নিকটুন্স (যুক্তরাষ্ট্র)

নিকটুন্স (পূর্বে নিকটুন্স নেটওয়ার্ক) হচ্ছে একটি মার্কিন শিশুতোষ পে টেলিভিশন চ্যানেল। এটির মালিক হচ্ছে প্যারামাউন্ট মিডিয়া নেটওয়ার্কস, এবং এটি ৭ থেকে ১১ বছরের শিশুদেরকে লক্ষ্য করে সম্প্রচার করে।[১] নিকটুন্স ভ্রাতৃপ্রতিম নিকেলোডিয়ন থেকে মূল অ্যানিমেটেড অনুষ্ঠান (যেগুলো নিকটুন্স নামে পরিচিত) এর পুনঃপ্রচার দেখায়, সাথে অন্যান্য অ্যানিমেটেড অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রচারিত করে।

নিকটুন্স
উদ্বোধন১ মে ২০০২; ২১ বছর আগে (2002-05-01)
নেটওয়ার্কনিকেলোডিয়ন
মালিকানাপ্যারামাউন্ট মিডিয়া নেটওয়ার্কস
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য লেটারবক্স ৪৮০আই এ ডাউনস্কেল করা)
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রধান কার্যালয়ওয়ান অ্যাস্টর প্লাজা
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
পূর্বতন নামনিকটুন্স টিভি (২০০২–০৩)
নিকটুন্স (২০০৩–০৫)
নিকটুন্স নেটওয়ার্ক (২০০৫–০৯)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
নিকেলোডিয়ন
নিক অ্যাট নাইট
টিননিক
নিক জুনিয়র
নিকমিউজিক

সেপ্টেম্বর ২০১৮ হিসেবে যুক্তরাষ্ট্রের ৫.৬৯ কোটি গৃহের কাছে নিকটুন্স পাওয়া যায়।[২]

ইতিহাস

নিকটুন্স নেটওয়ার্কের ওয়ার্ডমার্ক (২০০৫–০৯)

২০০২ সালের ১ মেতে নিকটুন্স একটি স্বতন্ত্র চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করে নিকটুন্স টিভির নামে, ডিজিটাল কেবল একচেটিয়া এমটিভি ডিজিটাল সুইটের অংশে, কেবল অপারেটরদেরকে চ্যানেলটি প্রদান করা এবং এটিকে স্যাটেলাইট সার্ভিসের উপর একটি মার্কেটিং সুবিধা দেওয়ার প্রলুব্ধ করার জন্য। কিন্তু, ২০০৪ সালের আগের দিকে নিকেলোডিয়নের ব্যবস্থাপনা চ্যানেলটি ডিজিটাল স্যাটেলাইট সার্ভিস ডাইরেকটিভি এবং ডিশ নেটওয়ার্কদের কাছে নৈবেদ্য করে। চ্যানলটি মূলে বিজ্ঞাপন-মুক্ত মার্কেট করা হয়েছিল, সাথে বিরতির সময়ে নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওর জড়িত হাস্যকর প্রোমো, বিদেশী মার্কেট থেকে ২-মিনিটের কার্টুন শর্টস, এবং নিকেলোডিয়নে আগে প্রচারিত সাবেক অনুষ্ঠানের পদোন্নতি প্রচারিত হতো। ২০০৫ সালের ৬ জুনে যখন চ্যানেলের বিতরণ বেড়ে যায়, সেটিতে বিজ্ঞাপন প্রচার হওয়া শুরু হ​য়।[তথ্যসূত্র প্রয়োজন]

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বরে নিকটুন্সের লোগোটি রুপান্তর করা হয় নিকেলোডিয়নের সর্বজনীন রুপান্তর প্রচেষ্টার অংশে।[৩] ২০১৩ সালের ১৩ আগস্টে কিছু প্রভাইডারে চ্যানেলটির এইচডি ফিডের উদ্বোধন করা হ​য়।[৪][৫] প্যারামাউন্টের বাকি সব এইচডি চ্যানেলের মতো সমস্ত ৪:৩ এসডিতে তৈরি অনুষ্ঠান ফিডে লেটারবক্স করা হ​য়। যেহেতু চ্যানেলটি নিকেলোডিয়ন থেকে আরো অনুষ্ঠান প্রচার করা শুরু করে, নিকটুন্সের ওয়েবসাইটি বন্ধ করে দেওয়া হ​য়, যেটি দর্শকদেরকে পরিবর্তে Nick.com এ যাওয়ার জন্য সুপারিশ করেছে, পুরোপুরি Nick.com ডোমেইনে পুনর্নির্দেশ হওয়ার আগে।

অনুষ্ঠানসমূহ

উদ্বোধন হওয়ার পর থেকেই নিকটুন্স মূল নিকেলোডিয়ন চ্যানেল থেকে অনুষ্ঠান প্রচারিত করে। এটির নাম সত্ত্বেও এটিতে শুধু নিকটুন্স প্রচারিত হয় না, এবং মাঝের মধ্যে নিকেলোডিয়নের লাইভ-অ্যাকশন অনুষ্ঠানও প্রচারিত করেছে, যেমন দ্য থান্ডারম্যানস এবং হেনরি ডেঞ্জার। নিকেলোডিয়ন এই চ্যানেলে আরো নতুন অনুষ্ঠান স্থানান্তর করার কারণে অনেকগুলো পুরোনো নিকটুন্স, যেমন হে আর্নোল্ড! এবং দ্য রেন অ্যান্ড স্টিম্পি শো, চ্যানেলের থেকে অপসারণ করা হয়, কিন্তু এটিতে মাঝের মধ্যে রাগর‍্যাটস প্রচারিত হয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাস হিসেবে নিকটুন্সে বেশিরভাগ আধুনিক অনুষ্ঠান প্রচারিত হয়, যেমন স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্‌, দ্য অ্যাডভেঞ্চারস অফ জিমি নিউট্রন, বয় জিনিয়াস, এবং দ্য ফেয়ার্লি অডপ্যারেন্টস

এখনের সময়ে নিকেলোডিয়ন ব্যার্থ অনুষ্ঠানের বাকি পর্ব ঝলসানোর জন্য নিকটুন্স চ্যানেলটিকে ব্যবহার করেছে, যেমন বানসন ইস আ বিস্ট, অলি'স প্যাক, দ্য ফেয়ার্লি অডপ্যারেন্টস এর ১০তম সিজন, এবং ওয়েলকাম টু দ্য ওয়েইন

নিকস্পোর্টস

২০১৪ সালের ৩ সেপ্টেম্বরে চ্যানেলে নিকস্পোর্টস নামে একটি বুধবারের প্রাইম টাইম ব্লকের উদ্বোধন হয়।[৬] ব্লকটি বেশিরভাগ ক্রীড়াবিষয়ক লাইসেন্স করা অনুষ্ঠান প্রচারিত করেছে, যেমন ওয়াইল্ড গ্রাইন্ডার্স এবং এনএফএল রাশ জোন: গার্ডিয়ানস অফ দ্য কোর, সাথে রয়েছিল ক্রীড়াবিষয়ক চলচ্চিত্র যেমন বেন্ড ইট লাইক বেকহ্যাম, কুল রানিংস, এবং স্পেইস জ্যাম[৬] ২০১৫ সালের মধ্যে ব্লকটিকে শুক্রবারের প্রাইম টাইম স্লটে স্থানান্তর করা হয়, এবং ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্লকটি শেষ হয়।

আন্তর্জাতিক চ্যানেলসমূহ

বর্তমান

  • যুক্তরাষ্ট্র – ২০০২ সালের ১ মেতে উদ্বোধন
  • যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড – ২০০২ সালের ২২ জুলাইতে উদ্বোধন
  • নেদারল্যান্ডস – ২০০৭ সালে উদ্বোধন
  • জার্মানি – ২০১০ সালের মার্চ মাসে উদ্বোধন
  • আফ্রিকা – ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বরে উদ্বোধন
  • স্ক্যান্ডিনেভিয়া – ২০১৭ সালের ১ ফেব্রুয়ারিতে উদ্বোধন
  • আরাবিয়া – ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে উদ্বোধন
  • তুরস্ক​ – ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারিতে উদ্বোধন
  • রাশিয়া – ২০১৮ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন
  • পোল্যান্ড – ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারিতে উদ্বোধন
  • হাঙ্গেরি ও রোমানিয়া – ২০১৯ সালের ১৫ এপ্রিলে উদ্বোধন
  • সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ও আলবেনিয়া - ২০১০ সালের ১৪ জুলাইতে উদ্বোধন

বন্ধ​

  • ফ্রান্স – ২০০৩ সালের ১ জানুয়ারিতে কানাল জেতে আনুষ্ঠানিক ব্লক হিসেবে উদ্বোধন। ২০১১ সালের ২১ অক্টোবরে এন-টুন্সের নামে পরিবর্তন এবং বন্ধ হ​য় ২০১৫ সালের ৩১ জুলাইতে।
  • লাতিন আমেরিকা – ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারিতে উদ্বোধন, এবং ২০২০ সালের শেষ দিকে বন্ধ, প্রধান কেবল প্রোভাইডারে এটির জায়গায় নিকমিউজিকের যুক্তরাষ্ট্রের ফিড বসে।

মাস্কট

২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নিকটুন্স নেটওয়ার্ক চ্যানেলের বাম্পার এবং বিজ্ঞাপনের জন্য একটি রোবট মাস্কট ব্যবহার করেছিল।[৭] মাস্কটির নাম ছিল "এসিওডাবলইউ", যেটার অর্থ হচ্ছে অ্যানিমেশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এবং ছিল একটি জটিল রোবট চরিত্র যার কাছে একটি বড় একক চোখ ছিল, এবং "ফোটো-পাপেটরি" দিয়ে অ্যানিমেট করা হয়েছিল।[৮] এসিওডাবলইউ বেশিরভাগ নিকটুন্স নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রদর্শিত হ​য়,[৯] এবং "নিকটুন্স নেটওয়ার্ক: অ্যানিমেশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড" এর লোগোর অংশে ব্যবহার করা হ​য়।[১০] চ্যানেলের প্রোমোতে একইরকমের দেখতে চোখ-ভিত্তিক চরিত্রও দেখা গিয়েছিল।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ