নগরাব্দ

নগরাব্দ (ইংরেজি আদ্যাক্ষর AUC), যা লাতিন ভাষায় আব উর্বে কন্দিতা (শহরের ভিত্তি প্রতিষ্ঠাকরণ) কিংবা অ্যানো উর্বিস কন্দিতা (নগর প্রতিষ্ঠার বছর) নামে ডাকা হয়,[টীকা ১] হলো রোম নগরী প্রতিষ্ঠার ঐতিহ্যবাহী সাল (৭৫৩ খ্রিস্টপূর্ব) ভিত্তিক পঞ্জিকা সাল[১][২] এটি একটি অভিব্যক্তি যা শাস্ত্রীয় ইতিহাসবিদরা অনাদিকালে প্রাচীন রোম সম্পর্কিত তারিখের ক্ষেত্রে ব্যবহার করতেন। ১ খ্রিস্টপূর্বকে এই ব্যবস্থায় ৭৫৩ নগরাব্দ (ইংরেজি: AUC 753) লেখা হয় এবং ১ খ্রিস্টাব্দকে লেখা হয় ৭৫৪ নগরাব্দ। রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠার বছর তথা ২৭ খ্রিস্টপূর্ব হচ্ছে ৭২৭ নগরাব্দ।

রোমের সম্রাট আরবীয় ফিলিপের আমলের দখলদার পাকাতিয়ানাসের আন্তোনিয়ানিয়াস, ২৪৮ খ্রিস্টাব্দ। মুদ্রা দুটিতে লেখা আছে রোমাই অ্যাটের[নি] অ্যান[নো] মেইল[লেসিমো] অ্যাট প্রিমো, 'চিরন্তন রোমের প্রতি, এর এক হাজার এবং প্রথম বছরে।'

এর ব্যবহার রেনেসাঁর সময় আরও বেশি ব্যবহৃত হত যখন সম্পাদকেরা কখনো কখনো রোমক ফলকগুলো প্রকাশের আগে সেগুলোর সাথে এইউসি যুক্ত করে দিত যার ফলে একটি ভুল ধারণার সৃষ্টি হয়েছিলো যে এই পঞ্জিকা সাল ব্যবহার অনাদিকালে খুব স্বাভাবিক ছিলো। কিন্তু বাস্তবে রোমান আমলে বর্ষ সংখ্যা গণনা করার জন্য রোমান অধিনায়কীয়দের নাম ও তাদের বছর ব্যবহার করা হতো। প্রাক-মধ্যযুগের সময়, যেমন ২৯৩ খ্রিস্টাব্দের পরে ডিওক্লেটীয় যুগে রোমান মিশরে, এবং সম্রাট জাস্টিনিয়ানের আদেশ জারির পর ৫৩৭ খ্রিস্টাব্দ থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যে সম্রাটদের শাসনকাল ব্যবহৃত হতো।

গুরুত্ব

মার্কাস টেরেন্টিয়াস ভারোর (খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী) মতে রোম প্রতিষ্ঠার তারিখ ২১ এপ্রিল, ৭৫৩ খ্রিস্টপূর্ব। হয়তো ভারো এই তারিখ নির্ণয় করতে অধিনায়কীয়দের তালিকা (ত্রুটি সমেত) ব্যবহার করেছিলেন এবং রোম প্রতিষ্ঠার পর আসা রাজাদের থেকে হ্যালিকার্নাসাসের ডিওনিসিয়াসের হতে ২৪৪ বছরের তফাত ধরে প্রথম অধিনায়কীয়র বছর বলেছিলেন ২৪৫ নগরাব্দ। নগরাব্দের হিসাবের নির্ভুলতা নিশ্চিত করা না গেলেও এটি এখনো বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে থাকে।

ক্লডিয়াস (৪১-৫৪ খ্রিস্টাব্দ) এর সময় থেকে নগরাব্দের হিসাবের সাথে অন্যান্য সমসাময়িক হিসাবের সম্পর্ককরণ বাদ দেওয়া হয়। নগরীর বার্ষিকী পালন রাজকীয় অপপ্রচারের অন্তর্ভুক্ত হয়। ক্লডিয়াস প্রথম ব্যক্তি ছিলেন যিনি ৪৮ খ্রিস্টাব্দে শহরের প্রতিষ্ঠা স্মরণে জমকালো ভাবে আটশো তম বার্ষিকী উদযাপন করেন।[তথ্যসূত্র প্রয়োজন] হাদ্রিয়ান ১২১ খ্রিস্টাব্দে এবং আন্তোনিনাস পিয়াস যথাক্রমে ১৪৭ ও ১৪৮ খ্রিস্টাব্দে রোম প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করেন।

২৪৮ খ্রিস্টাব্দে আরবীয় ফিলিপ সেকুলার ক্রীড়ার সাথে রোমের প্রথম সহস্রাব্দ উদযাপন করেন। সেই সময়কার রোমান মুদ্রাগুলো এই উদযাপনের স্বাক্ষী হয়ে আছে। পাকাতিয়ানাস নামক এক অধিনায়কীয়র আমলের এক মুদ্রায় লেখা রয়েছে, "বর্ষ এক হাজার এক", যা নির্দেশ করে সাম্রাজ্যের নাগরিকগণ নতুন যুগ "সেকুলাম নভাম" সম্পর্কে জানতো।

পঞ্জিকা সাল

খ্রিস্টাব্দ বর্ষ সংখ্যা পদ্ধতি ৫২৫ খ্রিস্টাব্দে রোমে ডায়োনিসিয়াস এক্সিগুয়াস নামক একজন যাজক নিজের পুনরুত্থান পার্বণ সারণীর কাজের ফলস্বরূপ তৈরি করেন। তিনি নগরাব্দ ব্যবস্থা ব্যবহার করেননি কিন্তু তার বদলে তিনি তার হিসাব ডিওক্লেটীয় সালের উপর ভিত্তি করে তৈরি করেন। এই সাল পদ্ধতি ২৯৩ খ্রিস্টাব্দ তথা চতুর্নত্রিত্বের বছর থেকে শুরু হয়েছিলো যখন সম্রাটের শাসনকাল ভিত্তিক সাল গণনা পদ্ধতি ব্যবহার অকার্যকর হয়ে পড়েছিলো।[৩] পুনরুত্থান পার্বণ সারণীতে, ৫৩২ খ্রিস্টাব্দকে সম্রাট ডিওক্লেটিয়ানের ২৪৮ সালের রাজত্ববর্ষের সাথে তুলনা করা হয়েছিলো। এই সারণীতে ২৮৪ খ্রিস্টাব্দে ডিওক্লেটিয়ানের সিংহাসনের বসার বছরের পরিবর্তে যিশু খ্রিস্টের অনুমানকৃত জন্মসাল থেকে বছর শুরু করা হয়।[৪] ব্ল্যাকবার্ন ও হালফোর্ড-স্ট্রাভেন্সদের পর্যালোচনা অনুসারে ডায়োনিসিয়াস যিশুর মনুষ্যদেহে আবির্ভাব ২ খ্রিস্টপূর্ব, ১ খ্রিস্টপূর্ব বা ১ খ্রিস্টাব্দে নির্ধারণ করেছিলেন।[৫]

ভারোর হিসাব অনুসারে ১ খ্রিস্টাব্দ সালটি নগরাব্দে ৭৫৪ সাল হয়। একইভাবে:

নগরাব্দসালঘটনা
৭৫৩ খ্রিস্টপূর্বরোম রাজ্যের প্রতিষ্ঠা
২৪৪৫১০ খ্রিস্টপূর্বরোমান রাজতন্ত্রের পতন
৪৯০২৬৪ খ্রিস্টপূর্বপিউনিক যুদ্ধসমূহ
৭০৯৪৫ খ্রিস্টপূর্বজুলীয় বর্ষপঞ্জির প্রথম বছর
৭১০৪৪ খ্রিস্টপূর্বজুলিয়াস সিজার হত্যাকাণ্ড
৭২৭২৭ খ্রিস্টপূর্বঅগাস্টাস রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট হন
৭৫৩১ খ্রিস্টপূর্ব
৭৫৪১ খ্রিস্টাব্দ
১০০০২৪৭ খ্রিস্টাব্দ
১০৩৭২৮৪ খ্রিস্টাব্দডিওক্লেটিয়ান রোমের সম্রাট হোন
১২২৯৪৭৬ খ্রিস্টাব্দপশ্চিম রোমক সাম্রাজ্যের পতন
১২৪৬৪৯৩ খ্রিস্টাব্দঅস্ট্রোগোথিক রাজ্য প্রতিষ্ঠিত হয়
১৩০৬৫৫৩ খ্রিস্টাব্দইতালি পূর্ব রোমক সাম্রাজ্যের অধীনে আসে
১৫০৭৭৫৪ খ্রিস্টাব্দপাপাল রাজ্যমালার প্রতিষ্ঠা
১৯৩০১১৭৭ খ্রিস্টাব্দপাপাল রাজ্যমালা পবিত্র রোম সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে
২০০০১২৪৭ খ্রিস্টাব্দ
২২০৬১৪৫৩ খ্রিস্টাব্দকনস্টান্টিনোপলের পতন
২২৪৭১৪৯৪ খ্রিস্টাব্দইতালীয় যুদ্ধসমূহ
২৫৪২১৭৮৯ খ্রিস্টাব্দফরাসি বিপ্লব
২৫৫৬১৮০৩ খ্রিস্টাব্দনেপলীয় যুদ্ধ
২৬০১১৮৪৮ খ্রিস্টাব্দইতালীয় পুনরভ্যুদয়
২৬২৩১৮৭০ খ্রিস্টাব্দইতালীয় রাজ্য প্রতিষ্ঠা
২৬৯৯১৯৪৬ খ্রিস্টাব্দইতালীয় প্রজাতন্ত্র ঘোষণা
২৭২৩১৯৭০ খ্রিস্টাব্দইউনিক্স সময়-এর সূচনা
২৭৫৩২০০০ খ্রিস্টাব্দ
২৭৭৬২০২৩ খ্রিস্টাব্দ
২৭৭৭২০২৪ খ্রিস্টাব্দ
২৭৭৮২০২৫ খ্রিস্টাব্দ

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • উইকিঅভিধানে নগরাব্দ-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ