ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মহানগর এলাকাকে সেবাদানকারী বিমানবন্দর

ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর (ইংরেজি: Washington Dulles International Airport, (আইএটিএ: IAD, আইসিএও: KIAD, এফএএ এলআইডি: IAD)), যাকে সচরাচর ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর, ডালেস বিমানবন্দর, ওয়াশিংটন ডালেস বা শুধুই ডালেস নামে ডাকা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-আটলান্টিক অঞ্চলের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লাউডন কাউন্টি ও ফেয়ারফ্যাক্স কাউন্টিতে,[৪] মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রাজধানী ওয়াশিংটন ডি.সি.-র নগরকেন্দ্র থেকে ২৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।[৫]

ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর
গোধূলির আলোয় ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনাল, আগস্ট ২০১১
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসরকারি
পরিচালকমেট্রোপলিটান ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি
পরিষেবাপ্রাপ্ত এলাকাওয়াশিংটন ডি.সি. মহানগর এলাকা
অবস্থানডালেস, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
চালু১৭ নভেম্বর ১৯৬২; ৬১ বছর আগে (1962-11-17)
যে হাবের জন্য
  • সাদার্ন এয়ারওয়েজ এক্সপ্রেস[১]
  • ইউনাইটেড এয়ারলাইনস
এএমএসএল উচ্চতা৩১৩ ফুট / ৯৫ মিটার
স্থানাঙ্ক৩৮°৫৬′৪০″ উত্তর ০৭৭°২৭′২১″ পশ্চিম / ৩৮.৯৪৪৪৪° উত্তর ৭৭.৪৫৫৮৩° পশ্চিম / 38.94444; -77.45583
ওয়েবসাইটwww.flydulles.com
মানচিত্র
এফএএ বিমানবন্দর নকশা
এফএএ বিমানবন্দর নকশা
মানচিত্র
রানওয়ে
দিকদৈর্ঘ্যপৃষ্ঠতল
ফুটমি
01L/19R৯,৪০০২,৮৬৫কংক্রিট
01C/19C১১,৫০০৩,৫০৫কংক্রিট
01R/19L১১,৫০০৩,৫০৫কংক্রিট
12/30১০,৫০১৩,২০১কংক্রিট
12R/30L১০,৫০০৩,২০০পরিকল্পনাধীন
পরিসংখ্যান (২০২২)
মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকার
বিমান পরিচালনা কর্ম232,972
মোট যাত্রী21,376,896
মোট মালামাল (টন)226,096
উৎস: ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন,[২] যাত্রী গমনাগমন[৩]

১৯৬২ সালে উন্মুক্ত এই বিমানবন্দরটিকে স্নায়ুযুদ্ধকালীন প্রভাবশালী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেসের নামে নামকরণ করা হয়েছে।[৬][৭] বিমানবন্দরটির মূল টার্মিনালটি একটি সুপরিচিত গুরুত্বপূর্ণ স্থাপনা, যা ফিনিশ-মার্কিন স্থপতি এরো সারিনেন নকশা করেন (এর আগে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের টিডব্লিউএ ফ্লাইট সেন্টারটির নকশা করেছিলেন)। বিমানবন্দরটির পরিচালনার দায়িত্বে আছে মেট্রোপলিটান ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি ("ওয়াশিংটন মহানগর বিমানবন্দরসমূহের কর্তৃপক্ষ")। বিমানবন্দরটি প্রায় ১৩ হাজার একর জমির উপরে দাঁড়িয়ে আছে।[২][৮][৯]}} এটি জমির আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪র্থ বৃহত্তম বিমানবন্দর (ডেনভার, ডালাস ও দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডা বিমানবন্দরগুলির পরে)। বিমানবন্দরের সিংহভাগই লাউডন কাউন্টির ডালেস লোকালয়ের অধীনে পড়েছে, এবং ছোট একটি অংশ ফেয়ারফ্যাক্স কাউন্টির শ্যান্টিলি লোকালয়ে পড়েছে।

ওয়াশিংটন-বাল্টিমোর মহানগর এলাকাকে বিমানসেবা প্রদানকারী তিনটি প্রধান বিমানবন্দরের মধ্যে একটি হল ডালেস বিমানবন্দর। অন্য দুইটি হল রোনাল্ড রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২১ সালের হিসাব অনুযায়ী এটি ওয়াশিংটন-বাল্টিমোর এলাকার ২য় ব্যস্ততম এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম বৃহত্তম বিমানবন্দর।[১০] ওয়াশিংটন-বাল্টিমোর এলাকায় বিদেশ থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রায় ৯০% এই বিমানবন্দরটি দিয়ে প্রবেশ করে। নিউ ইয়র্ক মহানগর এলাকার পরে এটিই সর্বোচ্চ এরূপ সংখ্যা।[১১] ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর ২ কোটিরও বেশি যাত্রী এখান থেকে বিমানে চড়েন।[১২][১৩] প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী ১৩৯টি আন্তর্জাতিক গন্তব্যস্থলের উদ্দেশ্যে ও উৎসস্থল থেকে যাওয়া-আসা করেন।[১২][১৪][১৫]

রেগান জাতীয় বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডালেসের অভ্যন্তরীণ বিমানযাত্রাপথের সংখ্যা কমে গেছে।[১০] ২০১৯ সালে ডালেস বিমানবন্দর বিমানে আরোহণকারী যাত্রীর সংখ্যার নিরিখে রেগান বিমানবন্দরকে ছাড়িয়ে যায়।[১৬] এর আগে ২০১৮ সালে ডালেস বিমানবন্দর রেগান বিমানবন্দরকে বাৎসরিক যাত্রীসংখ্যাতেও ছাড়িয়ে যায়।[১৭] তবে এটি এখনও বাল্টিমোর-ওয়াশিংটন বিমানবন্দরের তুলনায় বাৎসরিক যাত্রীসংখ্যায় পিছিয়ে আছে।[১৮]

ডালেস বিমানবন্দরটি ইউনাইটেড এয়ারলাইনস নামক বিমান সংস্থার একটি দুর্গকেন্দ্র (ফোরট্রেস হাব)। সংস্থাটির সাথে অন্যান্য যেসব বিমান সংস্থার সংকেত অংশিদারী চুক্তি আছে, তারাও এটি ব্যবহার করে, যাদের বেশিরভাগই স্টার অ্যালায়েন্সভুক্ত সদস্য যেমন টার্কিন এয়ারলাইনস ও লুফটহানজা।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ