ডিলান লেভিট

ডিলান জেমস ক্রিস্টোফার লেভিট (জন্ম: ১৭ নভেম্বর, ২০০০) একজন ওয়েলস পেশাদার ফুটবলার। তিনি স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব ডান্ডি ইউনাইটেড এবং ওয়েলস জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন।

ডিলান লেভিট
২০১৭-এ ম্যানচেস্টার ইউনাইটেড অ১৮ দলে লেভিট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডিলান জেমস ক্রিস্টোফার লেভিট[১]
জন্ম (2000-11-17) ১৭ নভেম্বর ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থানবোডেলওয়েডান, ওয়েলস
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মি)[২]
মাঠে অবস্থানমিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ডান্ডি ইউনাইটেড
জার্সি নম্বর১৯
যুব পর্যায়
0000–২০১৯ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৯–২০২২ম্যানচেস্টার ইউনাইটেড(০)
২০২০–২০২১→ চার্লটন অ্যাথলেটিক (লোন)(০)
২০২১→ ইস্ট্রা ১৯৬১ (লোন)(০)
২০২১–২০২২ডান্ডি ইউনাইটেড (লোন)২৫(৫)
২০২২–ডান্ডি ইউনাইটেড১৪(৩)
জাতীয় দল
২০১৬ওয়েলস অ১৬(০)
২০১৭–২০১৯ওয়েলস অ১৯(০)
২০১৯ওয়েলস অ২১(০)
২০২০–ওয়েলস১৩(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ নভেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৫ সেপ্টেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লেভিটের ফুটবল খেলার হাতেখড়ি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে বয়স-ভিত্তিক দলে খেলার পর ২০১৯ সালের নভেম্বরে উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচে তার সিনিয়র ক্যারিয়ারে অভিষেক হয়েছিলো। সে ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি আর গায়ে চাপানো হয়নি তার। বাকিটা সময় তিনি চার্লটন অ্যাথলেটিক, ক্রোয়েশিয়ান ক্লাব ইস্ট্রা ১৯৬১ এবং ডান্ডি ইউনাইটেড-এ লোনে কাটিয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে, তিনি একটি স্থায়ী চুক্তিতে ডান্ডি ইউনাইটেডে যোগ দেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের আগে লেভিট বয়স-ভিত্তিক দলগুলোতে ওয়েলসের হতে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ফিনল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের একটি ম্যাচে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়।

ক্লাব ক্যারিয়ার

ম্যানচেস্টার ইউনাইটেড

লেভিট আট বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন এবং ২০১৮ সালের এপ্রিল মাসে ক্লাবের সাথে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। [৩] ২০১৯-এর নভেম্বরে তিনি ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেন। [৪] ২৮ নভেম্বর, ২০১৯-এ আস্তানার বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচে ইউনাইটেডের হয়ে তার সিনিয়র অভিষেক হয়। [৫]

৮ সেপ্টেম্বর, ২০২০-এ, লেভিটকে চার্লটন অ্যাথলেটিক -এর কাছে পুরো মৌসুমের জন্য লোনে পাঠানো হয়। [৬] ৮ জানুয়ারি, ২০২১-এ, চার্লটন অ্যাথলেটিক লেভিটের লোনের সময়কাল কমিয়ে আনে; কারণ বাজে পারফরম্যান্সের কারণে তিনি লিগ ওয়ানের এই ক্লাবে মাত্র পাঁচটি ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। [৭]

১৫ ফেব্রুয়ারি, ২০২১-এ, লেভিট ২০২০–২১ সিজনের বাকি অংশে খেলার জন্য লোনে ক্রোয়েশিয়ান ফুটবল লিগের দল ইস্ট্রা ১৯৬১ -তে যোগ দেন। [৮] ১৪ এপ্রিল রিজেকার বিরুদ্ধে ক্রোয়েশিয়ান কাপের সেমিফাইনালে কোচ দানিজেল জুমিচ তাকে অপ্রত্যাশিতভাবে স্টার্টিংয়ে রাখেন। সে ম্যাচে তিনি ৬৪ মিনিট পর্যন্ত খেলে ডিনো হ্যালিলোভিচের স্থলাভিষিক্ত হন। ইস্ট্রা সে ম্যাচে ৩–২ গোলে জিতে ফাইনালে যায়। [৯]

ডান্ডি ইউনাইটেড

২০ আগস্ট, ২০২১-এ, লেভিট স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব ডান্ডি ইউনাইটেডে এক বছরের লোন যোগ দেন। [১০] তিনি ২০২১–২২ স্কটিশ কাপে ট্যানজারিনদের হয়ে ২৯ ম্যাচে ৬ গোল গোল [১১] এবং ডান্ডি ইউনাইটেডকে ইউরোপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য লিগের শেষ ৫ ম্যাচে তিন গোল করেন। দুর্দান্ত পারফরম্যান্সের পর লেভিট সে মৌসুমে ফ্যান্সদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। [১২] এরপর তিনি ২০২২ সালের জুলাই মাসে দুই বছরের চুক্তিতে ক্লাবে যোগ দেন। [১৩] [১৪] [১৫]

আন্তর্জাতিক ক্যারিয়ার

লেভিট অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ স্তরে ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো তাকে ওয়েলস জাতীয় দলে ডাকা হয়। [১৬] ৩ সেপ্টেম্বর, ২০২০-এ ফিনল্যান্ডের বিরুদ্ধে ২০২০–২১ উয়েফা নেশনস লিগে তার অভিষেক ঘটে। [১৭] ২০২১ সালের মে মাসে তিনি উয়েফা ইউরো ২০২০-এর জন্য ওয়েলসের ২৬ সদস্যের দলে জায়গা পান। [১৮] রোমে ইতালির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন; সে ম্যাচে তারা ১–০ গোলে পরাজিত হয়েছিলেন। [১৯] ২০২২ সালের নভেম্বরে তাকে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ওয়েলস দলে ডাকা হয়। [২০]

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

১২ নভেম্বর, ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[২১]
বিভিন্ন মৌসুমে ক্লাবের হয়ে গোলের পরিসংখ্যান
ক্লাবমৌসুমলিগজাতীয় কাপ[ক]লিগ কাপ[খ]মহাদেশীয়অন্যান্যমোট
বিভাগম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোল
ম্যানচেস্টার ইউনাইটেড অ২১২০১৯–২০2[গ]
ম্যানচেস্টার ইউনাইটেড২০১৯–২০প্রিমিয়ার লিগ[ঘ]
২০২০–২১প্রিমিয়ার লিগ
২০২১–২২প্রিমিয়ার লিগ0
মোট
চার্লটন অ্যাথলেটিক (লোন)২০২০–২১লিগ ওয়ান
ইস্ট্রা ১৯৬১ (লোন)২০২১–২১ক্রোয়েশীয় ফুটবল লিগ
ডান্ডি ইউনাইটেড (লোন)২০২১–২২স্কটিশ প্রিমিয়ারশিপ২৫২৯
ডান্ডি ইউনাইটেড২০২২–২৩স্কটিশ প্রিমিয়ারশিপ১৪2[ঙ]১৮
মোট৩৯৪৭
সর্বমোট৪৯৬৪

আন্তর্জাতিক

২৫ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[২২]
জাতীয় দলের হয়ে গোলের পরিসংখ্যান
জাতীয় দলবছরম্যাচগোল
ওয়েলস২০২০
২০২১
২০২২
মোট১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ