genetics‎ )
  • বাস্তুসংস্থানবিজ্ঞান(Ecology )
  • বাহ্যসত্তা বিজ্ঞান (Phenomics‎ )
  • বিকাশমূলক জীববিজ্ঞান (Developmental biology)
  • বিকাশমূলক স্নায়ুবিজ্ঞান (Developmental neuroscience)
  • বিকিরণ জীববিজ্ঞান (Actinobiology, Radiation Biology, Radiobiology)
  • বিপাকীয় প্রাণরসায়ন (metabolic biochemistry)
  • বিবর্তন (Evolution)
  • বিবর্তনমূলক জীববিজ্ঞান(Evolutionary Biology )
  • বিবর্তনীয় অণুজীববিজ্ঞান (Evolutionary microbiology)
  • বিবর্তনীয় গতিবিজ্ঞান (Evolutionary dynamics‎ )
  • বিবর্তনীয় জীববিজ্ঞান (Evolutionary biology)
  • বিবর্তনীয় বাস্তুবিজ্ঞান (Evolutionary ecology‎ )
  • বিবর্তনীয় বিকাশমূলক উদ্ভিদবিজ্ঞান (Plant evolutionary developmental biology)
  • বিবর্তনীয় বিকাশমূলক জীববিজ্ঞান (Evolutionary developmental biology)
  • বিবর্তনীয় মনোবিজ্ঞান (Evolutionary psychology)
  • বিবর্তনীয় শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Evolutionary taxonomy)
  • বিবর্তনীয় স্নায়ুবিজ্ঞান (Evolutionary neuroscience‎ )
  • বির্বতনীয় ক্রীড়া তত্ত্ব (Evolutionary game theory‎ )
  • বিষক্রিয়া বিজ্ঞান (Toxicology)
  • বিষক্রিয়াবিজ্ঞান( Toxicology)
  • বিষম জীববিজ্ঞান (Xenobiology)
  • বীজবিজ্ঞান (Spermology)
  • বৃক্কবিজ্ঞান (Nephrology)
  • বৃক্কীয় শারীরবিজ্ঞান (Renal physiology‎ )
  • বৃক্ষ ও গুল্মবিজ্ঞান (Dendrology)
  • বৃক্ষকালানুক্রম বিজ্ঞান (Dendrochronology)
  • বৃক্ষচাষবিজ্ঞান (Arboriculture)
  • বৈদ্যুতিক শারীরবিজ্ঞান (Electrophysiology‎ )
  • ব্যাকটেরিয়া বিজ্ঞান (Bacteriology)
  • ব্যাকটেরিয়ার বংশাণুবিজ্ঞান (Bacterial genetics‎ )
  • ভক্ষণভিত্তিক বাস্তুবিজ্ঞান (Trophic ecology‎ )
  • ভাইরাস পদার্থবিজ্ঞান(Virophysics )
  • ভাইরাস বিজ্ঞান (Virology)
  • ভাইরাস শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Virus taxonomy‎ )
  • ভাইরাসবিজ্ঞান(Virology)
  • ভূ-অণুজীববিজ্ঞান (Geomicrobiology)
  • ভূ-উদ্ভিদবিজ্ঞান (Geobotany)
  • ভূ-জীববিজ্ঞান (Geobiology‎ )
  • ভূদৃশ্য বাস্তুবিজ্ঞান (Landscape ecology)
  • ভেষজ ঔষধবিজ্ঞান (Pharmacognosy)
  • ভোজ্য উদ্ভিদপালন বিজ্ঞান (Olericulture)
  • ভ্রূণ গঠন-বিকৃতি বিজ্ঞান (Teratology)
  • ভ্রূণজনিবিজ্ঞান (Ontogeny)
  • ভ্রূণবিজ্ঞান (Embryology)
  • ভ্রূণীয় অঙ্গবিকাশ বিজ্ঞান (Organocology)
  • মৎস্যপালন বিজ্ঞান (Fisheries science, Pisciculture‎ )
  • মৎস্যবিজ্ঞান (Ichthyology)
  • মনোজীববিজ্ঞান (Psychobiology)
  • মসবর্গীয় উদ্ভিদবিজ্ঞান (Bryology)
  • মসবর্গীয় প্রাণীবিজ্ঞান (Bryozoology‎ )
  • মস্তকপদী বিজ্ঞান (Teuthology)
  • মস্তিষ্ক শারীরস্থান (Brain anatomy‎ )
  • মহাকাশ জীববিজ্ঞান (Exobiology)
  • মাইটোকন্ড্রিয়া বংশাণুবিজ্ঞান (Mitochondrial genetics‎ )
  • মাকড়সা-বর্গীয় কীটবিজ্ঞান (Arachnology)
  • মাকড়সাবিজ্ঞান (Araneology)
  • মানব আচরণীয় বাস্তুবিজ্ঞান (Human behavioral ecology)
  • মানব ঔষধবিজ্ঞান (Human pharmacology)
  • মানব জনসমষ্টিমূলক বংশাণুবিজ্ঞান (Human population genetics‎ )
  • মানব জীববিজ্ঞান (Human biology)
  • মানব বংশাণুবিজ্ঞান (human genetics)
  • মানব বংশাণুসমগ্র বিজ্ঞান (Human Genomics)
  • মানব বাস্তুবিজ্ঞান (Human ecology)
  • মানব মাইটোকন্ড্রিয়াজাত বংশাণুবিজ্ঞান (Human mitochondrial genetics‎ )
  • মানব রোগবিজ্ঞান (Human pathology)
  • মানব শারীরবিজ্ঞান (Human physiology)
  • মানব শারীরস্থান বিজ্ঞান (Human anatomy)
  • মানব সৌন্দর্য বিজ্ঞান (Kalology)
  • মিঠাপানির জীববিজ্ঞান (Freshwater biology, Limnology)
  • মিঠাপানির বাস্তুবিজ্ঞান (Freshwater ecology‎ )
  • মুখবিজ্ঞান (Stomatology)
  • মূত্রবিজ্ঞান (Urology)
  • মৃত্তিকা অণুজীববিজ্ঞান (Soil microbiology)
  • মৃত্তিকা গঠন বিজ্ঞান (Pedology)
  • মৃত্তিকা জীববিজ্ঞান (Soil biology‎ )
  • মৃত্তিকা প্রাণীবিজ্ঞান (Soil zoology)
  • মেরুদণ্ডী প্রাণীবিজ্ঞান (Vertebrate zoology)
  • মৌখিক রোগবিজ্ঞান (oral pathology)
  • মৌমাছি চাষ বিজ্ঞান (Apiculture)
  • মৌমাছিবিজ্ঞান (Apiology, Melittology)
  • যকৃৎবিজ্ঞান (Hepatology)
  • যৌন শারীরস্থান (Sexual anatomy‎ )
  • রক্তবাহবিজ্ঞান (Angiology)
  • রক্তবিজ্ঞান (Hematology)
  • রক্তরসবিজ্ঞান (Serology)
  • রক্তরোগবিজ্ঞান (Hematopathology)
  • রঞ্জকবিজ্ঞান (Melanology)
  • রাসায়নিক জীববিজ্ঞান (Chemical biology)
  • রাসায়নিক বাস্তুবিজ্ঞান (Chemical ecology‎ )
  • রাসায়নিক রোগবিজ্ঞান (Chemical pathology‎ )
  • রাস্নাগোত্রীয় উদ্ভিদবিজ্ঞান (Orchidology)
  • রেশমচাষ (Sericulture)
  • রোগ শ্রেণিবিন্যাস বিজ্ঞান (Nosology)
  • রোগবিজ্ঞান(Pathology )
  • রোগবিস্তার বিজ্ঞান (Epidemiology)
  • রোগ-শারীরবিজ্ঞান (Pathophysiology‎ )
  • রোগীসংশ্লিষ্ট বংশাণুবিজ্ঞান (Clinical genetics)
  • রোগীসংশ্লিষ্ট রোগবিজ্ঞান (Clinical pathology)
  • লসিকা রোগবিজ্ঞান (Lymphatic pathology‎ )
  • লাইকেনবিজ্ঞান (Lichenology)
  • লিনীয় শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Linnaean taxonomy)
  • শঙ্খবিজ্ঞান (Conchology)
  • শরীরচর্চা শারীরবিজ্ঞান (Exercise physiology)
  • শর্করা জীববিজ্ঞান (Glycobiology‎ )
  • শল্কপক্ষ পতঙ্গবিজ্ঞান (Lepidopterology)
  • শল্য রোগবিজ্ঞান (surgical pathology)
  • শস্যবিজ্ঞান (Agronomy)
  • শারীরবিজ্ঞান / শারীরবৃত্ত(Physiology)
  • শারীরবৈজ্ঞানিক আলোকবিজ্ঞান (Physiological Optics)
  • শারীরবৈজ্ঞানিক বাস্তুবিজ্ঞান (Physiological ecology)
  • শারীরস্থান / শারীরস্থানবিজ্ঞান (Anatomy )
  • শারীরস্থানীয় রোগবিজ্ঞান (Anatomical pathology)
  • শিল্প অণুজীববিজ্ঞান (Industrial microbiology)
  • শূককীটবিজ্ঞান (Paedology)
  • শৈবাল শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Algal taxonomy‎ )
  • শৈবালবিজ্ঞান (Phycology)
  • শ্বাসযন্ত্রীয় শারীরস্থান (Respiratory physiology‎ )
  • শ্রেণীবদ্ধবিজ্ঞান (Systematics)
  • শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Taxonomy)
  • শ্রেণিবিন্যাসমিতি (Taximetrics / numerical taxonomy)
  • সংজ্ঞানাত্মক জীববিজ্ঞান (Cognitive biology)
  • সংজ্ঞানাত্মক স্নায়ুবিজ্ঞান (Cognitive neuroscience)
  • সংরক্ষণ জীববিজ্ঞান(Conservation biology )
  • সংরক্ষণমূলক জীববিজ্ঞান (Conservation biology)
  • সংস্থান অণুজীববিজ্ঞান (Systems microbiology)
  • সংস্থান জীববিজ্ঞান (Systems biology)
  • সংস্থান বাস্তুবিজ্ঞান (Systems ecology‎ )
  • সংস্থান স্নায়ুবিজ্ঞান (Systems neuroscience)
  • সন্ধিপদী বিজ্ঞান (Arthropodology)
  • সমভূমি বাস্তুবিজ্ঞান (Plains ecology‎ )
  • সমাজ-জীববিজ্ঞান (Sociobiology)
  • সমুদ্রশৈবালবিজ্ঞান (Algology, Phycology)
  • সম্প্রদায় বাস্তুবিজ্ঞান (community ecology)
  • সরীসৃপবিজ্ঞান (Herpetology)
  • সর্পবিজ্ঞান (Sepentology )
  • সাংগঠনিক অঙ্গসংস্থানবিজ্ঞান (Tectology)
  • সাংগঠনিক জীবতথ্যবিজ্ঞান (Structural bioinformatics‎ )
  • সাংগঠনিক জীববিজ্ঞান (Structural Biology)
  • সাংস্থানিক জীববিজ্ঞান (Systematic Biology)
  • সামঞ্জস্য বিধায়ক বাস্তুবিজ্ঞান (Reconciliation ecology)
  • সামুদ্রিক উদ্ভিদবিজ্ঞান (Marine botany)
  • সামুদ্রিক জীববিজ্ঞান (Marine biology)
  • সামুদ্রিক প্রাণীবিজ্ঞান (Marine zoology)
  • সুকেন্দ্রিক জীবের অঙ্গসংস্থান (Eukaryote morphology‎ )
  • সুকেন্দ্রিক জীবের অণুজীববিজ্ঞান (Eukaryotic microbiology‎ )
  • সুকেন্দ্রিক জীবের বংশাণুবিজ্ঞান (Eukaryote genetics‎ )
  • সুকেন্দ্রিক জীবের শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Eukaryote taxonomy‎ )
  • সুজীবনবিজ্ঞান (Euthenics)
  • সুপ্রজননবিজ্ঞান (Eugenics)
  • সুবহির্বিজ্ঞান (Euphenics)
  • স্তনবিজ্ঞান (Mastology)
  • স্তন্যপায়ী বিজ্ঞান (Mammalogy)
  • স্ত্রীরোগবিজ্ঞান (Gynaecology)
  • স্নায়বিক অনাক্রম্যবিজ্ঞান (Neuroimmunology)
  • স্নায়বিক অন্তঃক্ষরাবিজ্ঞান (Neuroendocrinology)
  • স্নায়বিক ঔষধবিজ্ঞান (Neuropharmacology)
  • স্নায়বিক কলাবিজ্ঞান (Neurohistology‎ )
  • স্নায়বিক জীববিজ্ঞান (Neurobiology)
  • স্নায়বিক তথ্যবিজ্ঞান (Neuroinformatics‎ )
  • স্নায়বিক পদার্থবিজ্ঞান (Neurophysics)
  • স্নায়বিক প্রকৌশল (Neural engineering‎ )
  • স্নায়বিক প্রাণী আচরণ বিজ্ঞান (Neuroethology)
  • স্নায়বিক মনোবিজ্ঞান (Neuropsychology)
  • স্নায়বিক শারীরবিজ্ঞান (Neurophysiology)
  • স্নায়বিক শারীরস্থান (Neuroanatomy)
  • স্নায়ু অর্থশাস্ত্র (Neuroeconomics‎ )
  • স্নায়ু রসায়ন (Neurochemistry‎ )
  • স্নায়ুবিজ্ঞান(Neuroscience )
  • স্নায়ুবিজ্ঞান (Neuroscience)
  • স্নায়ু-ভাষাবিজ্ঞান (Neurolinguistics‎ )
  • স্নায়ুচিকিৎসাবিজ্ঞান (Neurology)
  • স্নায়ুরোগবিজ্ঞান (Neuropathology‎ )
  • স্নেহপদার্থবিজ্ঞান (Lipidology)
  • স্পঞ্জ জীববিজ্ঞান (Sponge biology‎ )
  • স্পঞ্জবিজ্ঞান (Parazoology)
  • স্বপ্নবিজ্ঞান (Oneirology)
  • স্বাদুপানি জীববিজ্ঞান(Freshwater biology )
  • হাঁস-মুরগী পালন বিজ্ঞান (Poultry)
  • হিম-জীববিজ্ঞান (Cryobiology)
  • হৃৎ-রক্তসংবহন বিজ্ঞান (Cardiovascular Science)
  • হৃৎ-রক্তসংবহন শারীরবিজ্ঞান (Cardiovascular physiology‎ )
  • হৃদবিজ্ঞান (Cardiology)
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ